১৩ জুন
তারিখ
(জুন ১৩ থেকে পুনর্নির্দেশিত)
<< | জুন | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ||||||
২০২৪ |
১৩ জুন গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৬৪তম (অধিবর্ষে ১৬৫তম) দিন। বছর শেষ হতে আরো ২০১ দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৫২৫ - রোমান ক্যাথলিক চার্চের নিয়ম ভেঙে মার্টিন লুথার বিয়ে করেন ক্যাথরিনা ভনভরাকে।
- ১৭৫৭ - রবার্ট ক্লাইভ সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মুর্শিদাবাদ অভিমুখে যুদ্ধ অভিযান শুরু করেন।
- ১৮৪০ - কলকাতায় তত্ত্ববোধিনী সভার উদ্যোগে তত্ত্ববোধিনী পাঠশালা প্রতিষ্ঠিত হয়।
- ১৮৫৭ - লর্ড ক্যানিং সংবাদপত্র আইন চালু করেন।
- ১৮৭৮ - ইউরোপের মুখ্য রাষ্ট্রপ্রধানদের নিয়ে বার্লিন কংগ্রেস শুরু হয়।
- ১৯০০ - চীনে বক্সার বিদ্রোহ শুরু হয়।
- ১৯০৬ - বৃটেনের পশ্চিমাঞ্চলীয় আয়ারল্যান্ড দ্বীপে আয়ারল্যান্ড রিপাবলিকান আর্মির রাজনৈতিক শাখা শিনফেন আত্ম প্রকাশ করে।
- ১৯২১ - ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রথমবারের মতো ব্যাপক আন্দোলনের সূচনা হয়।
- ১৯৩৪ - আডলফ হিটলার এবং বেনিতো মুসোলিনি দুজনের সাক্ষাৎ হয়েছিল ইতালির ভেনাসে।
- ১৯৪৩ - ফ্রান্সের জাতীয় মুক্তি কমিটি গঠিত হয়।
- ১৯৪৪ - জার্মানি প্রথম বারের মতো বৃটেনকে লক্ষ্য করে ভি-ওয়ান নামের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।
- ১৯৫৩ - কলম্বিয়ায় জেনারেল গুস্তাভো রোজাস পিনিল্লার নেতৃত্বে এক সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট লরেয়ানো গোমেজের সরকার উৎখাত।
- ১৯৫৬ - সর্বশেষ ব্রিটিশ সেনাদল সুয়েজ ত্যাগ করে।
- ১৯৭১ - অস্ট্রেলিয়ার সিডনিতে জি. বডরিক নামে এক মহিলা একসঙ্গে নয় সন্তানের জন্ম দেয়। এর মধ্যে ২ ছেলে ও ৪ মেয়ে বেঁচে যায়।
- ১৯৭৪ - ইয়েমেনে সেনাবাহিনীর ক্ষমতা দখল।
- ১৯৭৫ - আলজিয়ার্স চুক্তি।
- ১৯৭৮ - লেবানন থেকে ইসরাইল তার সেনা প্রত্যাহার করে।
- ১৯৮২ - সৌদি বাদশাহ খালেদের মৃত্যু। যুবরাজ ফাহাদের সিংহাসনে আরোহণ।
- ১৯৮৩ - ঢাকা জাদুঘর জাতীয় জাদুঘরে রূপান্তরিত হয়।
- ১৯৯৩ - কিম ক্যাম্পবেল কানাডার প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত।
- ২০০২ - যুক্তরাষ্ট্র প্রতিনিক্ষেপী ক্ষেপণাস্ত্র (অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল) চুক্তি প্রত্যাহার করে।
জন্ম
সম্পাদনা- ১৩৬৭ - জোসনের রাজা তেজং, জোসন রাজবংশের রাজা। (মৃ. ১৪২২)
- ১৫৫৫ - জোভান্নি আন্তোনিও মাজিনি, ইতালীয় জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী, মানচিত্রাঙ্কনবিদ এবং গণিতজ্ঞ। (মৃ. ১৬১৭)
- ১৭৬৩ - হোজে বনিফাসিও দে আন্দ্রাদা, ব্রাজিলের একজন কূটনীতিজ্ঞ, নিসর্গী, অধ্যাপক এবং কবি। (মৃ. ১৮৩৮)
- ১৮৩১ - জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, স্কটল্যান্ডীয় গাণিতিক পদার্থবিজ্ঞানী তড়িৎচুম্বকীয় বিকিরণ তত্ত্বের জন্য সুবিদিত। (মৃ.০৫/১১/১৮৭৯)
- ১৮৫৪ - চার্লস এ পারসনস, আইরিস ইঞ্জিনিয়ার ও আবিষ্কারক। (মৃ. ১৯৩১)
- ১৮৬৫ - উইলিয়াম বাটলার ইয়েটস বিশ শতকের একজন আইরিশ কবি ও নাট্যকার। (মৃ.২৮/০১/১৯৩৯)
- ১৮৯৭ - পাভো নুরমি, ফিনিশীয় মাঝারি ও লম্বা দূরত্বের দৌড়বিদ। (মৃ. ১৯৭৩)
- ১৯১১ - লুইস ওয়াল্টার আলভারেজ, স্পেনীয় বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী। (মৃ. ১৯৮৮)
- ১৯১৮ - বেন জনসন, মার্কিন অভিনেতা, স্টান্টম্যান ও রোডিও কাউবয়। (মৃ. ১৯৯৬)
- ১৯২৭ - বাংলাভাষা শহীদ আবুল বরকত। (মৃ.১৯৫২)
- ১৯২৮ - জন ফর্ব্স ন্যাশ, মার্কিন গণিতবিদ। (মৃ. ২০১৫)
- ১৯৪০ - জার্মান গায়িকা সারাহ কোনর।
- ১৯৪৪ - বান কি মুন, দক্ষিণ কোরিয়ার রাজনীতিবিদ এবং জাতিসংঘের অষ্টম মহাসচিব।
- ১৯৫৩ - টিম অ্যালেন, মার্কিন অভিনেতা ও কৌতুকাভিনেতা।
- ১৯৬৫ - মনিন্দর সিং, সাবেক ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
- ১৯৭০ - ক্রিস কেয়ার্নস, নিউজিল্যান্ডের সাবেক ও বিখ্যাত ক্রিকেট তারকা।
- ১৯৮১ - ক্রিস ইভানস (অভিনেতা), মার্কিন অভিনেতা।
- ১৯৮৬ - হন্ডা কেস্কে, জাপানি ফুটবলার।
- ১৯৮৬ - ডিজে স্নেক, ফরাসি সংগীত প্রযোজক এবং ডিজে।
- ১৯৯০ - অ্যারন টেলর-জনসন, ইংরেজ অভিনেতা।
- ১৯৯৪ - দীপিকা কুমারী, ভারতীয় মহিলা তীরন্দাজ।
মৃত্যু
সম্পাদনা- ১৬৪৫ - মিয়ামোতো মুসাশি, জাপানি অসিযোদ্ধা ও রোনিন। (জ. ১৫৮৪)
- ১৬৯৫ - জন লাফুনতান, ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি।
- ১৯৩১ - কিতাসাতো শিবাসাবুরো, জাপানি চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী। (জ. ১৮৫১)
- ১৯৩২ - অপূর্ব সেন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব। (জ.১৯১৫)
- ১৯৩৯ - আর্থার কনিংহ্যাম, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (জ. ১৮৬৩)
- ১৯৮৩ - বাঙালি রসায়ন বিজ্ঞানী ফণীন্দ্রচন্দ্র দত্ত। (জ.১৯১২)
- ১৯৮৭ - জেরাল্ডিন পেজ, আমেরিকান অভিনেত্রী। (জ. ১৯২৪)
- ২০০৫ - আলভারো কুনহাল, পর্তুগিজ কমিউনিস্ট বিপ্লবী এবং রাজনীতিবিদ। (জ. ১৯১৩)
- ২০১২ - মেহদী হাসান, পাকিস্তানের গজল গায়ক ও ললিউডের নেপথ্য কণ্ঠশিল্পী। (জ. ১৯২৭)
- ২০১৫ - মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।
- ২০২০
- মোহাম্মদ নাসিম, বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী। (জ. ১৯৪৮)
- শেখ মোহাম্মদ আবদুল্লাহ, বাংলাদেশি রাজনীতিবিদ ও শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। (জ. ১৯৪৫)
- সুলতান উদ্দিন ভূঁইয়া, বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য। (জ. ১৯৫৩)
দিবস ও অন্যান্য
সম্পাদনা- ভূমিকম্প সচেতনতা দিবস
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ১৩ জুন সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- বিবিসি: এই দিনে (ইংরেজি)
- দি নিউইয়র্ক টাইমস: এই দিনে (ইংরেজি)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |