বাংলা উইকিপিডিয়ায় আপনাকে স্বাগতম সম্পাদনা

আপনার মানোন্নয়নকৃত লোহিত রক্তকণিকা নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় আদিত্য সাহা,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২১-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত লোহিত রক্তকণিকা নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! ― মাসুম-আল-হাসান (আলাপ) ০৪:২৫, ২১ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা: তথ্য প্রদানের অনুরোধ সম্পাদনা

 

সুপ্রিয় অবদানকারী,
অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক বা একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আপনাকে অভিনন্দন! আয়োজক দল ডিজিটাল সনদপত্র প্রদানের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করছে। তাই আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। যদি আপনি ইতোমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন, তাহলে দয়া করে দ্বিতীয়বার পূরণ করবেন না। আপনার উইকি সম্পাদনা-যাত্রা শুভ হোক। প্রতিযোগিতার আয়োজক দলের পক্ষে — তানভির (আলাপ) ০৯:৫৭, ২৬ এপ্রিল ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২ সম্পাদনা

সুপ্রিয় আদিত্য সাহা,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

‎উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ সম্পাদনা

 

সুপ্রিয় আদিত্য সাহা,
পৃথিবীর ৫০ টি দেশের ৫৬ টি সম্প্রদায়ের সাথে বাংলা উইকিপিডিয়ায়ও গত ১লা জুলাই থেকে শুরু হয়েছে উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১ প্রতিযোগিতা। উইকিমিডিয়া বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতাটি আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
আন্তর্জাতিক এই ক্যাম্পেইনটির বৈশ্বিক পরিসংখ্যান অনুযায়ী প্রথম ছয়দিনে উন্নয়নকৃত নিবন্ধসংখ্যার হিসেবে বাংলা উইকিপিডিয়া অন্যান্য উইকিপিডিয়া সম্প্রদায়গুলোর ভেতরে শীর্ষ অবস্থানে ছিল। বাংলা উইকিপিডিয়ার পরে ছিল যথাক্রমে সার্বীয় উইকিপিডিয়া, মেসেডোনীয় উইকিপিডিয়া, তেলেগু উইকিপিডিয়া। কিন্তু সপ্তম দিনে এসে সার্বীয় উইকিপিডিয়া প্রথম, ইংরেজি উইকিপিডিয়া দ্বিতীয় এবং বাংলা উইকিপিডিয়া তৃতীয় অবস্থানে চলে আসে। পুরো পরিসংখ্যানটি দেখতে ক্লিক করুন এখানে তাছাড়া বৈশ্বিক পরিসংখ্যানে প্রথম দশজন প্রতিযোগীর ভেতর বাংলা উইকিপিডিয়ার অন্তত দুজন সম্পাদক রয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের।
বাংলা উইকিপিডিয়ার চিত্রবিহীন নিবন্ধগুলোতে চিত্র সংযোজনের মাধ্যমে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন। প্রতিযোগিতায় অংশগ্রহণ ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এখানে

শুভেচ্ছান্তে,
আয়োজক দল
১৫:১০, ১২ জুলাই ২০২১ (ইউটিসি)

নিবন্ধ অনুবাদ সম্পূর্ণ করার বিষয়ে সম্পাদনা

সুধী! আপনি এবার উইকিপিডিয়া:অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২২ এ অংশগ্রহণ করেছেন এবং বেতার জ্যোতির্বিজ্ঞান নিবন্ধটি অনুবাদ করার কাজ হাতে নিয়েছেন। কিন্তু আপনি প্রায় গত ১ মাস ৯ দিন ধরে নিবন্ধটিতে কোনোরূপ অনুবাদ বা সম্পাদনা করেননি। প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের তুলনায় নিবন্ধ সংখ্যা সীমিত। যেহেতু নিবন্ধটিতে অনেকদিন ধরে কোনো কাজ করা হয়নি তাই এটি অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হতে পারে। এজন্য, প্রতিযোগিতার নিয়মানুসারে নিবন্ধটির অনুবাদ সম্পূর্ণ করুন এবং শেষ হলে এখানে জমা দিন। ধন্যবাদ। -- মোঃ মারুফ হাসান (আলাপ) ১৫:৫৬, ১৫ মার্চ ২০২২ (ইউটিসি)উত্তর দিন

অনুচ্ছেদ অনুবাদ নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানান এবং সরঞ্জামটি উন্নত করে তুলতে সহায়তা করুন সম্পাদনা

সুপ্রিয় আদিত্য সাহা

আমি উজোমা অজুরুম্বা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের সাথে কমিউনিটি রিলেশনস স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমাদের দল অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম উন্নতকরণ নিয়ে কাজ করছে। আমরা বাংলা উইকিপিডিয়ায় সাম্প্রতিক অবদানে এই সরঞ্জামের ব্যভার দেখেছি। আপনার মূল্যবান অবদানের ভিত্তিতে, আমরা অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিয়ে আরো জানতে চাই। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করে তুলতে পারব।

আমার দল অত্যন্ত খুশি হবে যদি আপনি পৃথিবীর যেকোনো স্থানের সময় অনুযায়ী আগামী ১০ই মের মধ্যে এই জরিপটিতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করব এবং আপনাকে আরো ভালোভাবে সহায়তা করতে পারব। গোপনীয়তার বিবৃতির লিঙ্ক

ধন্যবাদ, এবং আমরা আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

UOzurumba (WMF) (আলাপ) ০১:১৮, ৪ মে ২০২২ (ইউটিসি) ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের পক্ষ থেকে, অনুবাদ করেছেন User: Ankan (WMF)উত্তর দিন

আপনার খসড়া নিবন্ধ, ব্যবহারকারী:আদিত্য সাহা/খেলাঘর সম্পাদনা

 

হ্যালো, আদিত্য সাহা। "খেলাঘর" পৃষ্ঠাটি তৈরির জন্য জমা দেওয়া আপনার নিবন্ধ সৃষ্টির অনুরোধ বা খসড়া পাতাটি আপনি সর্বশেষ সম্পাদনা করেছিলেন প্রায় ছয় মাসেরও বেশি সময় আগে।

আমাদের নীতিমালা অনুসারে একটি বিশ্বকোষের মূল নামস্থানের জন্য অনুপযুক্ত বলে বিবেচিত এরকম উপাদানগুলোর অনির্দিষ্টকালের হোস্টিংয়ের জন্য উইকিপিডিয়া উপযুক্ত স্থান নয়, তাই খসড়াটি মুছে ফেলা হয়েছে। আপনি যদি এটির উপর আরও কাজ করার পরিকল্পনা করেন এবং এটি পুনরুদ্ধার করতে চান, আপনি এর জন্য পুনরুদ্ধারের অনুরোধ করতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে একজন প্রশাসক তা পুনরুদ্ধার করবেন যাতে আপনি এটিতে কাজ চালিয়ে যেতে পারেন।

অনুরোধটি জমা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, এবং শুভ হোক আপনার সম্পাদনা যাত্রা! Aishik Rehman (আলাপ) ০৬:৪৪, ২৩ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন