অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল (ইংরেজি: Australia national women's cricket team) অস্ট্রেলিয়ারমহিলাদের জাতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্বকারী দল। সাউদার্ন স্টার্স ডাকনামে এ দলটির পরিচিতি রয়েছে। ১৯৩৪/৩৫ মৌসুমে দলটি টেস্ট ক্রিকেটে সর্বপ্রথম অংশগ্রহণ করে। তিন টেস্টের ঐ সিরিজে ২-০ ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করেছিল। এরপর থেকেই দলটি ক্রমান্বয়ে উন্নতির দিকে যেতে থাকে ও বিশ্বের অন্যতম সেরা মহিলা ক্রিকেট দলের ভূমিকায় অবতীর্ণ হয়। অস্ট্রেলিয়া মহিলাবিশ্বকাপ ক্রিকেটে সর্বাপেক্ষা সফলতম দলের মর্যাদা পেয়েছে। এ পর্যন্ত তারা ৬ বার শিরোপা লাভ করে। বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন - মেগ ল্যানিং ও কোচের দায়িত্ব পালন করছেন সাবেক ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ডের ব্যাটসম্যান ম্যাথু মট।[৮] ২০ অক্টোবর, ২০১৫ তারিখে সাউদার্ন স্টার্স মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটের সকল স্তরের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে।
দলের ইতিহাসে শুরুর দিকে শিভিল বোনদের জন্যে স্মরণীয় হয়ে আছে। ফার্নি ব্লেড (বিবাহ-পূর্ব শিভিল) ১৯৩৪-৩৫ মৌসুমে অনুষ্ঠিত সর্বপ্রথম টেস্টে অংশগ্রহণ করেছিলেন। তার যমজ বোন আইরিন শিভিল পরবর্তী দুই টেস্টে খেলেন। এসি শিভিল নাম্নী অন্য বোন তিন টেস্টের সবগুলোয় খেলেছেন। তারও যমজ বোন লিলি শিভিল নিউ সাউথ ওয়েলস দলের পক্ষ হয়ে খেলেছেন।
ঐ সিরিজে তারা তিন টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে ইংল্যান্ডকে পরাজিত করে। বর্তমানে দলটি ইংল্যান্ডের বিপক্ষে মহিলাদের অ্যাশেজ সিরিজে প্রতিদ্বন্দ্বিতা করে থাকে। যে-কোন দলের তুলনায় তারা সর্বাধিকসংখ্যক বিশ্বকাপের শিরোপা জয় করে। ১৯৭৮, ১৯৮২, ১৯৮৮, ১৯৯৭, ২০০৫ ও ২০১৩ সালের ক্রিকেট বিশ্বকাপে শিরোপা জয় করে অস্ট্রেলিয়া মহিলা দল। এছাড়াও আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতায়ও চ্যাম্পিয়ন হয়। ২০১০, ২০১২ ও ২০১৪ সালের প্রতিযোগিতার শিরোপা দলটির দখলে রয়েছে।