বাহাদুরগড় সিটি মেট্রো স্টেশন
ভারতের বাহাদুরগড়ের মেট্রো স্টেশন
বাহাদুরগড় সিটি মেট্রো স্টেশন (পূর্ব নাম বাস স্ট্যান্ড মেট্রো স্টেশন) দিল্লি মেট্রোর গ্রিন লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের অন্তর্গত হরিয়ানার ঝজ্জর জেলার বাহাদুরগড় সিটি পার্কে অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০১৮ সালের ২৪শে জুন তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[১] স্টেশনে এটিএম পরিষেবা উপলব্ধ।[২]
স্টেশন বিন্যাস
সম্পাদনাজি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
পূর্বদিকগামী | গন্তব্য স্টেশন →ইন্দ্রলোক বা কীর্তি নগর পরবর্তী স্টেশন পণ্ডিত শ্রীরাম শর্মা | |
পশ্চিমদিকগামী | গন্তব্য ও পরবর্তী স্টেশন ব্রিগেডিয়ার হোশিয়ার সিংহ | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archived copy"। ১৭ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Archived copy"। ২৩ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৭।