উইকিপিডিয়া আলোচনা:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/সংগ্রহশালা ২

সংগ্রহশালা ১ সংগ্রহশালা ২

আইসোটোপ

আইসোটোপ সমন্ধে বাংলায় বিস্তারিত নিবন্ধ নাই। তাই এটি অনুবাদ করা প্রয়োজন। প্রতিযোগিতায় রোগ করার অনুরোধ রইল। Abdullah Al Aquib (আলাপ) ১৩:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Abdullah Al Aquib   করা হয়নি, বিদ্যমান নিবন্ধটি যথেষ্ট তথ্যবহুল। —শাকিল (আলাপ · অবদান) ১৮:৩৭, ১৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সৌরকেন্দ্রিক মতবাদ এবং শুক্রাণু পর্যালোচনা টেবিলে যোগ না করার কারণ

আমি দেখতে পারছি পর্যালোচনা টেবিলে পূর্ব তিমুরের পর সৌরকেন্দ্রিক মতবাদ এবং শুক্রাণু যোগ না করে মোজাম্বিক এবং মালয়েশিয়ার ইতিহাস যোগ করা হয়েছে। এর কারণ কি জানতে পারি? --সাজিদ রেজা করিম ১৩:৪২, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Sajid Reza Karim ভাই, এটা ব্যাপার না। পর্যালোচক হয়তো ওই দুটি আগে পর্যালোচনা করতে চেয়েছেন। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৫:১৭, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
@Yahya ভাই, আপনি সম্ভবত ঠিক বলেছেন। আমার কাছে ব্যাপারটি দৃষ্টিকটু মনে হওয়ায় জিজ্ঞাসা করা। ধন্যবাদ। --সাজিদ রেজা করিম ১৫:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

কিছু জিজ্ঞাস্য

প্রথমেই আয়োজকদের এমন একটি সুন্দর এবং তাৎপর্যপূর্ণ প্রতিযোগিতার আয়োজনের জন্য অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। নিজের প্রচেষ্টায় আমার প্রথম বিষয়ের অনুবাদ প্রায় শেষের পথে কিন্তু দুটি বিষয় কিছুতেই পরিষ্কার হচ্ছে না- ১) তথ্যসূত্র টি কী করব? বাংলাতে তো তথ্যসূত্র অনুবাদ যোগ্য নয় । বাংলার লিঙ্ক আর ইংরেজি লিঙ্ক এক নয়। তাহলে কী হুবহু ইংরেজি তথ্যসূত্রটিকেই কি বাংলায় কপি-পেস্ট করে দিতে পারি কি? প্রতিযোগিতায় তথ্যসূত্রটিকে কিন্তু ধরা হয়নি, শুধু বিষয় বস্তু অনুবাদ করতে বলা হয়েছে । তাই তথ্যসূত্র না বুঝতে পারলে লেখা বাতিল হবে না তো? আর এটা হওয়ার পর পর্যালোচনার জন্য জমা দিলে আমার কাজ শেষ তাই তো? ২) কিছু কিছু শব্দ আছে যাদের বাংলা ভাষায় অনুবাদ করা যায় না । যেমন:- আইসোটোপ, আইসোটোপোমার, নিউক্লাইড। এগুলিকে কি বাংলায় লিখে দিলে চলবে? রূপক পাল (আলাপ) ১৭:১০, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@রূপক পাল প্রথমেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। তথ্যসূত্রের কিছু অংশ অনুবাদযোগ্য। তবে আপনি যদি না বুঝেন, তাহলে সমস্যা নেই। ইংরেজি উইকিপিডিয়ার তথ্যসূত্র হুবুহু অনুলিপি-প্রতিলিপি করে বাংলা নিবন্ধের যথাস্থানে সংযুক্ত দিলেই হবে। এজন্য নিবন্ধ বাতিল হবে না। নিবন্ধ জমা দিয়ে দিলে আপতত আপনার কাজ শেষ। এরপর যদি বড় কোনো সংশোধনের প্রয়োজন হয়, তবে পর্যালোচক আপনার সাথে যোগাযোগ করবেন। যেসব শব্দ অনুবাদ করা যায় না, তা বাংলায় লিখলেই চলবে।
নিবন্ধ যদি সম্পূর্ণ অনূদিত হয় এবং অনুবাদ যদি যান্ত্রিক না হয়, তবে ছোট-খাট ত্রুটি থাকলে তা পর্যালোচক ঠিক করে দিবেন। নিবন্ধ বাতিল হবে না। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:১৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই । আমার প্রথম অনুবাদের কাজ আজ শেষ হল এবং পর্যালোচনার জন্য জমা দিলাম। ঠিকঠাক পর্যালোচনার জন্য জমা করতে পারলাম কি না এবং আপনারা পেয়েছেন কি না, তা একটু জানিয়ে দিলে চিন্তামুক্ত হইরূপক পাল (আলাপ) ০৯:০০, ১৯ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সার্টিফিকেট নাম

সার্টিফিকেট কি ব্যবহারকারীনাম /username দিয়ে লিখা হবে? Farhaniks000 (আলাপ) ০৫:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Farhaniks000 সার্টিফিকেট দেওয়ার পূর্বে আপনার সাথে যোগাযোগ করা হবে, এবং আপনার দেওয়া তথ্য অনুযায়ী নাম দেওয়া হবে। —শাকিল (আলাপ · অবদান) ০৮:৩১, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সাইক্লিং

অত্যন্ত গুরূত্বপূর্ণ A.B.M. Arafat Uddin (আলাপ) ০৯:৪১, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@A.B.M. Arafat Uddin সাইকেল চালনা নিবন্ধটি তালিকায় যোগ করা হয়েছে। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৯:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সাপ্তাহিক সভা

প্রতি শুক্রবারের মতো আজও সন্ধ্যা ৮:০০ (বাংলাদেশ) বা ৭:৩০ (ভারত) বা ১৪:০০ (ইউটিসি)-এ অনলাইন সভা অনুষ্ঠিত হবে। সভাটি জুমের মাধ্যমে পরিচালিত হবে। মিটিং লিংক: https://us02web.zoom.us/j/85901669142 সভাটি সকলের জন্য উন্মুক্ত। বিশেষ করে নতুনদের সভায় যোগ দিয়ে তাদের মতামত, সমস্যা জানানোর অনুরোধ রইলো। —শাকিল (আলাপ · অবদান) ১২:০৮, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

মেটা প্ল্যাটফর্মস

প্রযুক্তি বিভাগে মেটা প্ল্যাটফর্মস যোগ করা যেতে পারে। Farhaniks000 (আলাপ) ১৭:৪৫, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Farhaniks000   করা হয়েছে, দেখুন। -- ⋯Aishik Rehman (আলাপ) ১৮:৪৮, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

কোথায় লিখব?

বাংলায় যে কনটেন্ট আগে থেকেই রয়েছে তার মধ্যে কোথায় লিখব বুঝতে পারছি না। মানে ইংরেজি লেখা টি থেকে অনুবাদ করে কোথায় লিখব? দয়া করে বুঝিয়ে দিন। অনুবাদ করে কোথায় লিখব? বাংলা লেখাটি ওপেন করে তার মধ্যে পূর্বেই বিদ্যমান কন্টেন্ট এর মধ্যে কিভাবে লিখব? মানিক পাল (আলাপ) ১৫:৪২, ১৮ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

টিউটোরিয়াল অংশটি ভালোভাবে পড়ুন। আশাকরি বুঝতে পারবেন। টিউটোরিয়াল অংশের লিংক "উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/কীভাবে অনুবাদ করবেন - উইকিপিডিয়া" https://bn.m.wikipedia.org/wiki/%E0%A6%89%E0%A6%87%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE:%E0%A6%85%E0%A6%AE%E0%A6%B0_%E0%A6%8F%E0%A6%95%E0%A7%81%E0%A6%B6%E0%A7%87_%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7_%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE_%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A8%E0%A7%A8/%E0%A6%95%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87_%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6_%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 ABDUL HAQUE BANGLADESH (আলাপ) ১৫:৪৪, ২২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

নিবন্ধ যোগ করার অনুরোধ

প্রযুক্তি অংশে আইওএসম্যাকওএস নিবন্ধটি যোগ করা যায় কি? যোগ করার অনুরোধসহ।
-- জনৈক অনুবাদক 💬 ✒️ ১৪:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৬:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

নিবন্ধ তালিকা দেখতে পাচ্ছি না

ABDUL HAQUE BANGLADESH (আলাপ) ০০:৫২, ২২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@ABDUL HAQUE BANGLADESH ঠিক করা হয়েছে। -- আফতাবুজ্জামান (আলাপ) ০১:৩৭, ২২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

নিবন্ধ পর্যালোচনা

আমি অনেকদিন আগেই বেতার জ্যোতির্বিজ্ঞান নামক একটি প্রবন্ধ জমা দিয়েছি। কিন্তু এখনও আমার নিবন্ধ টি পর্যালোচনা হচ্ছে না কেনো? কোনো সমস্যা হয়েছে কি এই প্রবন্ধটি তে? আদিত্য সাহা (আলাপ) ০৪:২১, ২২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@আদিত্য সাহা পর্যালোচকরাও স্বেচ্ছাসেবক, তারা‌ তাদের সুবিধামতো সময়ে পর্যালোচনা করবেন, আর কোন সংশোধনের প্রয়োজন হলে সেটাও নিশ্চয়ই বলবেন। একটু অপেক্ষা করার অনুরোধ করবো। —শাকিল (আলাপ · অবদান) ০৮:৪৪, ২৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ইমেজ সংযোজন

ইংরেজি নিবন্ধের ইমেজের লিংক বাংলা নিবন্ধে কাজ না করলে ঐ টাইপের নতুন ইমেজ সংযোজন করা যাবে কি? Farhaniks000 (আলাপ) ১৩:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@Farhaniks000 জ্বী, করা যাবে। —শাকিল (আলাপ · অবদান) ০৮:৪৫, ২৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ক্রিকেট

এটি যোগ করা উচিত। Nobin Datta (আলাপ) ১৭:১২, ২২ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ডিজিটাল বাংলাদেশ নিবন্ধ তালিকায় যোগ করা

ডিজিটাল বাংলাদেশ নিবন্ধ তালিকায় যোগ করা যেতে পারে A.K.M. Mehrab Hossain (আলাপ) ০৫:৪৩, ২৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@A.K.M. Mehrab Hossain এইনামে ইংরেজিতে কোন নিবন্ধ নেই, তাই   করা হয়নিশাকিল (আলাপ · অবদান) ০৮:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ইমেজ

ইংরেজি নিবন্ধের অনেক ইমেজের কোড কপি করে বাংলা নিবন্ধে নিয়ে আসলে সেটি Error দেখাচ্ছে। এক্ষেত্রে আমাদের করণীয় কি? 27.147.191.57 (আলাপ) ০৪:৫৮, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

যেমন দেখায় সেভাবেই রেখে দিন, বাকীটা‌ পর্যালোচক ঠিক করবে। —শাকিল (আলাপ · অবদান) ০৫:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

টেনিস

খেলাধুলা বিভাগে টেনিস নিবন্ধটি সংযুক্ত করার প্রস্তাব করছি। ইংরেজি উইকির তুলনায় এটি খুবই ছোট আকারের। Abazizfahad (আলাপ) ১৩:২৮, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

ভূগোল সংক্রান্ত বিষয়

ভূগোল, ভূতত্ত্ব ও আবহবিদ্যা বিভাগে পর্বত, পাহাড় সংক্রান্ত অসম্পূর্ণ নিবন্ধগুলো যুক্ত করার অনুরোধ। মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ১৫:০৫, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@মোহাম্মদ হাসানুর রশিদ এক্ষেত্রে আপনার কোন পরামর্শ রয়েছে, যেমন ‌‌নিদিষ্ট কোন নিবন্ধ —শাকিল (আলাপ · অবদান) ১৬:৪০, ২৪ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
@MdsShakil, পৃথিবীর সর্বোচ্চ পর্বতের তালিকা নিবন্ধটি ও এর তালিকার নিবন্ধগুলি। -- মোহাম্মদ হাসানুর রশিদ (আলাপ) ০২:৫৫, ২৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

পর্যালোচনা

আমার কয়েকটি অনুবাদকৃত নিবন্ধ অনেক দিন আগে জমা দেওয়া হয়েছে কিন্তু নিবন্ধ পর্যালোচনা ছকে দেখাচ্ছে না। তাহলে আমার নিবন্ধ গুলি কি জমা হয়নি? 27.147.191.57 (আলাপ) ১৭:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

আপনার জমা দেওয়া নিবন্ধগুলোর নাম কী? — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৮:২৭, ২৬ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

আমি শুভাশিস বেরা, আমার নিবন্ধের নাম হল পাললিক শিলা , আমার জমাদানকারী নিবন্ধটি আমি কিভাবে দেখতে পাবো? শুভাশিস বেরা (আলাপ) ০২:২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সংযোগ

নিবন্ধ অনুবাদ করার সময় কোন উইকিসংযোগের নিবন্ধ বাংলা ভাষায় না থাকলে ইংরেজি উইকি সংযোগ দেওয়া যাবে কিনা  ?? দেওয়ার নিয়ম কি??? ABDUL HAQUE BANGLADESH (আলাপ) ০৬:০৮, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

@ABDUL HAQUE BANGLADESH ইংরেজি উইকিতে সংযোগ দেওয়ার প্রয়োজন নেই, সেটা ওভাবেই রেখে দিন। নিবন্ধ তৈরি হলে তারপর সংযোগ তৈরি হবে। —শাকিল (আলাপ · অবদান) ১৬:৩০, ২৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)

সাহায্য

আমি organic fertilizer ইংরেজি নিবন্ধ অনুবাদ করছে এখন এই প্রতিযোগিতার ক্ষেত্রে see also(আরো দেখুন) এবং others (অন্যান্য) এগুলোও কি অনুবাদ করতে হবে।। কিন্তু কিন্তু ওইগুলার একটিও বাংলা উইকিপিডিয়ায় নেই। তাহলে করনীয় কি? মিসবাহুল হক (আলাপ) ০৯:০৬, ১ মার্চ ২০২২ (ইউটিসি)

@মিসবাহুল হক জ্বী, অনুবাদ করুন, একসময় হয়তো নিবন্ধগুলো তৈরি করা হতেও পারে। —শাকিল (আলাপ · অবদান) ১৪:০৩, ১ মার্চ ২০২২ (ইউটিসি)

উইকি প্রযুক্তি

উইকিপিডিয়ায় একটি স্বয়ংসম্পূর্ণ নিবন্ধ প্রকাশ করার জন্যে যে প্রযুক্তিগত জ্ঞান থাকা প্রয়োজন, তা আমার নেই। চট্টগ্রাম শহরে থাকেন এবং উইকি প্রযুক্তিতে অভিজ্ঞ, এমন কোনো উইকিপিডিয়ান যদি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে চান, খুশি হবো। আমার ইমেইল আইডিঃ sbkar826@gmail.com Sitangshu Kar (আলাপ) ১৪:০৩, ১ মার্চ ২০২২ (ইউটিসি)

নিবন্ধনের তালিকায় যোগ

তালিকা তো অধিকাংশই পরিপূর্ণ। Fresh water বাংলায় স্বাদু পানি যোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি। মিসবাহুল হক (আলাপ) ০৭:০৪, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)

Fresh water. স্বাদু পানি Mohammd Zahid Hasan (আলাপ) ০১:২৭, ১৩ মার্চ ২০২২ (ইউটিসি)

শিক্ষা Nazmin Naher Riea (আলাপ) ১১:৫০, ১৬ মার্চ ২০২২ (ইউটিসি)

আমরা যা কিছু শিখি তাই শিক্ষা। শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ Education।যা ল্যাটিন শব্দ Educare হতে এসেছে যার অর্থ to bring outout। সক্রেটিসের মতে,জীবনে নানা জিজ্ঞাসা প্রতিজিজ্ঞাসা মাধ্যমে যে সত্যের সন্ধান পাওয়া যায় তাই হলো শিক্ষা। সক্রেটিসের শিষ্য প্লেটোর মতে,আত্মোপলব্ধির মাধ্যমে আমরা যা অর্জন করি তাই শিক্ষা।শিক্ষার ৪টি স্তম্ভ।যথাঃ১.জানার জন্য শেখা(Learning to know)২.কিছু করার জন্য শেখা(Learning to do) ৩.মিলেমিশে বাস করার জন্য শেখা(Learning to live together) ৪.কিছু হওয়ার জন্য শেখা(Learning to be)।সুতরাং শিক্ষা বলতে আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু শিখি তাই হলো শিক্ষা। Nazmin Naher Riea (আলাপ) ১২:০৪, ১৬ মার্চ ২০২২ (ইউটিসি)

নিবন্ধ যোগ

শলোমনের উপাসনালয় নিবন্ধটি যুক্ত করার জন্য অনুরোধ করছি। মেহেদী আবেদীন ০৯:৩১, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)

@মেহেদী আবেদীন   করেছি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:০৩, ৩ মার্চ ২০২২ (ইউটিসি)

HM Hamid এইচ এম হামিদুর রহমান বাইশারী (আলাপ) ১৩:১৮, ৭ মার্চ ২০২২ (ইউটিসি)

অবাক পৃথিবী

অবাক পৃথিবী নামটি তালিকায় যোগ করা উচিত বলে মনে হয় আয়েশা৭৮৬ (আলাপ) ০৬:০৩, ৪ মার্চ ২০২২ (ইউটিসি)

@আয়েশা৭৮৬ আপনি কি অবাক পৃথিবী নিবন্ধটি তালিকায় যুক্ত করতে বলছেন? দুঃখিত, নিবন্ধটি যথেষ্ট বড় নয়। -- — ইয়াহিয়া (আলাপঅবদান) - ০৬:১৩, ৪ মার্চ ২০২২ (ইউটিসি)

কাজটি করতে ইচ্ছুক

রিদোয়ান শাহরিয়ার (আলাপ) ১১:৪৬, ১৪ মার্চ ২০২২ (ইউটিসি)

গ্রে, হাউট সাওন নিবন্ধটি যোগ প্রসংগে

গ্রে, হাউট সাওন নিবন্ধটি প্রতিযোগিতায় যোগ করার জন্য অনুরোধ করছি। -- মো. মাহমুদুল আলম (আলাপ) ১৫:১৮, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)

@মো. মাহমুদুল আলম:   করা হয়নি, প্রতিযোগিতা শুরুর পর তৈরিকৃত নিবন্ধ। —শাকিল (আলাপ · অবদান) ০৮:৪১, ১৬ মার্চ ২০২২ (ইউটিসি)
"অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২/সংগ্রহশালা ২" প্রকল্প পাতায় ফিরুন।