টি১০ লিগ

ক্রিকেট টুর্নামেন্ট

টি১০ লিগ হচ্ছে সংযুক্ত আরব আমিরাত এ অনুষ্ঠিতব্য সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতার একটি নতুন সংস্ককরণ। খেলাটি মূলত ১০ ওভারে সীমাবদ্ধ থাকবে এবং ৯০ মিনিটের একটি নির্দিষ্ট সময়কালব্যাপী পরিচালিত হবে। প্রতিযোগিতাটি চারদিন ধরে চলবে, রাউন্ড রবিন এর পরে সেমিফাইনাল এবং সব শেষে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ২০১৭ সালের প্রথম এই সংস্করনটি ১৪ই ডিসেম্বর থেকে শুরু হয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত শারজাহ ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম এ অনুষ্ঠিত হবে।[১]শহীদ আফ্রিদি, বীরেন্দ্র শেওয়াগ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিক, দিনেশ চান্ডিমাল এবং ইয়ন মর্গ্যান সহ বিভিন্ন আন্তর্জাতিক খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে লিগটি পরিচালিত হবে।

টি১০ ক্রিকেট লিগ
টি১০ লিগের প্রতীক
দেশ সংযুক্ত আরব আমিরাত
খেলার ধরনটি১০ (১০ ওভার)
প্রথম টুর্নামেন্ট২০১৭
শেষ টুর্নামেন্ট২০২২
প্রতিযোগিতার ধরনডবল রাউন্ড-রবিন এবং নক-আউট
দলের সংখ্যা
বর্তমান চ্যাম্পিয়নডেকান গ্ল্যাডিয়েটর্স (২য় শিরোপা)
সর্বাধিক সফলনর্দার্ন ওয়ারিয়র্স
ডেকান গ্ল্যাডিয়েটর্স (২টি শিরোপা)
টিভিসম্প্রচারকের তালিকা
ওয়েবসাইটটি১০ স্পোর্টস

প্রতিযোগিতাটিতে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান কেরালা কিংস এর হয়ে প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘদিন মাঠের বাইরে থাকা পাকিস্তানি অল-রাউন্ডার আব্দুল রাজ্জাক পাঞ্জাবি লেজেন্ডস দলের জন্য নির্বাচিত হয়েছেন। মুল্ক হোল্ডিংস এর সভাপতি, বিশিষ্ঠ ব্যবসায়ী সাজি উল মুল্ক কর্তৃক প্রতিষ্ঠিত লিগটি পাকিস্তানের সার্বিক তত্বাবধানে আয়োজিত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। লিগটির সভাপতির দায়িত্ব পালন করছেন সালমান ইকবাল, যিনি পাকিস্তান ভিত্তিক প্রতিষ্ঠান এআরওয়াই গ্রুপের স্বত্তাধিকারী।[২][৩] আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি১০ লিগের অনুমোদন প্রদান করে।[৪]

প্রথম সংস্করণের দল (২০১৭) সম্পাদনা

কেরালা কিংস মারাঠা এরাবিয়ান্স পাখতুন্স
পাঞ্জাবি লিজেন্ডস টিম শ্রীলঙ্কা ক্রিকেট বেঙ্গল টাইগার্স

মৌসুম ও বিজয়ী সম্পাদনা

মৌসুম চ্যাম্পিয়ন রানার-আপ ফাইনালে জয়ে ব্যবধান সর্বাধিক রান সর্বাধিক উইকেট
২০১৭ কেরালা কিংস
১২১/২ (৮ ওভার)
পাঞ্জাবী লিজেন্ডস
১২০/৩ (১০ ওভার)
৮ উইকেট   লুক রঙ্কি (১৯৭)   সোহেল তানভীর (৫)
  রায়াদ এমরিত (৫)
  হাসান আলী (৫)
২০১৮ নর্দার্ন ওয়ারিয়র্স
১৪০/৩ (১০ ওভার)
পাখতুন
১১৮/৭ (১০ ওভার)
২২ রান   নিকোলাস পুরাণ (৩২৪)   হারদাস ভিলজোয়েন (১৮)
২০১৯ মারাঠা আরাবিয়ান্স
৮৯/২ (৭.২ ওভার)
ডেকান গ্ল্যাডিয়েটরস
৮৭/৮ (১০ ওভার)
৮ উইকেট   ক্রিস লিন (৩৭১)   জর্জ গার্টন (১২)
২০২১ নর্দার্ন ওয়ারিয়র্স
৮৫/২ (৮.২ ওভার)
দিল্লি বুলস
৮১/৯ (১০ ওভার)
৮ উইকেট   সোহেল আক্তার (২৪৮)   জেমি ওভারটন (১২)
২০২১–২২ ডেকান গ্ল্যাডিয়েটর্স
১৫৯/০ (১০ ওভার)
দিল্লি বুলস
১০৩/৭ (১০ ওভার)
৫৬ রান   হযরতউল্লাহ জাজাই (৩৫৩)   ওয়ানিন্দু হাসারাঙ্গা (২১)
২০২২ ডেকান গ্ল্যাডিয়েটর্স
১২৮/৪ (১০ ওভার)
নিউ ইয়র্ক স্ট্রাইকার্স
৯১/৫ (১০ ওভার)
৩৭ রান   নিকোলাস পুরাণ (৩৪৫)   ডোয়েন প্রিটোরিয়াস (১২)

দলসমূহের প্রদর্শন সম্পাদনা

সেমি =》সেমি-ফাইনালে পরাজিত

আয়োজক→
দল↓
২০১৭ ২০১৮ ২০১৯ ২০২১ ২০২১–২২ অংশ
         
নর্দার্ন ওয়ারিয়র্স - ১ম ৫ম ১ম ৫ম
মারাঠা অ্যারাবিয়ান্স সেমি ৪র্থ ১ম ৭ম -
বাংলা টাইগার্স ৫ম ৩য় ৩য় ৫ম ৪র্থ
পাখতুন সেমি ২য় - - -
কালান্দার্স - - ৪র্থ ৪র্থ -
কেরালা নাইটস/কেরালা কিংস ১ম ৭ম - - -
পাঞ্জাবি লেজেন্ডস ২য় ৫ম - - -
কর্ণাটক টাস্কার্স - - ৮ম - -
পুনে ডেভিলস - - - ৮ম -
ডেকান গ্ল্যাডিয়েটর্স - - ২য় ৬ষ্ঠ ১ম
শ্রীলঙ্কা দল ৬ষ্ঠ - - - -
আবুধাবি দল - - ৬ষ্ঠ ৩য় ৩য়
সিন্ধি - ৮ম - - -
রাজপুত - ৬ষ্ঠ - - -
দিল্লি বুলস - - ৭ম ২য় ২য়
দ্য চেন্নাই ব্রেভস - - - - ৬ষ্ঠ

সম্প্রচারক সম্পাদনা

টি১০ লিগ সম্প্রচারক চ্যানেল সমূহ:-[৫]

অঞ্চল চ্যানেল ও অনলাইন সম্প্রচার বছর
  সংযুক্ত আরব আমিরাত এডি স্পোর্টস (২০২১/২০২২–বর্তমান)
ক্রিকলাইফ
  আফগানিস্তান রিশতে সিনেপ্লেক্স
আরটিএ স্পোর্টস
  আফ্রিকা সুপারস্পোর্ট
  বাংলাদেশ রিশতে সিনেপ্লেক্স
টি স্পোর্টস
  ভুটান রিশতে সিনেপ্লেক্স
  কানাডা উইলো টিভি
  ক্যারিবিয়ান  ওয়েস্ট ইন্ডিজ স্পোর্টসম্যাক্স টিভি
  ভারত রিশতে সিনেপ্লেক্স[৬]
ভুট

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. Anwar Ali (১০ ডিসেম্বর ২০১৭)। "T10 Cricket League"Pakistan Super League। ১১ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০১৭ 
  2. "2nd match, Group B (N), T10 League at Sharjah, Dec 14 2017 - Match Summary - ESPNCricinfo"ESPNcricinfo 
  3. "T10 Cricket League: Pakhtoons beat Maratha"। Samaa। ১৪ ডিসেম্বর ২০১৭। ১৯ আগস্ট ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৮ 
  4. "T10 League gets International Cricket Council (ICC) sanction"The Indian Express। ২২ নভেম্বর ২০১৮। 
  5. "Welcome to our broadcast partners! 📺 Let us know where in the world you will be watching from! 🌎 #AbuDhabiT10 #InAbuDhabi #CricketsFastestFormat"Twitter.com। ২০২১-১১-১৯। সংগ্রহের তারিখ ২০২১-১১-১৯ 
  6. "We Welcome Viacom18 as our TV Broadcast and Digital Media Partner in India #IndiaBroadcast #ADT10News #InAbuDhabi #AbuDhabiT10"Facebook.com (ইংরেজি ভাষায়)। ২০২১-১১-১৯। সংগ্রহের তারিখ ২০২১-১০-০৫