সদ্গুরু রাম সিংহ মার্গ মেট্রো স্টেশন
ভারতের দিল্লির মেট্রো স্টেশন
সদ্গুরু রাম সিংহ মার্গ মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর গ্রিন লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের মুণ্ডকায় অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০১১ সালের ২৭শে আগস্ট তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়। মেট্রো স্টেশনটির নিকটেই রয়েছে ভারতীয় রেলওয়ের প্যাটেল নগর রেলওয়ে স্টেশন। [১]
স্টেশন বিন্যাস
সম্পাদনাজি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
পূর্বদিকগামী | গন্তব্য ও পরবর্তী স্টেশন কীর্তি নগর ব্লু লাইন -এ যাওয়ার জন্য এর পরবর্তী স্টেশনে গাড়ী বদল করুন। | |
পশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← ব্রিগেডিয়ার হোশিয়ার সিংহ পরবর্তী স্টেশন অশোক পার্ক মেইন | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১০।