কৃষমার স্যান্তোকি

ক্রিকেটার

কৃষমার স্যান্তোকি (জন্ম: ২০ ডিসেম্বর, ১৯৮৪) জামাইকার ক্লেয়ারডন এলাকায় জন্মগ্রহণকারী আন্তর্জাতিকমানের ক্রিকেটারআন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে জ্যামাইকার প্রতিনিধিত্ব করছেন। দলে তিনি মূলতঃ বোলার হিসেবে অবতীর্ণ হয়েছেন। নিচের সারির বামহাতি ব্যাটসম্যান স্যান্তোকি বামহাতে মিডিয়াম পেস বোলিং করে থাকেন।

কৃষমার স্যান্তোকি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামকৃষমার স্যান্তোকি
জন্ম (1984-12-20) ২০ ডিসেম্বর ১৯৮৪ (বয়স ৩৯)
ক্লেয়ারডন, জ্যামাইকা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি মিডিয়াম পেস
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭-বর্তমানজ্যামাইকা
২০১৩-বর্তমানগায়ান আমাজন ওয়ারিয়র্স
২০১৪-বর্তমানমুম্বাই ইন্ডিয়ান্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টি২০আই এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১৪
রানের সংখ্যা ১০
ব্যাটিং গড় ৪.০০ ১০.০০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ৮*
বল করেছে ১৮ ৩৮৯ ২৮৪
উইকেট ২৭
বোলিং গড় ১৭.০০ ৩৩.৬২ ৯.৮৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ১/১৭ ৩/৪৯ ৫/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ৪/– ১/–
উৎস: CricketArchive, ২৫ সেপ্টেম্বর ২০১১

সেপ্টেম্বর, ২০১১ সালে টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে অভিষেক ঘটে তার। ঐ খেলায় তিনি ১৭ রানের বিনিময়ে ১ উইকেট লাভ করেছিলেন ও তার দল জয়লাভ করেছিল।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "West Indies in England T20I Series - 2nd T20I"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১১ 

বহিঃসংযোগ সম্পাদনা