২০১৩ মহিলা ক্রিকেট বিশ্বকাপ

২০১৩ মহিলা ক্রিকেট বিশ্বকাপ (ইংরেজি: 2013 Women's Cricket World Cup) মহিলা ক্রিকেট বিশ্বকাপের ১০ম আসর। মহিলা ক্রিকেট বিশ্বকাপের এ প্রতিযোগিতাটি স্বাগতিক ভারতে তৃতীয়বারের মতো ৩১ জানুয়ারি-১৭ ফেব্রুয়ারি, ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরপূর্বে ভারত ১৯৭৮ এবং ১৯৯৭ সালে মহিলা ক্রিকেট বিশ্বকাপের স্বাগতিক দেশের মর্যাদা পেয়েছিল।[][] প্রতিযোগিতায় অস্ট্রেলিয়ার নারীরা ৬ষ্ঠবারের মতো ট্রফি জয় করে। চূড়ান্ত খেলায় তারা ওয়েস্ট ইন্ডিজ মহিলা দলকে ১১৪ রানের বিশাল ব্যবধানে পরাভূত করে।[][]

২০১৩ মহিলা ক্রিকেট বিশ্বকাপ
২০১৩ মহিলা ক্রিকেট বিশ্বকাপের লোগো
তারিখ৩১ জানুয়ারি – ১৭ ফেব্রুয়ারি
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনএকদিনের আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনগ্রুপ পর্বনক-আউট
আয়োজকভারত ভারত
বিজয়ী অস্ট্রেলিয়া (৬ষ্ঠ শিরোপা)
অংশগ্রহণকারী দলসংখ্যা
খেলার সংখ্যা২৫
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়নিউজিল্যান্ড সুজি বেটস
সর্বাধিক রান সংগ্রহকারীঅস্ট্রেলিয়া সুজি বেটস (৪০৭)
সর্বাধিক উইকেটধারীঅস্ট্রেলিয়া মেগান শুট (১৫)

অংশগ্রহণকারী দল

সম্পাদনা

অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্বাগতিক দেশ ভারত এবং নিউজিল্যান্ড - এ চারটি দল বিশ্বকাপ প্রতিযোগিতায় ইতোমধ্যেই স্থান করে নিয়েছে। তাদের সাথে রয়েছে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল। দল চারটি বাংলাদেশে অনুষ্ঠিত ২০১১ সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিশ্বকাপে অংশগ্রহণের জন্যে যোগ্যতা অর্জন করে।[] উক্ত দলগুলো ২০১২ সালের আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।

বিশ্বকাপ শুরুর পূর্বে দলগুলো আটটি প্রস্তুতিমূলক খেলায় অংশ নেয়।

অনুশীলন ম্যাচ

সম্পাদনা

নিচের ৮টি ম্যাচ বিশ্বকাপ শুরুর আগে খেলা হয় (এই ম্যাচগুলি ওডিআই এর মর্যাদাভুক্ত নয়)।

অনুশীলন ম্যাচসমূহ
২৮ জানুয়ারি ২০১৩
প্রতিবেদন
অস্ট্রেলিয়া  
৩৩৩/৫ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৯৮ (৪৪.৩ ওভার)
জেস ক্যামরন ৬৯ (৫৩)
স্তাফানি টেলর ১/৩১ (৮ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ১৩৫ রানে বিজয়ী
মিডল ইনকাম গ্রাউন্ড গ্রুপ, মুম্বই
আম্পায়ার: ক্যাথি ক্রস (নিউজিল্যান্ড) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • অস্ট্রেলিয়া মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিং করে

২৮ জানুয়ারি, ২০১৩
Scorecard
নিউজিল্যান্ড  
২০১ (৪৭.৫ ওভার)
  ভারত
২০৪/২ (৪৩.৩ ওভার)
পুনম রাউত ৬৯ (৮৯)
লি তাহুহু ১/২৬ (৯ ওভার)
  • ভারত টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

২৮ জানুয়ারি, ২০১৩
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১৮৯ (৫০ ওভার)
মুম্বই একাদশ
১৯৪/৬ (৪২.৩ ওভার)
মুম্বাই সম্মিলিত একাদশ ৪ উইকেটে বিজয়ী
জিমখানা মাঠ, মুম্বই
আম্পায়ার: মার্ক হথর্ন (আয়ারল্যান্ড) ও বিনীত কুলকার্নি (ভারত)

২৯ জানুয়ারি, ২০১৩
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
২২৩ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২১০ (৪৮.২ ওভার)
লিডিয়া গ্রীনওয়ে ৫১ (৮২)
সুজি বেটস ২/২৬ (৯.২ ওভার)
নিউজিল্যান্ড মহিলা দল ১৩ রানে বিজয়ী
বান্দ্রা কুর্তা কমপ্লেক্স, মুম্বই
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
  • ইংল্যান্ড টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

২৯ জানুয়ারি, ২০১৩
স্কোরকার্ড
ভারত  
২২২/৮ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
২২৩/৫ (৩৮.৩ ওভার)
জোডাই ফিল্ডস ৫২* (৪৬)
অমিতা শর্মা ২/২৬ (৫ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৫ উইকেটে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: ক্যাথি ক্রস (নিউজিল্যান্ড) ও রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা)
  • ভারত টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

২৯ জানুয়ারি, ২০১৩
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৬৪ (৪৫.২ ওভার)
  শ্রীলঙ্কা
১৬৭/৮ (৪৪.৩ ওভার)
শ্রীলঙ্কা মহিলা দল ২ উইকেটে বিজয়ী
মিডল ইনকাম গ্রুপ ক্লাব গ্রাউন্ড, মুম্বই
আম্পায়ার: গ্রিগোরি ব্রাদওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

২৯ জানুয়ারি, ২০১৩
স্কোরকার্ড
পাকিস্তান  
২৪০ (৪৮.৪ ওভার)
ওড়িষ্যা মহিলা দল
১৪৫/৮ (৫০ ওভার)
বিসমাহ মারুফ ৭৬ (৯২)
সুজতা মল্লিক ৩/৪৩ (৯.৪ ওভার)
পাকিস্তান ৯৫ রানে বিজয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও শাহুল হামিদ (ইন্দোনেশিয়া)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

৩০ জানুয়ারি, ২০১৩
স্কোরকার্ড
পাকিস্তান  
১৫৪ (৪৬.১ ওভার)
ওড়িষ্যা মহিলা
১৫৫/৬ (৪৮.৫ ওভার)
স্বাগতিকা রথ ৫১ (৬০)
নিদা দার ২/১২ (৮ ওভার)
উড়িষ্যা মহিলা দল ৪ উইকেটে বিজয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: এস রবি (ভারত) ও শাহুল হামিদ (ইন্দোনেশিয়া)
  • পাকিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

গ্রুপ পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা
দল খেলেছে টা এনআর এনআরআর পয়েন্ট
  ইংল্যান্ড +০.৬৪১
  শ্রীলঙ্কা +০.৪৩০
  ওয়েস্ট ইন্ডিজ +০.২৭৬
  ভারত -০.৪৩০
৩১ জানুয়ারি, ২০১৩
১৪:৩০ (দিন/রাত)
প্রতিবেদন
ভারত  
২৮৪/৬ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৭৯ (৪৪.৩ ওভার)
থিরাশ কামিনি ১০০ (১৪৬)
ডিন্দ্রা ডটিন ৩/৩২ (৪ ওভার)
ভারত মহিলা দল ১০৫ রানে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: থিরাশ কামিনি (ভারত)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • রসনারা পারভীনের (ভারত) আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে

১ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
ইংল্যান্ড  
২৩৮/৮ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
২৪৪/৯ (৫০ ওভার)
শ্রীলঙ্কা মহিলা দল ১ উইকেটে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: বুদ্ধি প্রধান (নেপাল) ও গ্রিগোরি ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: ঈষানি কৌশল্যা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জয়ী হয়ে ইংল্যান্ড মহিলা দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়
  • অ্যামি জোন্সের (ইংল্যান্ড) আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে

৩ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
ইংল্যান্ড  
২৭২/৮ (৫০ ওভার)
  ভারত
২৪০/৯ (৫০ ওভার)
ইংল্যান্ড মহিলা দল ৩২ রানে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: শার্লত এডওয়ার্ডস (ইংল্যান্ড)
  • ভারত মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিং গ্রহণ করে

৩ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
ওয়েস্ট ইন্ডিজ  
৩৬৮/৮ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
১৫৯ (৪০ ওভার)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গ্রহণ করে

৫ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
ওয়েস্ট ইন্ডিজ  
১০১ (৩৬.৪ ওভার)
  ইংল্যান্ড
১০৩/৪ (৩৫ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

৫ ফেব্রুয়ারি, ২০১৩
১৪:৩০ (দিন/রাত)
প্রতিবেদন
ভারত  
১৪৪ (৪২.২ ওভার)
মালহোত্রা ৩৮
দীপিকা রাসাঙ্গিকা ২/১০ (৭.২ ওভার)
শ্রীলঙ্কা মহিলা দল ১৩৮ রানে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: গ্রিগোরি ব্রাথওয়েট (ওয়েস্ট ইন্ডিজ) এবং মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: দীপিকা রাসাঙ্গিকা (শ্রীলঙ্কা)

গ্রুপ বি

সম্পাদনা
দল খেলেছে টা এনআর এনআরআর পয়েন্ট
  অস্ট্রেলিয়া +১.০৯৯
  নিউজিল্যান্ড +১.৪২২
  দক্ষিণ আফ্রিকা -০.২৯১
  পাকিস্তান -১.৯৮৬
১ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
অস্ট্রেলিয়া  
১৭৫ (৪৬.১ ওভার)
  পাকিস্তান
৮৪ (৩৩.২ ওভার)
বিসমাহ মারুফ ৪৩ (৯৫)
সারাহ কোয়েত ৩/২০ (১০ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৯১ রানে জয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: ক্যাথি ক্রস (নিউজিল্যান্ড) ও রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা)
ম্যাচ সেরা খেলোয়াড়: সারাহ কোয়েত (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
  • রিনি চ্যাপেলহলি ফার্লিং (অস্ট্রেলিয়া) - উভয়ের অভিষেক ঘটে

১ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
নিউজিল্যান্ড  
৩২০/৫ (৫০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৭০ (৪১ ওভার)
সোফি ডিভাইন ১৪৫ (১৩১)
মারিজান কাপ ১/৩৯ (৮ ওভার)
সুজান বেনাদে ৩৭ (৪৫)
সিয়ান রাক ৪/৩১ (১০ ওভার)
নিউজিল্যান্ড মহিলা দল ১৫০ রানে জয়ী
ডিআরআইইএমএস গ্রাউন্ড, কটক
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) এবং ইয়ান রামেজ (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: সোফি ডিভাইন (নিউজিল্যান্ড)
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

৩ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
পাকিস্তান  
১০৪ (৪১.২ ওভার)
  নিউজিল্যান্ড
১০৮/৩ (২৯.৪ ওভার)
সুজি বেটস্‌ ৬৫* (৮৪)
সানা মীর ২/২৬ (৭ ওভার)
নিউজিল্যান্ড মহিলা দল ৭ উইকেটে জয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: এস. রবি (ভারত) ও শাহুল হামিদ (ইন্দোনেশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‌্যাচেল ক্যান্ডি (নিউজিল্যান্ড)
  • পাকিস্তান মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

৩ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
দক্ষিণ আফ্রিকা  
১৮৮/৯ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৯০/৭ (৪৫.৪ ওভার)
মারিজান কাপ ৬১ (১০২)
এলিস পেরি ৩/৩৫ (১০ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৩ উইকেটে বিজয়ী
ডিআরআইইএমএস গ্রাউন্ড, কটক
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও ক্যাথি ক্রস (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: রাচায়েল হেইন্স (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

৫ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
দক্ষিণ আফ্রিকা  
২০৭/৫ (৫০ ওভার)
  পাকিস্তান
৮১ (২৯.৪ ওভার)
মারিজান কাপ ১০২* (১৫০)
কানিতা জলিল ২/৩০ (১০ ওভার)
সিদরা আমীন ১৫ (৩৬)
মারিজান কাপ ৩/১৮ (৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা মহিলা দল ১২৬ রানে বিজয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা) এবং ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মারিজান কাপ (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়
  • কুয়াশাজনিত কারণে খেলা দেরীতে শুরু হয়

৫ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
নিউজিল্যান্ড  
২২৭/৬ (৫০ ওভার)
  অস্ট্রেলিয়া
২২৮/৩ (৩৮.২ ওভার)
সুজি বেটস্‌ ১০২ (১৩৪)
মেগান শুট ৩/৪০ (১০ ওভার)
মেগ ল্যানিং ১১২ (১০৪)
লি তাহুহু ১/৩৮ (১০ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৭ উইকেটে জয়ী
ডিআরআইইএমএস গ্রাউন্ড, কটক
আম্পায়ার: এস. রবি (ভারত) ও সাহুল হামিদ (ইন্দোনেশিয়া)
  • অস্ট্রেলিয়া মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়
  • কুয়াশাজনিত কারণে খেলা দেরীতে শুরু হয়

সুপার সিক্স পর্ব

সম্পাদনা

প্রতি গ্রুপে শীর্ষস্থানীয় তিনটি দল সুপার সিক্স পর্বে খেলবে। সুপার সিক্স থেকে শীর্ষস্থানীয় দুই দল ফাইনালে অংশ নিবে।

দল পয়েন্ট খেলেছে টা এনআর এনআরআর
  ওয়েস্ট ইন্ডিজ +০.৯৪১
  অস্ট্রেলিয়া +০.৭১৪
  ইংল্যান্ড +১.০০৩
  নিউজিল্যান্ড +০.৬৯৪
  দক্ষিণ আফ্রিকা -১.১৩১
  শ্রীলঙ্কা -২.৪৭৭
গ্রুপ টেবিলে রঙের বিন্যাস
শীর্ষ দুই দল ফাইনাল খেলবে
৩য় ও ৪র্থ স্থান নির্ধারণে ৩য় স্থান নির্ধারণী খেলায় অংশ নিবে
সর্বনিম্ন স্থানের দুই দল ৫ম স্থান নির্ধারণী খেলায় অংশ নিবে
৮ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
অস্ট্রেলিয়া  
১৪৭ (৪৪.৪ ওভার)
  ইংল্যান্ড
১৪৫ (৪৭.৩ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ২ রানে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বাই
আম্পায়ার: রুচিরা পল্লিয়াগুরু (শ্রীলঙ্কা) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: লিজা স্তালেকর (অস্ট্রেলিয়া)
  • ইংল্যান্ড মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

৮ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
শ্রীলঙ্কা  
১০৩ (৪২ ওভার)
  নিউজিল্যান্ড
১০৮/২ (২৩ ওভার)
দিলানী মানোদরা ৩৪ (৭০)
লি তাহুহু ৪/২৭ (১০ ওভার)
নিউজিল্যান্ড মহিলা দল ৮ উইকেটে বিজয়ী
বান্দ্রা কুর্লা কমপ্লেক্স, মুম্বাই
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও বুদ্ধি প্রধান (নেপাল)
ম্যাচ সেরা খেলোয়াড়: লি তাহুহু (নিউজিল্যান্ড)
  • নিউজিল্যান্ড মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

৮ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
দক্ষিণ আফ্রিকা  
২৩০/৭ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
২৩৪/৮ (৪৫.৩ ওভার)
তৃষা চেত্তি ৪৫ (৭৪)
ত্রিমেন স্মার্ট ২/৪৩ (১০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ২ উইকেটে বিজয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও চেত্তিথোদি শামসুদ্দিন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: স্তাফানি টেলর (ওয়েস্ট ইন্ডিজ)
  • দক্ষিণ আফ্রিকা মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

১০ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
শ্রীলঙ্কা  
১৩১ (৪৫.২ ওভার)
  অস্ট্রেলিয়া
১৩২/১ (২২.২ ওভার)
মিতালী রাজ ৪৩ (৭৭)
ইরিন অসবর্ন ৩/৯ (১০ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ৯ উইকেটে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বাই
আম্পায়ার: ক্যাথি ক্রস (নিউজিল্যান্ড) ও বিনীত কুলকার্নি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: এরিন অসবর্ন (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

১০ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
দক্ষিণ আফ্রিকা  
৭৭ (২৯.৩ ওভার)
  ইংল্যান্ড
৮১/৩ (৯.৩ ওভার)
ইংল্যান্ড মহিলা দল ৭ উইকেটে বিজয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও মার্ক হথর্ন (আয়ারল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: অ্যানিয়া শ্রাবসোল (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

১১ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
ওয়েস্ট ইন্ডিজ  
২০৭/৯ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
১৫৯ (৪৪.৩ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৪৮ রানে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বাই
আম্পায়ার: বিনীত কুলকার্নি (ভারত) ও শাহুল হামিদ (ইন্দোনেশিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আনিসা মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ)
  • নিউজিল্যান্ড মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

১৩ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
ওয়েস্ট ইন্ডিজ  
১৬৪ (৪৭ ওভার)
  অস্ট্রেলিয়া
১৫৬ (৪৮.২ ওভার)
ডিন্দ্রা ডটিন ৬০ (৬৭)
হলি ফার্লিং ৩/২৭ (৭ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল ৮ রানে বিজয়ী
মিডল ইনকাম গ্রুপ গ্রাউন্ড, মুম্বাই
আম্পায়ার: ক্যাথি ক্রস (নিউজিল্যান্ড) ও শন জর্জ (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডিন্দ্রা ডটিন (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

১৩ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
দক্ষিণ আফ্রিকা  
২২৭/৮ (৫০ ওভার)
  শ্রীলঙ্কা
১১৭ (৩৬.৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা মহিলা দল ১১০ রানে বিজয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: গ্রিগোরি ব্রাথওয়েত (ওয়েস্ট ইন্ডিজ) ও চেত্তিথোদি শামসুদ্দিন (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেন ফন নাইকার্ক (দক্ষিণ আফ্রিকা)

১৩ ফেব্রুয়ারি, ২০১৩
১৪:৩০ (দিন/রাত)
প্রতিবেদন
ইংল্যান্ড  
২৬৬/৬ (৫০ ওভার)
  নিউজিল্যান্ড
২৫১/৯ (৫০ ওভার)
সারাহ টেলর ৮৮ (৭৯)
লুসি দুলন ২/২৫ (৬ ওভার)
অ্যামি সতীর্থইতে ১০৩ (১২৬)
হলি কলভিন ৩/৩৮ (১০ ওভার)
  • ইংল্যান্ড মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

প্লে-অফ

সম্পাদনা

৩য় স্থান নির্ধারণী ম্যাচ

সম্পাদনা
১৫ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
নিউজিল্যান্ড  
২২০/৮ (৫০ ওভার)
  ইংল্যান্ড
২২২/৬ (৪৭ ওভার)
শার্লত এডওয়ার্ডস ১০৬* (১২১)
লুসি দুলন ৩/৫০ (১০ ওভার)
ইংল্যান্ড মহিলা দল ৪ উইকেটে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও বিনীত কুলকার্নি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: শার্লত এডওয়ার্ডস (ইংল্যান্ড)
  • ইংল্যান্ড মহিলা দল টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়

৫ম স্থান নির্ধারণী ম্যাচ

সম্পাদনা
১৫ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:৩০
প্রতিবেদন
শ্রীলঙ্কা  
২৪৪/৭ (৫০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৫৬ (৪০.১ ওভার)
শ্রীলঙ্কা মহিলা দল ৮৮ রানে বিজয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: গ্রিগোরি ব্রাদওয়েত (ওয়েস্ট ইন্ডিজ) ও সারিকা প্রসাদ (সিঙ্গাপুর)
ম্যাচ সেরা খেলোয়াড়: শশীকলা সিরিবর্ধনে (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

৭ম স্থান নির্ধারণী ম্যাচ

সম্পাদনা
৭ ফেব্রুয়ারি, ২০১৩
০৯:০০
প্রতিবেদন
পাকিস্তান  
১৯২/৭ (৫০ ওভার)
  ভারত
১৯৫/৪ (৪৬ ওভার)
নিদা দার ৬৮* (৮৩)
নাগার্জন নিরঞ্জনা ৩/৩৫ (১০ ওভার)
মিতালী রাজ ১০৩* (১৪১)
কানিতা জলিল ১/১৯ (৬ ওভার)
ভারতীয় মহিলা দল ৬ উইকেটে বিজয়ী
বড়বাটি স্টেডিয়াম, কটক
আম্পায়ার: গ্রিগোরি ব্রাদওয়েত (ওয়েস্ট ইন্ডিজ) ও ইয়ান রামাগে (স্কটল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মিথালি রাজ (ভারত)
  • পাকিস্তান মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

ফাইনাল

সম্পাদনা
১৭ ফেব্রুয়ারি, ২০১৩
১৪:৩০ (দিন/রাত)
প্রতিবেদন
অস্ট্রেলিয়া  
২৫৯/৭ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৪৫ (৪৩.১ ওভার)
অস্ট্রেলিয়া মহিলা দল ১১৪ রানে বিজয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: শন জর্জ (দক্ষিণ আফ্রিকা) ও বিনীত কুলকার্নি (ভারত)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেস ক্যামেরন (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া মহিলা দল টসে জয়ী হয়ে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়

চূড়ান্ত অবস্থান

সম্পাদনা
অবস্থান দলের নাম পরিসংখ্যান
১ম   অস্ট্রেলিয়া ৬-১
২য়   ওয়েস্ট ইন্ডিজ ৪-৩
৩য়   ইংল্যান্ড ৫-২
৪র্থ   নিউজিল্যান্ড ৩-৪
৫ম   শ্রীলঙ্কা ৩-৪
৬ষ্ঠ   দক্ষিণ আফ্রিকা ২-৫
৭ম   ভারত ২-২
৮ম   পাকিস্তান ০-৪
অবস্থানজনিত কারণে ছকে রঙের বিন্যাস
শীর্ষ চার দল ২০১৭ মহিলা ক্রিকেট বিশ্বকাপে অংশ নেয়ার যোগ্যতা অর্জন করেছে

পরিসংখ্যান

সম্পাদনা
সর্বাপেক্ষা সফল খেলোয়াড়
অবস্থান সর্বাধিক রান সর্বাধিক উইকেট
ব্যাটসম্যানের নাম রান বোলারের নাম উইকেট
১ম   সুজি বেটস ৪০৭   অ্যানিয়া শ্রাবসোল ১৩
২য়   স্তাফানি টেলর ৩০৯   মেগান শুট ১৩
৩য়   শার্লত এডওয়ার্ডস ২৯২   সিয়ান রাক ১২
৪র্থ   দীপিকা রসাঙ্গিকা ২৩৬   ক্যাথারিন ব্রুন্ট ১২
৫ম   র‌্যাচেল হেইন্স ২২১   অ্যারেন ব্রিন্ডল ১১

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "India to host 2013 Women's Cricket World Cup"। ১৯ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১১ 
  2. "'Women's Cricket World' book launch"The Times of India। ১৯ ফেব্রুয়ারি ২০১১। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১১ 
  3. "WWC 2013: Australia are champions of the world"। Wisden India। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১৩ 
  4. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৩ 
  5. "WWCQ Official Media Guide" (পিডিএফ)ICC। ১২ নভেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১১