থামুন! এটি ব্যবহারকারীর ব্যক্তিগত পাতা। এই অংশে কোনো সম্পাদনা বা পরিবর্তন করবেন না। যেকোনো প্রয়োজনে আলাপ পাতায় বার্তা রাখুন।

নমস্কার,

আমার আলাপ পাতায় আপনাকে স্বাগত জানাই, আমি রূপক পাল (ইংরেজি: Rupak Pal), আমি একজন শিক্ষার্থী এবং প্রাণীবিদ্যা বিষয়ে আমি আমার স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি। আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে অংশগ্রহণ করি। আমি উইকিপিডিয়া তে কাজ করি। আমি একজন বাংলা এবং ইংরেজি ভাষী ব্যক্তি এবং একটু-আধটু হিন্দিও পারি। আমি সাধারণত কোন একটি ইংরেজি পাতাকে বাংলায় অনুবাদ করার চেষ্টা করি। আমি নতুন নিবন্ধ সৃষ্টির থেকেও পুরাতন নিবন্ধের মানোন্নয়নকে বেশি এবং বিশেষ গুরুত্ব দিয়ে থাকি, কারণ আমি মনে করি "অসম্পূর্ণ সৃষ্টির অর্থ হল অসম্পূর্ণ শিক্ষা" ভারত

রূপক পাল! তরফে আমার আলাপ পাতার সকল আগ্রহীদের জানাই শুভ নববর্ষ ১৪২২

অর্জিত পদক সমূহ

  বিশেষ পদক
নবাগত সম্পাদক হিসাবে আপনার নির্ভুল কাজের জন্য আপনাকে এই পদক দেওয়া হল। আপনার অনেক উন্নতি কামনা করি। Nettime Sujata (আলাপ) ১৪:১০, ১ এপ্রিল ২০২২ (ইউটিসি)

পদক প্রদানকারী:- Nettime Sujata






 
এই সম্পাদক একজন
নবীন সম্পাদক
এবং এই কর্ম পদক প্রদর্শনের যোগ্য।




 
এই সম্পাদক একজন বার্বা এবং উইকিপিডিয়ার প্রথম বই প্রদর্শনের যোগ্য।




 
এই উইকিপিডিয়ান একজন
নিবন্ধিত সম্পাদক
এবং এই কর্ম পদক প্রদর্শনের যোগ্য।




 
এই সম্পাদক একজন সাইনেটর এবং এই স্বাক্ষরের পুঁথি প্রদর্শনের যোগ্য।




  শীর্ষ অবদানকারী পদক
প্রিয় রূপক পাল,
বাংলা উইকিপিডিয়ায় ইসলাম বিষয়ক নিবন্ধ তৈরি ও মানোন্নয়নে ইসলাম বিষয়ক এডিটাথন ২০২২ এ অংশ নিয়ে নবম স্থান অর্জন করায় আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি জেনে খুশি হবেন যে এই এডিটাথনে আপনার ৩টি নিবন্ধ গৃহীত হয়েছে। শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর ও নিরাপদে থাকুন।

—ধন্যবাদান্তে, উইকিপ্রকল্প ইসলাম ১৯:৫৫, ২৯ মে ২০২২ (ইউটিসি)

পদক প্রদানকারী:- উইকিপ্রকল্প ইসলাম তরফে MdsShakil

 

আমার উদ্দেশ্য

 

বাংলা উইকিপিডিয়াকে আরো সরল করে তোলা এবং তথ্য গুলো যেন সঠিক হয় তা দেখাই আমার প্রধান উদ্দেশ্য । বিশ্বের দরবারে আমাদের মাতৃভাষাকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই বঙ্গসন্তান হিসেবে আমার প্রধান কর্তব্য বলে আমি মনে করি ।

যে সকল বিষয় আমার প্রিয়

• জীববিজ্ঞান

• খেলা

• রসায়ন

আমার পরিচিতি

ইউটিসি তারিখ এবং সময়:

পশ্চিমবঙ্গ West Bengal (ভারত)

 
 
পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গ (ভারত)


রূপক পাল
— উইকিপিডিয়ান —
নামরূপক পাল
জাতীয়তা  ভারতীয়
ভাষাবাংলা
সময় অঞ্চল+৫.৩০
বর্তমান সময়পশ্চিমবঙ্গ
শিক্ষা এবং কর্মসংস্থান
শিক্ষাকলকাতা বিশ্ববিদ্যালয়
কলেজবঙ্গবাসী কলেজ
শখ, পছন্দ এবং বিশ্বাস
ধর্মহিন্দু
যোগাযোগের তথ্য
ফেসবুকনেই
অ্যাকাউন্ট পরিসংখ্যান
যোগদান১৩ ফেব্রুয়ারি, ২০২২
প্রথম সম্পাদনামেরুদণ্ডী প্রাণী
ব্যবহারকারী বাক্স

ভারতীয় উইকিপিডিয়ান
Indian Wikipedian

______________________________

 

______________________________

ভারতীয় প্রজাতন্ত্র
Republic of India

 এই ব্যবহারকারী পৃথিবী নামক গ্রহের বাসিন্দা। 


 এই ব্যবহারকারী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা।
 এই ব্যবহারকারী একজন হিন্দু
 এই ব্যবহারকারী একজন গর্বিত বঙ্গসন্তান
 এই ব্যবহারকারী একজন বাঙালি
 এই ব্যবহারকারী বাঙালি হয়ে গর্বিত।
 বাংলা এই ব্যবহারকারীর মাতৃভাষা
hi-২यह सदस्य हिन्दी भाषा का मध्यम स्तर का ज्ञान रखते हैं।
ইনি মা-বাবাকে প্রাণের চেয়েও বেশী ভালবাসেন।
 এই ব্যবহারকারী কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান/প্রাক্তন শিক্ষার্থী।


এই ব্যবহারকারী মুক্ত জ্ঞানে বিশ্বাসী


 এই ব্যবহারকারী
বিজ্ঞানপ্রেমী
 
 এই ব্যবহারকারী রসায়নে আগ্রহী।
এই অবদানকারী একজন পুরুষ
 এই ব্যবহারকারী অত্যন্ত অলস। আপনি তার অসম্পূর্ণ কাজগুলো করে দিতে পারেন।
 এই ব্যবহারকারী ক্রিকেট খেলা পছন্দ করেন।
 এই ব্যবহারকারীর এক ঢিলে সব পাখি উড়ে যায়।


 এই ব্যবহারকারী শীতল আবহাওয়া পছন্দ করেন।
 ব্যবহারকারী শীতের কুয়াশা ভালবাসেন
 এই ব্যবহাকারীর পাহাড়ের প্রতি দুর্বলতা রয়েছে
 এই ব্যবহারকারী
জলপ্রপাত পছন্দ করেন
 ব্যবহারকারী মনে করেন মশা অত্যন্ত বিরক্তিকর প্রাণী।
 এই ব্যবহারকারী বিড়াল পছন্দ করেন।
 ব্যবহারকারী মাছ খেতে পছন্দ করেন
 এই ব্যবহারকারী স্তন্যপায়ী
 এই ব্যবহারকারী ধূমপান অত্যন্ত ঘৃণা করেন।
 এই ব্যবহারকারী একজন অধূমপায়ী এবং ধূমপানকে অত্যন্ত অপছন্দ করেন।
 এই ব্যবহারকারী একজন অধূমপায়ী এবং পরোক্ষ ধূমপান একজন অধূমপায়ীর জন্য ধূমপায়ী অপেক্ষা বেশি ক্ষতিকর।
 এই ব্যবহারকারী ভ্রমণ করতে অত্যন্ত পছন্দ করেন।
 এই ব্যবহারকারী সাইকেল চালাতে ভালবাসেন।
 এই ব্যবহারকারী রেল গাড়িতে ভ্রমণ করতে ভালবাসেন।
 এই ব্যবহারকারী একজন অনুবাদক যিনি ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেন।
 এই ব্যবহারকারী একজন ডান-হাতি
বানাণ
বানান
এই ব্যবহারকারী উইকিপ্রকল্প বানানের একজন সদস্য
লালএই ব্যবহারকারীর প্রিয় রং হল লাল
 এই ব্যবহারকারী
একজন বিরিয়ানি পাগল।
 এই ব্যবহারকারী ব্যবহারকারী বাক্স খুবই ভালবাসেন!
 এই ব্যবহারকারী অনুসন্ধান ইঞ্জিন হিসেবে গুগল ব্যবহার করেন।
 এই ব্যবহারকারী গুগল ক্রোম ব্যবহার করে অবদান রাখেন।
 এই ব্যবহারকারী স্মার্টফোন দিয়ে উইকিপিডিয়ায় অবদান রাখেন
 এই ব্যবহারকারী অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন।
 এই ব্যবহারকারী জিমেইল থেকে ইমেইল পরিষেবা গ্রহণ করেন।
 এই ব্যবহারকারী মরণশীল
  এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় আছেন ২ বছর, ৭ মাস ও ২৬ দিন
৫+এই ব্যবহারকারী উইকিপিডিয়াতে ৫টিরও বেশি সংখ্যক নিবন্ধ রচনা করেছেন।
৩০০+এই ব্যবহারকারী উইকিপিডিয়ায় ৩০০টিরও বেশি সংখ্যক সম্পাদনা করেছেন।
 এই ব্যবহারকারী চিত্র আপলোড করতে উইকিমিডিয়া কমন্স ব্যবহার করেন।


 এই সম্পাদক একজন নিবন্ধিত সম্পাদক এবং এই কর্ম পদক প্রদর্শনের যোগ্য
 এই সম্পাদক একজন সাইনেটর এবং এই স্বাক্ষরের পুঁথি প্রদর্শনের যোগ্য।
 এই সম্পাদক একজন নবীন সম্পাদক এবং এই কর্ম পদক প্রদর্শনের যোগ্য
 এই সম্পাদক একজন বার্বা এবং উইকিপিডিয়ার প্রথম বই প্রদর্শনের যোগ্য।
 এই ব্যবহারকারী উইকিপিডিয়াতে অবদানের জন্য ২টি উইকিপদক পেয়েছেন।


 এই ব্যবহারকারী বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নয় কিন্তু ভবিষ্যতে হতে ইচ্ছুক।

প্রতিযোগিতায় অংশগ্রহণ ও ফলাফল

 


০৯:৪৫, ৯ অক্টোবর ২০২৪ আইএসটি [পুনঃসতেজ]

 

     

শোধন



}}