কীর্তি নগর মেট্রো স্টেশন

ভারতের দিল্লির মেট্রো স্টেশন

কীর্তি নগর মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের কীর্তি নগরে অবস্থিত উত্তোলিত ও ভূতলস্থ মেট্রো স্টেশন। ২০০৫ সালের ৩১শে ডিসেম্বর ব্লু লাইনের একটি স্টেশন হিসাবে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[] পরে ২০১১ সালের ২৭শে আগস্ট এই স্টেশনে গ্রিন লাইন যুক্ত হয়। এই স্টেশনটি গ্রিন লাইনের অন্তিম স্টেশন।


কীর্তি নগর
দিল্লি মেট্রো স্টেশন
Kirti Nagar metro station
অবস্থানকরমপুরা উড়ালপুল, ব্লক ১, কীর্তি নগর শিল্প তালুক, দিল্লি - ১১০০১৫
স্থানাঙ্ক২৮°৩৯′১৮″ উত্তর ৭৭°০৯′০৫″ পূর্ব / ২৮.৬৫৫১০০° উত্তর ৭৭.১৫১৪৭৩° পূর্ব / 28.655100; 77.151473
মালিকানাধীনদিল্লি মেট্রো
লাইন ব্লু লাইন   গ্রিন লাইন 
প্ল্যাটফর্মপার্শ্ব প্ল্যাটফর্ম
প্ল্যাটফর্ম-১ → নয়ডা ইলেকট্রনিক সিটি / বৈশালী
প্ল্যাটফর্ম-২ →দ্বারকা সেক্টর ২১
প্ল্যাটফর্ম-৩ → ব্রিগেডিয়ার হোশিয়ার সিং
প্ল্যাটফর্ম-৪ → অন্তিম স্টেশন
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনউত্তোলিত (ব্লু লাইন)
ভূতলস্থ (গ্রিন লাইন)
প্ল্যাটফর্মের স্তর
পার্কিংCar parking উপলব্ধ
সাইকেলের সুবিধাআছে
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে Handicapped/disabled access
অন্য তথ্য
স্টেশন কোডকেএনআর
ইতিহাস
চালু৩১ ডিসেম্বর ২০০৫ (2005-December-31) (ব্লু লাইন)
২৭ আগস্ট ২০১১ (2011-August-27) (গ্রিন লাইন)
বৈদ্যুতীকরণউপর দিয়ে ২৫ কি.ভো ৫০ হার্ৎজ পরিবর্তী প্রবাহ
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন দিল্লি মেট্রো পরবর্তী স্টেশন
শাদিপুর ব্লু লাইন মোতি নগর
সমাপ্তি গ্রিন লাইন সদ্গুরু রাম সিং মার্গ
অবস্থান
কীর্তি নগর দিল্লি-এ অবস্থিত
কীর্তি নগর
কীর্তি নগর
দিল্লিতে অবস্থান

গ্রিন লাইন মেট্রোর সম্প্রসারিত অংশ হিসাবে গ্রিন লাইনের যাত্রিরা সরাসরি মেট্রো পথে ইন্দ্রলোকঅশোক পার্ক মেন স্টেশন হয়ে ব্লু লাইনে আসতে পারবেন। একই পথে ব্লু লাইনের যাত্রিরা রেড লাইনের ইন্দ্রলোক স্টেশন হয়ে রেড লাইনের গুরুত্বপূর্ণ স্টেশন তথা রাজীব চককাশ্মীরী গেটে পৌঁছে যেতে পারবেন।

একটি নতুন মেট্রোলাইট লাইন নির্মাণাধীন রয়েছে যা ২০২৫ সালের মধ্যে এটি সম্পূর্ণ হবে আশা করা যাচ্ছে। এই লাইনে কীর্তি নগর থেকে বামনোলি গ্রাম পর্যন্ত ২২টি স্টেশনে ট্রেন চলবে। এই লাইনের স্টেশনগুলি উত্তোলিত এবং ভূতলস্থ উভয় প্রকারের মিশ্রণে তৈরি করা হবে।[]

স্টেশন চত্বরের কাছাকাছি থাকা কিছু উল্লেখযোগ্য স্থান হল মোমেন্ট মল, বিটিডব্লিউ কীর্তি নগর, ফার্নিচার মার্কেট, সানডে মার্কেট এবং অন্যান্য আরো কিছু খাবারের দোকান।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৬ 
  2. "Construction for Delhi Metro's Metrolite Project Commences"www.urbantransportnews.com। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০২০ 

বহিঃসংযোগ

সম্পাদনা