আব্দুল করিম কৌড়িয়া
আব্দুল করিম কৌড়িয়া (১৯০১ – ১২ নভেম্বর ২০০১) একজন বাংলাদেশি দেওবন্দি ইসলামি পণ্ডিত, রাজনীতিবিদ ও শিক্ষাবিদ। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের চেয়ারম্যান, ইসলাহুল মুসলিমিন পরিষদের কেন্দ্রীয় মুরব্বি ছিলেন। আধ্যাত্মিক জীবনে তিনি হুসাইন আহমদ মাদানির খলিফা ছিলেন।[১][২][৩]
আব্দুল করিম শায়খে কৌড়িয়া | |
---|---|
আমীর, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ | |
কাজের মেয়াদ ১৯৮৮ – ২০০১ | |
পূর্বসূরী | আজিজুল হক (শায়খুল হাদিস) |
উত্তরসূরী | আশরাফ আলী বিশ্বনাথী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯০১ কৌড়িয়া, বিশ্বনাথ, সিলেট |
মৃত্যু | ১২ সেপ্টেম্বর ২০০১ | (বয়স ৯৯–১০০)
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ |
প্রাক্তন শিক্ষার্থী | দারুল উলুম দেওবন্দ |
ব্যক্তিগত তথ্য | |
পিতামাতা |
|
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
আন্দোলন | দেওবন্দি |
প্রধান আগ্রহ | রাজনীতি |
জীবনী
সম্পাদনাআব্দুল করিম ১৯০১ সালে সিলেট জেলার বিশ্বনাথের কৌড়িয়া পরগনার খাজাঞ্চি ইউনিয়নের গমরাগুল গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সৈয়দ আববাস আলী। তিনি দারুল উলুম দেওবন্দে লেখাপড়া করেছেন।[৪] তিনি ১৯৭১ সালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ৩ বার কারাভোগ করেন। ১৯৬৪ সালে সিলেট জেলা জমিয়তের নায়েবে আমিরের দায়িত্ব পালনের মাধ্যমে জমিয়তের নেতৃত্ব গ্রহণ করেন। ১৯৬৫ সালের ১৬ মার্চ পূর্ব পাকিস্তান জমিয়তে উলামার সভাপতি নির্বাচিত হন। স্বাধীনতার পর ১৯৭৪ সালে পুনরায় সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৮৮ থেকে ২০০১ সাল পর্যন্ত আমৃত্যু তিনি জমিয়তের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৪ সালে তসলিমা নাসরিন, আহমদ শরীফসহ নাস্তিক-মুরতাদের বিরুদ্ধে যে আন্দোলনের সূচনা হয়েছিল তা মূলত তার পৃষ্ঠপোষকতার ফসল।[২]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ এস এম আমিনুল ইসলাম, মাওলানা; ইসলাম, সমর (জানুয়ারি ২০১৪)। বাংলার শত আলেমের জীবনকথা। বাংলাবাজার,ঢাকা-১১০০: বইঘর। পৃষ্ঠা ৩৫৮–৩৬০। আইএসবিএন 9847016800481।
- ↑ ক খ নগরী, মুহাম্মদ রুহুল আমীন (২২ নভেম্বর ২০১০)। "আল্লামা সৈয়দ আব্দুল করিম শায়খে কৌড়িয়া (র:)"। দৈনিক সংগ্রাম।
- ↑ জাহাঙ্গীর, সালাউদ্দিন (২০১৭)। বাংলার বরেণ্য আলেম — ২য় খণ্ড (১ম সংস্করণ)। মধ্য বাড্ডা, আদর্শ নগর, ঢাকা: মাকতাবাতুল আযহার। পৃষ্ঠা ২৭১–২৭৬।
- ↑ নিজামপুরী, আশরাফ আলী (২০১৩)। দ্যা হান্ড্রেড (বাংলা মায়ের একশ কৃতিসন্তান) (১ম সংস্করণ)। হাটহাজারী, চট্টগ্রাম: সালমান প্রকাশনী। পৃষ্ঠা ১৫৬–১৫৮। আইএসবিএন 112009250-7।