দ্বারকা মেট্রো স্টেশন
ভারতের দিল্লির মেট্রো স্টেশন
দ্বারকা মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইন ও গ্রে লাইনের সংযোগ স্থলে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের দ্বারকা সেক্টর ১৬ তে অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০০৫ সালের ৩১শে ডিসেম্বর ব্লু লাইনে স্টেশন হিসাবে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়। পরে ২০১৯ সালের ৪ঠা অক্টোবর গ্রে লাইন কার্যকর হয়।[১] স্টেশনে ওরিয়েন্টাল ব্যাংক অব কমার্স ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার এটিএম পরিষেবা উপলব্ধ।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৬।
- ↑ "ATM Details"। Delhi Metro Rail।