২০১৬–১৭ অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর

অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক সেপ্টেম্বর, ২০১৬ সালে শ্রীলঙ্কা সফর করে। এ সফরে দলটি শ্রীলঙ্কা ক্রিকেট দলের বিপক্ষে চারটি ওডিআই ও একটি টি২০আই খেলায় অংশ নেয়। তন্মধ্যে, চারটি ওডিআইয়ের তিনটি ২০১৪-১৬ আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপের অংশবিশেষ।[]

২০১৬-১৭ অস্ট্রেলিয়া মহিলা ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর
শ্রীলঙ্কা মহিলা
অস্ট্রেলিয়া মহিলা
তারিখ ১৫ সেপ্টেম্বর – ২৭ সেপ্টেম্বর, ২০১৬
অধিনায়ক চামারি আতাপাত্তু মেগ ল্যানিং
মহিলাদের একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৪-ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া মহিলা ৪–০ তে জয়ী হয়
সর্বাধিক রান চামারি পোলগাম্পোলা (৯১) নিকোল বোল্টন (২৩১)
সর্বাধিক উইকেট চামারি আতাপাত্তু (৬) ক্রিস্টেন বীমস (১৩)
মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১-ম্যাচের সিরিজ অস্ট্রেলিয়া মহিলা ১–০ তে জয়ী হয়
সর্বাধিক রান লসান্তি মধুষাণী (১৭) এলিসি ভিলানি (৩৪)

অস্ট্রেলিয়া ৪-০ ব্যবধানে ওডিআই সিরিজ ও একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিকে ১০ উইকেটের ব্যবধানে জয় পায়। তন্মধ্যে, টি২০আইয়ে বলের ব্যবধানে জয়টি মহিলাদের ক্রিকেটে সর্বাধিক ব্যবধানে জয়।[]

দলীয় সদস্য

সম্পাদনা
  শ্রীলঙ্কা[]   অস্ট্রেলিয়া

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
শ্রীলঙ্কা  
৭৬ (২৪.৫ ওভার)
  অস্ট্রেলিয়া
৭৯/৬ (১৫.৪ ওভার)

২য় ওডিআই

সম্পাদনা
অস্ট্রেলিয়া  
২৫৪/৮ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
১৭৬/৯ (৫০ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • শ্রীলঙ্কার পক্ষে হর্ষিতা মাধবী’র ওডিআই অভিষেক ঘটে।

৩য় ওডিআই

সম্পাদনা
আইসিসি মহিলা চ্যাম্পিয়নশীপ
২৩ সেপ্টেম্বর, ২০১৬
৯:৫০
স্কোরকার্ড
ডব্লিউওডিআই-৯৯৪
শ্রীলঙ্কা  
১০২ (৩৬.৫ ওভার)
  অস্ট্রেলিয়া
১০৪/১ (২৭.৩ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

৪র্থ ওডিআই

সম্পাদনা
২৫ সেপ্টেম্বর, ২০১৬
৯:৫০
স্কোরকার্ড
ডব্লিউওডিআই-৯৯৫
অস্ট্রেলিয়া  
২৬৮/৩ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
১৩১ (৪৫.৫ ওভার)
নিকোল বোল্টন ১১৩ (১৪৬)
চামারি আতাপাত্তু ২/৪৮ (১০ ওভার)
অস্ট্রেলিয়া ১৩৭ রানে বিজয়ী
আর. প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
আম্পায়ার: হেমন্ত বোতেজু (শ্রীলঙ্কা) ও রবীন্দ্র উইমালাসিরি (শ্রীলঙ্কা)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।

টি২০আই সিরিজ

সম্পাদনা

একমাত্র টি২০আই

সম্পাদনা
২৭ সেপ্টেম্বর, ২০১৬
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
৫৯/৮ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
৬৩/০ (৮.১ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Australia Women tour of Sri Lanka"ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। 
  2. "Australia Women thump Sri Lanka by record margin"ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। 
  3. "Priyadharshani, Mendis called up to Sri Lanka Women's ODI squad"ক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। 

বহিঃসংযোগ

সম্পাদনা