আব্দুন নূর ইন্দেশ্বরী
আব্দুন নূর চৌধুরী, শায়খে ইন্দেশ্বরী ছিলেন একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত ও লেখক। তিনি হুসাইন আহমদ মাদানির অন্যতম শাগরেদ। তাছাড়া ইন্দেশ্বরী সাহেব আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মৌলভীবাজার মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম। তিনি আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ শিক্ষাবোর্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।[১][২][৩]
আব্দুন নূর চৌধুরী শায়খে ইন্দেশ্বরী | |
---|---|
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | |
ধর্ম | ইসলাম |
সন্তান | যোবায়ের আহমদ চৌধুরী |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
উল্লেখযোগ্য কাজ | নাজাতুন্নুহাত দারুল উলুম মৌলভীবাজার |
যেখানের শিক্ষার্থী | সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা |
আত্মীয় | ফরীদ উদ্দীন মাসঊদ (মেয়ের জামাতা), আহমদুল হক হবিগঞ্জী (নাতনীর স্বামী), তাফাজ্জুল হক হবিগঞ্জী (নাতনীর ভাশুর) |
মুসলিম নেতা | |
শিক্ষক | হোসেন আহমদ মাদানী |
এর শিষ্য | আব্দুল করিম কৌড়িয়া |
জীবনী
সম্পাদনাআব্দুন নূর দক্ষিণ শ্রীহট্ট মহকুমার (বর্তমান মৌলভীবাজার জেলা) কমলগঞ্জ থানার ইন্দেশ্বর গ্রামের একটি সম্ভ্রান্ত বাঙ্গালী মুসলিম চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন।[৪] তাঁর বাবা মাওলানা আহমদ আলী চৌধুরী ছিলেন একজন জবরদস্ত আলেমে দ্বীন এবং রশীদ আহমদ গঙ্গোহীর শাগরেদ।[৫]
আব্দুন নূর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করেছিলেন। ছাত্রজীবনেই তিনি ফার্সী ভাষায় "নাজাতুন্নুহাত" নামক কাফিয়ার শরাহ লিখেছিলেন।[৬] তিনি আব্দুল করিম কৌড়িয়ার দস্তে বাইয়াত গ্রহণ করে অবশেষে উনার কাছ থেকে খেলাফৎ পেয়েছিলেন।[৭]
আব্দুন নূর ইন্দেশ্বরী সাহেব ছিলেন তবলিগী জমাতের সালিশ।[৮] ১৯৩৭ সালে আব্দুন নূর ইন্দেশ্বরী সাহেব লুৎফুর রহমান বর্ণভীর সহযোগিতায় আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মৌলভীবাজার মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।[৯] সেবছর থেকে তিনি ১৯৯২ সালে ইন্তেকাল পর্যন্ত এই মাদ্রাসার মুহতামিম ছিলেন। তাঁর জামাতা হবিগঞ্জের খলিফায়ে মাদানী সিরাজুল হক চৌধুরী ছিলেন মাদ্রাসার পরবর্তী মুহতামিম।[৫] ইন্দেশ্বরী সাহেবের ছেলে যোবায়ের আহমদ চৌধুরী হলেন জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার শায়খুল হাদীছ এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ শিক্ষাবোর্ডের সাবেক মহাপরিচালক।[১০]
উনার নামে শায়েখে ইন্দেশ্বরী (র.) এইড ট্রাস্ট ইউকে প্রতিষ্ঠিত হয়েছে।[১১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ আহমদ, ইউসা (১৪ মার্চ ২০১৯)। "বৃটিশ সাম্রাজ্যবাদ বিরোধী চেতনাই কওমী মাদ্রাসার মূলভিত্তি,আযাদ দ্বীনী এদারার অভিবাবক ছিল রানাপিং মাদ্রাসা"। জিবি বার্তা। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "এদারা পরিচিতি"। আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ মাহমুদী, জুলফিকার। "কওমি অঙ্গনের সর্বপ্রথম ও প্রাচিনতম শিক্ষাবোর্ড আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশ"। কমাশিসা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ গোলাম ছরোয়ার, মুহাম্মদ (নভেম্বর ২০১৩)। "বাংলা ভাষায় ফিকহ চর্চা (১৯৪৭-২০০৬): স্বরূপ ও বৈশিষ্ঠ্য বিচার"। ঢাকা বিশ্ববিদ্যালয়: ৩১৭। ২৭ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২১।
- ↑ ক খ "শায়েখ ইন্দেশ্বরী (রহ.)-এর কন্যার ইন্তেকাল"। পাথেয়। ২৬ মার্চ ২০২০।
- ↑ হবিগঞ্জী, তাফাজ্জুল হক। "মনীষীদের স্মৃতিচারণ"। মাসিক আল কাউসার। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ আহমদ, মাসূম। "কায়িদুল উলামা হযরত শায়খে কৌড়িয়া রহ.-এর জীবনী"। মাসিক হেফাজতে ইসলাম। প্রথম। ৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ সিরাজনগরী, মুহাম্মদ আব্দুল করিম। তাশরীহুল আহাদীছ (পিডিএফ)। পৃষ্ঠা ৭। ১৩ আগস্ট ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "মাদ্রাসা পরিচিতি"। অফিসিয়াল ওয়েবসাইট। ২০২১-০৬-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৫-৩১।
- ↑ লাবীব, কাউসার (১৫ ফেব্রুয়ারি ২০২১)। "উজানি মাদরাসার শাইখুল হাদিস হলেন অধ্যাপক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী"। Our Islam 24। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২৩।
- ↑ "রাজনগরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ"। মানবজমিন। ৬ জুলাই ২০১৮।