ইন্দ্রপ্রস্থ মেট্রো স্টেশন
ভারতের দিল্লির মেট্রো স্টেশন
ইন্দ্রপ্রস্থ মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের আইপি এস্টেটে অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০০৬ সালের ১১ই নভেম্বর তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[১] স্টেশনে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও কানাড়া ব্যাংকের এটিএম পরিষেবা উপলব্ধ।[২]
স্টেশন বিন্যাস
সম্পাদনাজি | সড়ক স্তর | প্রস্থান/প্রবেশ |
এল১ | মধ্যবর্তী তলা | ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার |
এল২ | পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ২, দরজা বাম দিকে খুলবে | |
পূর্বদিকগামী | গন্তব্য স্টেশন →নয়ডা ইলেকট্রনিক সিটি বা বৈশালী পরবর্তী স্টেশন যমুনা ব্যাঙ্ক | |
পশ্চিমদিকগামী | গন্তব্য স্টেশন ← দ্বারকা সেক্টর ২১ পরবর্তী স্টেশন সুপ্রিম কোর্ট | |
পার্শ্ব প্ল্যাটফর্ম নং- ১, দরজা বাম দিকে খুলবে | ||
এল২ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Station Information"। ১৯ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১০।
- ↑ "ATM Details"। Delhi Metro Rail।