খন্দকার

পারিবারিক নাম

খন্দকার বা খোন্দকার (ফার্সি: خواندکار) ফার্সি শব্দ। খন্দকার বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের পদবি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে।মুসলিম সমাজের ফারসি শিক্ষক হিসেবে খোন্দকার বা খন্দকারের পরিচয় পাওয়া যায়। আবার ফারসি ভাষায়, খন্দকার বলে একটি শব্দ আছে যার অর্থ শিক্ষক। সাধারণ ভাবে খোন্দকার বা খন্দকার অর্থ হচ্ছে কৃষক বা চাষাবাদকারী । মনে করা হয় ফারসি কনদহ 'এর যার অর্থ কৃষি' সাথেকার যুক্ত হয়ে কনদহকার> খনদহকার>খন্দকার হয়েছে। ভিন্ন মতে, খন্দকারের মূল উৎপত্তি সংস্কৃত কন্দ> খন্দ যার অর্থ ফসল বলা হয়েছে। এই খন্দ এর সঙ্গে কার যুক্ত হয়েও খন্দকার> খোন্দকার হতে পারে।

খন্দকার বা খোন্দকার পদবি যুক্ত উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

উপসংহার : ফারসি ভাষায় খন্দকার শব্দের অর্থ শিক্ষক।খন্দকার শব্দটির উৎপত্তি মুসলিম সমাজের ফারসি শিক্ষক হিসেবে বলে মনে করা হয়।খন্দকার শব্দটির উৎপত্তি সামন্ত সমাজ থেকে পেশাজীবী হিসেবে বলে মনে করা হয়।খন্দকার শব্দটির উৎপত্তি ফারসি শব্দ 'কনদহ' থেকে বলে মনে করা হয়। 'কনদহ' শব্দের অর্থ কৃষি।খন্দকার শব্দটির উৎপত্তি সংস্কৃত শব্দ 'কন্দ' থেকেও বলে মনে করা হয়। 'কন্দ' শব্দের অর্থ ফসল।

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

{উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; নামবিহীন ref সমূহের অবশ্যই বিষয়বস্তু থাকতে হবে}==== ইন্টারনেট====