নিকোল বোল্টন

অস্ট্রেলীয় প্রমিলা ক্রিকেটার

নিকোল এলিজাবেথ বোল্টন (ইংরেজি: Nicole Bolton; জন্ম: ১৭ জানুয়ারি, ১৯৮৯) পার্থের সুবিয়াকো এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা অস্ট্রেলীয় প্রমিলা আন্তর্জাতিক ক্রিকেটারঅস্ট্রেলিয়া ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পক্ষে খেলছেন। অস্ট্রেলিয়া এ, ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়ারম্যান মহিলা একাদশ, ওতাগো মহিলা, পার্থ স্কর্চার্স মহিলা দলের পক্ষেও খেলেছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। এছাড়াও ডানহাতে অফ স্পিন বোলিং করে থাকেন নিকোল বোল্টন

নিকোল বোল্টন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামনিকোল এলিজাবেথ বোল্টন
জন্ম (1989-01-17) ১৭ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫)
পার্থ, অস্ট্রেলিয়া
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি অফ স্পিন
ভূমিকাউদ্বোধনী ব্যাটার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক১১ আগস্ট ২০১৫ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক২৩ জানুয়ারি ২০১৪ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই২৫ সেপ্টেম্বর ২০১৬ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং১২
টি২০আই অভিষেক২ ফেব্রুয়ারি ২০১৪ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই টি২০আই
ম্যাচ সংখ্যা ২২
রানের সংখ্যা ৬১ ৯২৬
ব্যাটিং গড় ৩০.৫০ ৪৪.০৯ ৬.০০
১০০/৫০ ০/০ ২/৫ ০/০
সর্বোচ্চ রান ৩৬ ১২৪
বল করেছে
উইকেট
বোলিং গড়
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং
ক্যাচ/স্ট্যাম্পিং ০/– ৫/– ২/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো, ২৬ সেপ্টেম্বর ২০১৬

খেলোয়াড়ী জীবন সম্পাদনা

২০১৪-১৫ মৌসুমে ভিকস্পিরিট দলের সাথে যুক্ত হন।[১][২] ২৩ জানুয়ারি, ২০১৪ তারিখে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। উদ্বোধনী খেলাতেই নিজের শ্রেষ্ঠত্ব তুলে ধরেন। ১৫২ বলে ১২৪ রান তুলে যে-কোন অস্ট্রেলীয় প্রমিলা ক্রিকেটারের তুলনায় সর্বাগ্রে নিয়ে যান।

জুন, ২০১৫ সালে ইংল্যান্ড সফরে মহিলাদের অ্যাশেজ খেলার জন্য সফরকারী অস্ট্রেলিয়া দলের অন্যতম সদস্য মনোনীত হন। ১১ আগস্ট, ২০১৫ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক হয়। টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে দক্ষতা অর্জন স্বত্ত্বেও টুয়েন্টি২০ আন্তর্জাতিকে খেলার আগ্রহ নেই তার।[৩]

সেপ্টেম্বর, ২০১৬ সালে শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলের সদস্যরূপে খেলতে যান। ২৫ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪র্থ ওডিআইয়ে নিজস্ব ২য় সেঞ্চুরি করেন। খেলায় তার দল ১৩৭ রানের বিশাল ব্যবধানে জয়সহ ৪-০ ব্যবধানে শ্রীলঙ্কা দলকে হোয়াইটওয়াশ করে। এছাড়াও ওডিআই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি।

তথ্যসূত্র সম্পাদনা

  1. Sewell, Eliza (২০১৪-০১-২৩)। "Nicole Bolton century helps Australia to 26-run victory over England, keeping Ashes alive"Herald Sun। Melbourne। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩ 
  2. Saltau, Chloe (২০১৪-০১-২৪)। "Southern Stars debutante Nicole Bolton smashes a century on debut in a one-dayer against England at the MCG"The Sydney Morning Herald। সংগ্রহের তারিখ ২০১৪-০১-২৩ 
  3. "Women's Ashes: Australia include three potential Test debutants"। BBC। ১ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৫ 

আরও দেখুন সম্পাদনা