ইয়োলো লাইন (দিল্লি মেট্রো)

ইয়োলো লাইন বা লাইন ২ হল ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লির একটি দ্রুত গণপরিবহন ব্যবস্থা তথা দিল্লি মেট্রোর একাধিক রেললাইনের একটি। এই লাইনে রয়েছে, দিল্লির সময়পুর বাদলি থেকে পার্শ্ববর্তী হরিয়ানার গুরগাঁও শহরের হুডা সিটি সেন্টার অবধি মোট ৩৭ টি মেট্রো স্টেশন।‌ এই লাইনের দৈর্ঘ্য ৪৯.০২ কিলোমিটার (৩০.৪৬ মা), যার অধিকাংশই ভুল গর্ভস্থ এবং দিল্লির অন্যতম অধিক জনবসতিপূর্ণ এলাকার নিচ দিয়ে ন্যস্ত।[]

ইয়োলো লাইন
(লাইন ২)
প্যাটেল চক মেট্রো স্টেশনে দাঁড়িয়ে থাকা বোমবারডিয়ার আটকোচ ট্রেন
সংক্ষিপ্ত বিবরণ
অঞ্চলদিল্লি, গুরগাঁও
বিরতিস্থল
স্টেশন৩৭
পরিষেবা
ধরনদ্রুতগামী গণপরিবহন ব্যবস্থা
ব্যবস্থাদিল্লি মেট্রো
পরিচালকদিল্লি মেট্রো রেল কর্পোরেশন
রোলিং স্টকমিতসুবিশি-রোটেম
বোমবারডিয়ার মোভিয়া
ইতিহাস
চালু
কারিগরি তথ্য
রেলপথের দৈর্ঘ্য৪৯.০২ কিমি (৩০.৪৬ মা)
বৈশিষ্ট্যভূগর্ভস্থ এবং উত্তোলিত
ট্র্যাক গেজ৫ ফুট ৬ ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) ব্রডগেজ
বিদ্যুতায়নউপরে ন্যস্ত লাইনে ২৫ কি.ভো ৫০ হার্ৎজ পরিবর্তী প্রবাহ
যাত্রাপথের মানচিত্র

সময়পুর বাদলি
রোহিণী সেক্টর ১৮, ১৯
হায়দারপুর বাদলি মোড়
জাহাঙ্গীরপুরী
আদর্শ নগর
আজাদপুর
মডেল টাউন
গুরু তেগ বাহাদুর নগর
বিশ্ববিদ্যালয়
বিধানসভা
সিভিল লাইন্স
আইএসবিটি সড়ক
কাশ্মীরী গেট
মহারানা প্রতাপ আন্তঃরাজ্য বাস টার্মিনাস
চাঁদনি চক
চাউড়ি বাজার
নয়াদিল্লি নয়াদিল্লি
রাজীব চক
প্যাটেল চক
কেন্দ্রীয় সচিবালয়
উদ্যোগ ভবন
লোক কল্যাণ মার্গ
জোরবাগ
দিল্লি হাট আইএনএ
চক্রপথ
এইমস
গ্রিন পার্ক
হজ খাস
বহিঃস্থ চক্রপথ
মালবীয় নগর
সাকেত
মেহরৌলি বদরপুর সড়ক
কুতুব মিনার
ছতরপুর
সুলতানপুর
ঘিটোরনী
অর্জনগড়
গুরু দ্রোণাচার্য
সিকান্দারপুর
এম জি রোড
ইফকো চক
হুডা সিটি সেন্টার

এটি দিল্লির মেট্রো সমন্বয়ের অন্তর্গত লাইন গুলির মধ্যে তৃতীয় দীর্ঘতম। এই লাইনটি বহিঃস্থ দিল্লি থেকে মধ্য দিল্লি এবং দক্ষিণ দিল্লি হয়ে গুরগাঁও পর্যন্ত বিস্তৃত। এই ইয়োলো লাইনের সাথে দিল্লি মেট্রোর রেড, ব্লু, ভায়োলেট, পিঙ্কম্যাজেন্টা লাইন এবং ভারতীয় রেলওয়ের দিল্লি জংশননয়াদিল্লি রেলওয়ে স্টেশনের সংযোগ রয়েছে। ইয়োলো লাইনের সাথে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনের পৃথক এলাকায় বিস্তৃত অরেঞ্জ লাইনেরও সংযোগ পরোক্ষ রয়েছে। এই লাইনের চাউড়ি বাজার মেট্রো স্টেশন ড়ল দিল্লির মেট্রো সমন্বয়ের স্টেশনগুলির মধ্যে দ্বিতীয় গভীরতম। এর গভীরতা ভূতল থেকে ২৫ মিটার (৮২ ফু)। এখানে রয়েছে ১৮টি চলন্ত সিঁড়ি।

স্টেশনের তালিকা

সম্পাদনা

দিল্লি মেট্রোর ইয়োলো লাইনে বর্তমানে কার্যকরী স্টেশন সংখ্যা ৩৭টি।[] মেট্রো পথ নির্মানের তিনটি পর্যায় বর্তমানে সমাপ্ত,[][] এবং চতুর্থ পর্যায়ে পরিষেবার এলাকা বৃদ্ধির পরিকল্পনা চলছে।[]

ইয়োলো লাইন
ক্রমিক স্টেশনের নাম পর্যায় উদ্বোধন সংযোগ অবস্থান বিন্যাস ডিপো সংযোগ ডিপো অবস্থান
বাংলা ভাষায় স্থানীয় ভাষায়
সময়পুর বাদলি समयपुर बादली তৃতীয় ১০ নভেম্বর ২০১৫ নেই উত্তোলিত সিরসপুর ডিপো ভূতলস্থ
রোহিণী সেক্টর ১৮, ১৯ रोहिणी सेक्टर 18, 19 তৃতীয় ১০ নভেম্বর ২০১৫ নেই উত্তোলিত নেই নেই
হায়দারপুর বাদলি মোড় हैदरपुर बादली मोड़ তৃতীয় ১০ নভেম্বর ২০১৫ নেই উত্তোলিত নেই নেই
জাহাঙ্গীরপুরী जहाँगीरपुरी দ্বিতীয় ৪ ফেব্রুয়ারি ২০০৯ নেই উত্তোলিত নেই নেই
আদর্শ নগর आदर्श नगर দ্বিতীয় ৪ ফেব্রুয়ারি ২০০৯ নেই উত্তোলিত নেই নেই
আজাদপুর आज़ादपुर দ্বিতীয় ৪ ফেব্রুয়ারি ২০০৯  পিঙ্ক লাইন  উত্তোলিত নেই নেই
মডেল টাউন मॉडल टाउन দ্বিতীয় ৪ ফেব্রুয়ারি ২০০৯ নেই উত্তোলিত নেই নেই
গুরু তেগ বাহাদুর নগর गुरु तेग बहादुर नगर দ্বিতীয় ৪ ফেব্রুয়ারি ২০০৯ নেই ভূগর্ভস্থ নেই নেই
বিশ্ববিদ্যালয় विश्व विद्यालय প্রথম ২০ ডিসেম্বর ২০০৪ নেই ভূগর্ভস্থ তিমারপুর - খাইবার পাস ডিপো ভূতলস্থ
১০ বিধানসভা विधान सभा প্রথম ২০ ডিসেম্বর ২০০৪ নেই ভূগর্ভস্থ নেই নেই
১১ সিভিল লাইন্স सिविल लाइन्स প্রথম ২০ ডিসেম্বর ২০০৪ নেই ভূগর্ভস্থ নেই নেই
১২ কাশ্মীরী গেট कश्मीरी गेट প্রথম ২০ ডিসেম্বর ২০০৪  রেড লাইন 
 ভায়োলেট লাইন 
কাশ্মীরী গেট আইএসবিটি
ভূগর্ভস্থ নেই নেই
১৩ চাঁদনি চক चाँदनी चौक প্রথম ৩ জুলাই ২০০৫ দিল্লি জংশন ভূগর্ভস্থ নেই নেই
১৪ চাউড়ি বাজার चावड़ी बाज़ार প্রথম ৩ জুলাই ২০০৫ নেই ভূগর্ভস্থ নেই নেই
১৫ নয়াদিল্লি नई दिल्ली প্রথম ৩ জুলাই ২০০৫  কমলা লাইন 
নয়াদিল্লি
ভূগর্ভস্থ নেই নেই
১৬ রাজীব চক राजीव चौक প্রথম ৩ জুলাই ২০০৫  ব্লু লাইন  ভূগর্ভস্থ নেই নেই
১৭ প্যাটেল চক पटेल चौक প্রথম ৩ জুলাই ২০০৫ নেই ভূগর্ভস্থ নেই নেই
১৮ কেন্দ্রীয় সচিবালয় केन्द्रीय सचिवालय প্রথম ৩ জুলাই ২০০৫  ভায়োলেট লাইন  ভূগর্ভস্থ নেই নেই
১৯ উদ্যোগ ভবন उद्योग भवन দ্বিতীয় ৩ সেপ্টেম্বর ২০১০ নেই ভূগর্ভস্থ নেই নেই
২০ লোক কল্যাণ মার্গ लोक कल्याण मार्ग দ্বিতীয় ৩ সেপ্টেম্বর ২০১০ নেই ভূগর্ভস্থ নেই নেই
২১ জোরবাগ जोर बाग़ দ্বিতীয় ৩ সেপ্টেম্বর ২০১০ নেই ভূগর্ভস্থ নেই নেই
২২ দিল্লি হাট আইএনএ दिल्ली हाट आईएनए দ্বিতীয় ৩ সেপ্টেম্বর ২০১০  পিঙ্ক লাইন  ভূগর্ভস্থ নেই নেই
২৩ এইমস एम्स দ্বিতীয় ৩ সেপ্টেম্বর ২০১০ নেই ভূগর্ভস্থ নেই নেই
২৪ গ্রিন পার্ক ग्रीन पार्क দ্বিতীয় ৩ সেপ্টেম্বর ২০১০ নেই ভূগর্ভস্থ নেই নেই
২৫ হজ খাস हौज़ ख़ास দ্বিতীয় ৩ সেপ্টেম্বর ২০১০  মেজেন্টা লাইন  ভূগর্ভস্থ নেই নেই
২৬ মালবীয় নগর मालवीय नगर দ্বিতীয় ৩ সেপ্টেম্বর ২০১০ নেই ভূগর্ভস্থ নেই নেই
২৭ সাকেত साकेत দ্বিতীয় ৩ সেপ্টেম্বর ২০১০ নেই ভূগর্ভস্থ নেই নেই
২৮ কুতুব মিনার क़ुतुब मीनार দ্বিতীয় ২১ জুন ২০১০ নেই উত্তোলিত নেই নেই
২৯ ছতরপুর छत्तरपुर দ্বিতীয় ২৬ আগস্ট ২০১০ নেই উত্তোলিত নেই নেই
৩০ সুলতানপুর सुल्तानपुर দ্বিতীয় ২১ জুন ২০১০ নেই উত্তোলিত সুলতানপুর ডিপো ভূতলস্থ
৩১ ঘিটোরনী घिटोरनी দ্বিতীয় ২১ জুন ২০১০ নেই উত্তোলিত নেই নেই
৩২ অর্জনগড় अर्जन गढ़ দ্বিতীয় ২১ জুন ২০১০ নেই উত্তোলিত নেই নেই
৩৩ গুরু দ্রোণাচার্য गुरु द्रोणाचार्य দ্বিতীয় ২১ জুন ২০১০ নেই উত্তোলিত নেই নেই
৩৪ সিকান্দারপুর सिकन्दरपुर দ্বিতীয় ২১ জুন ২০১০  গুরগাঁও মেট্রো  উত্তোলিত নেই নেই
৩৫ এম জি রোড एम जी रोड দ্বিতীয় ২১ জুন ২০১০ নেই উত্তোলিত নেই নেই
৩৬ ইফকো চক इफ़्को चौक দ্বিতীয় ২১ জুন ২০১০ নেই উত্তোলিত নেই নেই
৩৭ হুডা সিটি সেন্টার हुडा सिटी सैंटर দ্বিতীয় ২১ জুন ২০১০ নেই উত্তোলিত নেই নেই

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Route map"www.delhimetrorail.com। সংগ্রহের তারিখ ২০২১-০৮-২৩ 
  2. https://www.delhimetrorail.com/network_map
  3. "Chattarpur station to open today"The Times of India। ২৬ আগস্ট ২০১০। ৩ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০১০ 
  4. "The Jahangirpuri- Samaypur Badli section (Extension of Line-2)"। Delhi Metro। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৫ 
  5. https://themetrorailguy.com/delhi-metro-phase-4-information-map/