নয়ডা সেক্টর ৫২ মেট্রো স্টেশন
ভারতের নয়ডার মেট্রো স্টেশন
নয়ডা সেক্টর ৫২ মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের অন্তর্গত উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার নয়ডা সেক্টর ৫২-তে অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০১৯ সালের ৯ই মার্চ তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[১][২]
স্টেশনটি নয়ডা মেট্রোর অ্যাকোয়া লাইনের নয়ডা সেক্টর ৫১ মেট্রো স্টেশনের সাথে ৩০০ মিটার দীর্ঘ পথচারী ওয়ক-ওয়ে দ্বারা সংযুক্ত।[৩] আইকিয়া কোম্পানি এবং নয়ডা কর্তৃপক্ষের মধ্যে একটি চুক্তির অংশ হিসাবে কোম্পানি দুটি স্টেশনকে সংযুক্ত করার জন্য একটি ওভারহেড ওয়াকওয়ে তৈরি করার বরাত পায়৷[৪]
স্টেশন বিন্যাস
সম্পাদনাজি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
পূর্বদিকগামী | গন্তব্য স্টেশন →নয়ডা ইলেকট্রনিক সিটি পরবর্তী স্টেশন নয়ডা সেক্টর ৬১ | |
পশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← দ্বারকা সেক্টর ২১ পরবর্তী স্টেশন নয়ডা সেক্টর ৩৪ | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "1st Segment Launched for Delhi Metro's Noida Sector-62 Extn Project"। themetrorailguy। ২০১৬-০৬-০৭। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১১।
- ↑ "By December 2018, metro to go further into Noida & Ghaziabad"। The Times of India। ২০১৭-১১-০৪। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-১১।
- ↑ "Switching between Noida Metro Aqua Line and Delhi Metro Blue Line gets hassle-free with dedicated pathway!"। The Financial Express। ১১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৯।
- ↑ Shalabh (ফেব্রুয়ারি ২০, ২০২১)। "IKEA to open its first India mall in Noida, pays Rs 850 crore for land"। The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০২১।