যমুনা ব্যাঙ্ক মেট্রো স্টেশন

ভারতের দিল্লির মেট্রো স্টেশন

যমুনা ব্যাঙ্ক মেট্রো স্টেশন দিল্লি মেট্রোর ব্লু লাইনে অবস্থিত। এটি দিল্লি জাতীয় রাজধানী অঞ্চলের যমুনা মেট্রো সেতুর বাম পারে অবস্থিত উত্তোলিত মেট্রো স্টেশন। ২০০৯ সালের ১০ই মে তারিখে এটি সাধারণ মানুষের ব্যবহারের জন্য চালু করে দেওয়া হয়।[] স্টেশনটি ব্লু লাইনের শাখা লাইনের সংযোগ বিন্দু। মেট্রো ব্রিজের নিচে রয়েছে দিল্লি দোকানদার পরিচালিত দাতব্য বিদ্যালয়।[] ভূতলে রয়েছে যমুনা ব্যাঙ্ক ডিপো।


যমুনা ব্যাঙ্ক
দিল্লি মেট্রো স্টেশন
অবস্থানযমুনা ব্যাংক, দিল্লি - ১১০০৯২
স্থানাঙ্ক২৮°৩৭′১৬″ উত্তর ৭৭°১৫′৩৬″ পূর্ব / ২৮.৬২০৯৯৯° উত্তর ৭৭.২৬০১১৩° পূর্ব / 28.620999; 77.260113
মালিকানাধীনদিল্লি মেট্রো
লাইন ব্লু লাইন 
প্ল্যাটফর্মদ্বীপ প্ল্যাটফর্ম
প্ল্যটফর্ম-১ → নয়ডা ইলেকট্রনিক সিটি
প্ল্যটফর্ম-২ → দ্বারকা সেক্টর ২১
প্ল্যটফর্ম-৩ → বৈশালী
প্ল্যটফর্ম-৪ → দ্বারকা সেক্টর ২১
রেলপথ
নির্মাণ
গঠনের ধরনভূতলস্থ
পার্কিংCar parking উপলব্ধ
প্রতিবন্ধী প্রবেশাধিকারআছে Handicapped/disabled access
অন্য তথ্য
স্টেশন কোডওয়াইবি
ইতিহাস
চালু১০ মে ২০০৯; ১৫ বছর আগে (2009-05-10)
বৈদ্যুতীকরণউপর দিয়ে ২৫ কি.ভো ৫০ হার্ৎজ পরিবর্তী প্রবাহ
যাতায়াত
যাত্রীসমূহ (জানুয়ারি ২০১৫)প্রতিদিন গড়ে ১,৫৫১
প্রতি মাসে ৪৮,০৮৮
পরিষেবা
পূর্ববর্তী স্টেশন দিল্লি মেট্রো পরবর্তী স্টেশন
অক্ষরধাম ব্লু লাইন ইন্দ্রপ্রস্থ
লক্ষ্মীনগর
অভিমুখে বৈশালী
অবস্থান
যমুনা ব্যাঙ্ক দিল্লি-এ অবস্থিত
যমুনা ব্যাঙ্ক
যমুনা ব্যাঙ্ক
দিল্লিতে অবস্থান
যমুনা ব্যাঙ্ক মেট্রো স্টেশন

স্টেশনের বিন্যাস

সম্পাদনা
জি সড়ক স্তর প্রস্থান / প্রবেশ
এম মধ্যবর্তী তল ভাড়া নিয়ন্ত্রণ, স্টেশন এজেন্ট, মেট্রো কার্ড ভেন্ডিং মেশিন, ক্রসওভার
বি২ দক্ষিণপূর্বদিকগামী প্ল্যাটফর্ম ১
গন্তব্য স্টেশন→ নয়ডা ইলেকট্রনিক সিটি পরবর্তী স্টেশন অক্ষরধাম
দ্বীপ প্ল্যাটফর্ম, দরজা ডান দিকে খুলবে  
পূর্বদিকগামী প্ল্যাটফর্ম ৩
গন্তব্য স্টেশন → বৈশালী পরবর্তী স্টেশন লক্ষ্মী নগর
বি৩ পশ্চিমদিকগামী প্ল্যাটফর্ম ২
গন্তব্য স্টেশন ← দ্বারকা সেক্টর ২১ পরবর্তী স্টেশন ইন্দ্রপ্রস্থ
দ্বীপ প্ল্যাটফর্ম, দরজা ডান দিকে খুলবে  
পশ্চিমদিকগামী প্ল্যাটফর্ম ৪
গন্তব্য স্টেশন ← দ্বারকা সেক্টর ২১ পরবর্তী স্টেশন ইন্দ্রপ্রস্থ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Station Information"। সংগ্রহের তারিখ ২০১০-০৬-২৬ 
  2. "Delhi shopkeeper runs school under Metro bridge for 300 poor children"The Indian ExpressPress Trust of India। ২৪ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা