২০২২–২৩-এ বাংলাদেশী ফুটবল
২০২২–২৩-এ বাংলাদেশী ফুটবল মৌসুমের একটি সারসংক্ষেপ উপস্থাপন করে, যা দেশের প্রতিযোগিতামূলক ফুটবলের ৫১তম মৌসুম। [১]
মৌসুম | ২০২২–২৩ |
---|---|
পুরুষদের ফুটবল | |
বিপিএল | বসুন্ধরা কিংস |
বিসিএল | ব্রাদার্স ইউনিয়ন |
১ম বিভাগ | TBD |
২য় বিভাগ | TBD |
৫ম বিভাগ | চকবাজার কিংস |
ফেডারেশন কাপ | ঢাকা মোহামেডান |
স্বাধীনতা কাপ | বসুন্ধরা কিংস |
মহিলাদের ফুটবল | |
বিডাব্লিউএফএল | ব্রাদার্স ইউনিয়ন |
← ২০২১–২২ ২০২৩–২৪ → |
বাংলাদেশ প্রিমিয়ার লিগ
সম্পাদনালিগ শুরু হবে ৯ ডিসেম্বর ২০২২ এবং শেষ হবে ২২ জুলাই ২০২৩। বসুন্ধরা কিংস চতুর্থ বারের মতো শিরোপা জিতেছে।
- ২০২২–২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগের টেবিল
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস (C, Q) | ২০ | ১৮ | ১ | ১ | ৫১ | ১৩ | +৩৮ | ৫৫ | ২০২৪ এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ রাউন্ড এর জন্য যোগ্যতা অর্জন |
২ | ঢাকা আবাহনী | ২০ | ১২ | ৪ | ৪ | ৪৫ | ১৮ | +২৭ | ৪০ | ২০২৪ এএফসি কাপের প্লে-অফ রাউন্ড এর জন্য যোগ্যতা অর্জন |
৩ | বাংলাদেশ পুলিশ এফসি | ২০ | ১০ | ৫ | ৫ | ৩৯ | ২১ | +১৮ | ৩৫ | |
৪ | ঢাকা মোহামেডান (X) | ২০ | ৯ | ৫ | ৬ | ৩৮ | ২১ | +১৭ | ৩২ | |
৫ | শেখ রাসেল | ২০ | ৮ | ৬ | ৬ | ৩৩ | ৩০ | +৩ | ৩০ | |
৬ | শেখ জামাল | ২০ | ৫ | ৯ | ৬ | ২৫ | ৩২ | −৭ | ২৪ | |
৭ | ফর্টিস এফসি | ২০ | ৫ | ৮ | ৭ | ২৩ | ২৫ | −২ | ২৩ | |
৮ | চট্টগ্রাম আবাহনী | ২০ | ৪ | ৯ | ৭ | ২৬ | ৩৫ | −৯ | ২১ | |
৯ | রহমতগঞ্জ এমএফএস | ২০ | ৪ | ৭ | ৯ | ১৫ | ৩১ | −১৬ | ১৯ | |
১০ | মুক্তিযোদ্ধা সংসদ (R) | ২০ | ৪ | ৩ | ১৩ | ১৯ | ৪২ | −২৩ | ১৫ | বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত |
১১ | এএফসি উত্তরা (R) | ২০ | ০ | ৫ | ১৫ | ১০ | ৫৬ | −৪৬ | ৫ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল।
(C) চ্যাম্পিয়ন; (Q) এএফসি প্রতিযোগিতার জন্য যোগ্যতা অর্জন করেছিলেন; (R) অবনমিত; (X) এএফসি কাপের প্লে-অফ রাউন্ডে জায়গা নিশ্চিত করেছিলেন।
মহিলা ফুটবল
সম্পাদনালিগটি ১৫ই নভেম্বর ২০২২ সালে শুরু হয়েছিল এবং ৩১শে ডিসেম্বর ২০২২ শেষ হয়। বসুন্ধরা কিংস মহিলা ৩য় বারের মতো শিরোপা জিতেছে।
- ২০২১-২২ সালের বাংলাদেশ মহিলা ফুটবল লিগের টেবল
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস | ১১ | ১১ | ০ | ০ | ১০০ | ১ | +৯৯ | ৩৩ | চ্যাম্পিয়ন |
২ | এআরবি কলেজ এসসি | ১১ | ১০ | ০ | ১ | ৭১ | ৫ | +৬৬ | ৩০ | রানার-আপ |
৩ | উত্তরা এফসি মহিলা | ১১ | ৭ | ২ | ২ | ২৫ | ৭ | +১৮ | ২৩ | |
৪ | সিরাজ স্মৃতি সংসদ | ১১ | ৬ | ১ | ৪ | ২৯ | ১৫ | +১৪ | ১৯ | |
৫ | বরিশাল ফুটবল একাডেমী | ১১ | ৫ | ০ | ৬ | ২৪ | ১৮ | +৬ | ১৫ | |
৬ | নাসরিন স্পোর্টিং ক্লাব | ১১ | ৪ | ৩ | ৪ | ১৮ | ৩৯ | −২১ | ১৫ | |
৭ | কুমিল্লা ইউনাইটেড | ১১ | ৩ | ৪ | ৪ | ১২ | ২৬ | −১৪ | ১৩ | |
৮ | সদ্যপুষ্কুরীনি যুব এসসি | ১১ | ৪ | ১ | ৬ | ১৭ | ৩৩ | −১৬ | ১৩ | |
৯ | জামালপুর কাচারিপাড়া একাদশ | ১১ | ৪ | ১ | ৬ | ১২ | ৩৮ | −২৬ | ১৩ | |
১০ | এফসি ব্রাহ্মণবাড়িয়া | ১১ | ৩ | ২ | ৬ | ১৫ | ৪৭ | −৩২ | ১১ | |
১১ | ঢাকা রেঞ্জার্স এফসি | ১১ | ১ | ২ | ৮ | ৬ | ৪৭ | −৪১ | ৫ | |
১২ | ফরাশগঞ্জ এসসি মহিলা | ১১ | ০ | ০ | ১১ | ২ | ৫৫ | −৫৩ | ০ |
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
সম্পাদনালিগটি ১২ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হয়ে ১৯ এপ্রিল ২০২৩ শেষ হয়। ব্রাদার্স ইউনিয়ন ১ম বারের মতো শিরোপা জিতেছে।
দল | অবস্থান |
---|---|
ব্রাদার্স ইউনিয়ন | (গোপীবাগ), ঢাকা |
বাফুফে এলিট একাডেমি | (মতিঝিল), ঢাকা |
ফর্টিস এফসি একাডেমি | (বাড্ডা), ঢাকা |
গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব | গোপালগঞ্জ |
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব | (মতিঝিল), ঢাকা |
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব | (মতিঝিল), ঢাকা |
স্বাধীনতা ক্রীড়া সংঘ | ঢাকা |
লিটল ফ্রেন্ডস ক্লাব | (গোপীবাগ), ঢাকা |
নোফেল স্পোর্টিং ক্লাব | নোয়াখালী |
উত্তরা এফসি | (উত্তরা), ঢাকা |
ওয়ারী ক্লাব | (মতিঝিল), ঢাকা |
- ২০২২–২৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের টেবিল
অব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | বিপিএল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ব্রাদার্স ইউনিয়ন (C, P) | ২০ | ১৬ | ৩ | ১ | ৩০ | ৬ | +২৪ | ৫১ | যোগ্যতা অর্জন করে ২০২৩–২৪ বিপিএল |
২ | বাফুফে এলিট ফুটবল একাডেমি | ২০ | ১৫ | ১ | ৪ | ৪৭ | ১৭ | +৩০ | ৪৬ | |
৩ | গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব (P) | ২০ | ১১ | ১ | ৮ | ৩৩ | ২৭ | +৬ | ৩৪ | যোগ্যতা অর্জন করে ২০২৩–২৪ বিপিএল |
৪ | ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব | ২০ | ৮ | ৫ | ৭ | ২২ | ২৪ | −২ | ২৯ | |
৫ | নোফেল স্পোর্টিং ক্লাব | ২০ | ৬ | ৭ | ৭ | ২৬ | ২৫ | +১ | ২৫ | |
৬ | ওয়ারী ক্লাব ঢাকা | ২০ | ৬ | ৭ | ৭ | ২২ | ২৪ | −২ | ২৫ | |
৭ | ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব | ২০ | ৬ | ৬ | ৮ | ২৬ | ২৭ | −১ | ২৪ | |
৮ | ফর্টিস এফসি একাডেমি | ২০ | ৫ | ৭ | ৮ | ১৬ | ২২ | −৬ | ২২ | |
৯ | উত্তরা এফসি | ২০ | ৫ | ৫ | ১০ | ১৬ | ২৩ | −৭ | ২০ | |
১০ | স্বাধীনতা ক্রীড়া সংঘ (R) | ২০ | ৫ | ৪ | ১১ | ২০ | ৩৪ | −১৪ | ১৯ | অবনমন সিনিয়র ডিভিশন ফুটবল লিগ |
১১ | লিটল ফ্রেন্ডস ক্লাব (R) | ২০ | ৩ | ২ | ১৫ | ১১ | ৪০ | −২৯ | ১১ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) লক্ষ্য পার্থক্য; ৩) গোল পার্থক্য;
(C) চ্যাম্পিয়ন; (P) উন্নীত; (R) অবনমিত।
কাপ
সম্পাদনাফেডারেশন কাপ (বাংলাদেশ)
সম্পাদনাটুর্নামেন্টটি ২০ ডিসেম্বর ২০২২ থেকে ৩০ মে ২০২৩ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এই টুর্নামেন্টে মোট ১১টি দল প্রতিদ্বন্দ্বিতা করছিল।
ফাইনালে ঢাকা মোহামেডান ঢাকা আবাহনীকে ৪–৪ গোলে সমতা হওয়ার পর ট্রাইবেকারে ৪–২ গোলে ব্যবধানে পরাজিত করে এবং ঢাকা মোহামেডান ফেডারেশন কাপের আসরের ১১তম শিরোপা বিজয়ী হয়।
ঢাকা মোহামেডান এই ম্যাচের জয় ফলে ২০২৪-২৫ এএফসি কাপ এর বাছাইপর্বের প্লে-অফ খেলার যোগ্যতা অর্জন করেছিল।
- বন্ধনী
কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||
৪ এপ্রিল –মুন্সীগঞ্জ | ||||||||||
বসুন্ধরা কিংস | ৩ | |||||||||
৯ মে –গোপালগঞ্জ | ||||||||||
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ১ | |||||||||
বসুন্ধরা কিংস | ১ | |||||||||
১৮ এপ্রিল –কুমিল্লা | ||||||||||
ঢাকা মোহামেডান | ২ | |||||||||
ঢাকা মোহামেডান | ৪ | |||||||||
৩০ মে -কুমিল্লা | ||||||||||
চট্টগ্রাম আবাহনী | ১ | |||||||||
ঢাকা মোহামেডান (পে.) | ৪ (৪) | |||||||||
১১ এপ্রিল –গোপালগঞ্জ | ||||||||||
ঢাকা আবাহনী | ৪ (২) | |||||||||
ঢাকা আবাহনী | ১ | |||||||||
১৬ মে –কুমিল্লা | ||||||||||
শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ০ | |||||||||
ঢাকা আবাহনী | ৩ | |||||||||
২ মে –মুন্সীগঞ্জ | ||||||||||
শেখ রাসেল ক্রীড়া চক্র | ০
| তৃতীয় স্থান | ||||||||
শেখ রাসেল ক্রীড়া চক্র | ১ | |||||||||
২৩ মে -গোপালগঞ্জ | ||||||||||
রহমতগঞ্জ এমএফএস | ০ | |||||||||
বসুন্ধরা কিংস | ২ | |||||||||
শেখ রাসেল ক্রীড়া চক্র | ১ | |||||||||
- ফাইনাল ম্যাচ
ঢাকা মোহামেডান | ৪–৪ (অ.স.প.) | ঢাকা আবাহনী |
---|---|---|
|
প্রতিবেদন |
|
পেনাল্টি | ||
৪–২ |
স্বাধীনতা কাপ (বাংলাদেশ)
সম্পাদনাটুর্নামেন্টটি ১৩ নভেম্বর থেকে ০৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।
এটি স্বাধীনতা কাপের ১২তম সংস্করণ আসর। [২] টুর্নামেন্টে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করে যার মধ্যে দুটি বাছাই পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। [৩] [৪]
ফাইনালে বসুন্ধরা কিংস শেখ রাসেলকে ২–২ গোলে সমতা হওয়ার পর ট্রাইবেকারে ৪–১ গোলে ব্যবধানে পরাজিত করে এবং বসুন্ধরা কিংস স্বাধীনতা কাপের আসরের দ্বিতীয় শিরোপা বিজয়ী হয়।
- টুর্নামেন্টে নিম্নলিখিত মোট ১৮টি দল বাছাই পর্বসহ প্রতিদ্বন্দ্বিতা করে ।
- বাংলাদেশ প্রিমিয়ার লিগের থেকে দল
অংশগ্রহণকারী দল |
---|
এএফসি উত্তরা |
পুলিশ এফসি |
বসুন্ধরা কিংস |
চট্টগ্রাম আবাহনী |
ঢাকা আবাহনী |
মোহামেডান |
ফর্টিস |
মুক্তিযোদ্ধা |
রহমতগঞ্জ |
শেখ রাসেল |
শেখ জামাল |
অংশগ্রহণকারী দল |
---|
ফকিরেরপুল |
বাফুফে এলিট একাডেমি |
উত্তরা এফসি |
লিটল ফ্রেন্ডস ক্লাব |
অংশগ্রহণকারী দল |
---|
নৌবাহিনীর ফুটবল দল |
বিমান বাহিনী ফুটবল দল |
সেনাবাহিনী ফুটবল দল |
- বন্ধনী
কোয়ার্টার-ফাইনাল | সেমি-ফাইনাল | ফাইনাল | ||||||||
২৬ নভেম্বর – কুমিল্লা | ||||||||||
শেখ রাসেল | ১ | |||||||||
৩০ নভেম্বর – মুন্সীগঞ্জ | ||||||||||
চট্টগ্রাম আবাহনী | ০ | |||||||||
শেখ রাসেল | ৩ | |||||||||
২৭ নভেম্বর – গোপালগঞ্জ | ||||||||||
ঢাকা আবাহনী | ২ | |||||||||
ঢাকা আবাহনী(অ.স.প.) | ২ | |||||||||
৫ ডিসেম্বর – কুমিল্লা | ||||||||||
শেখ জামাল | ১ | |||||||||
শেখ রাসেল | ২ (১) | |||||||||
২৬ নভেম্বর – মুন্সীগঞ্জ | ||||||||||
বসুন্ধরা কিংস (পে.) | ২ (৪) | |||||||||
বসুন্ধরা কিংস | ২ | |||||||||
১ ডিসেম্বর – গোপালগঞ্জ | ||||||||||
ঢাকা মোহামেডান | ০ | |||||||||
বসুন্ধরা কিংস | ৩ | |||||||||
২৭ নভেম্বর – কুমিল্লা | ||||||||||
বাংলাদেশ পুলিশ | ১ | তৃতীয় স্থান | ||||||||
বাংলাদেশ পুলিশ(অ.স.প.) | ৫ | |||||||||
৪ ডিসেম্বর – মুন্সীগঞ্জ | ||||||||||
মুক্তিযোদ্ধা সংসদ | ৪ | |||||||||
ঢাকা আবাহনী | ৪ | |||||||||
বাংলাদেশ পুলিশ | ১ | |||||||||
- ফাইনাল
শেখ রাসেল | ২–২ (অ.স.প.) | বসুন্ধরা কিংস |
---|---|---|
প্রতিবেদন | ||
পেনাল্টি | ||
১–৪ |
বাংলাদেশ সুপার কাপ
সম্পাদনাটুর্নামেন্টটি ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে।
এই আসরে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের ২০২১–২২ মৌসুমের শীর্ষ চারটি দল সরাসরি অংশগ্রহণ করবে, অন্যদিকে বাকি দুইটি দল বাছাইপর্বের মাধ্যমে উত্তীর্ণ হবে।[৫]
অংশগ্রহণকারী দল |
---|
বসুন্ধরা কিংস |
ঢাকা আবাহনী |
সাইফ |
শেখ জামাল |
অনির্ধারিত |
অনির্ধারিত |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইউরোপের আদলে বাংলাদেশের ফুটবলের সূচি"। Daily Prothom Alo। ২২ আগস্ট ২০২২। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "লিগ কমিটির দায়িত্ব নিয়েই চমকের ইঙ্গিত সালাউদ্দিনের!"। Offside Desk। ২৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ "BFF drops controversial venue for next season"। The Daily Star। ২৬ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২।
- ↑ রিপোর্টার, স্পোর্টস। "একই সঙ্গে লিগ, ফেডারেশন কাপ"। DailyInqilabOnline (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-১০-২৩।
- ↑ Reporter, Sports (সেপ্টেম্বর ২৬, ২০২২)। "BFF drops controversial venue for next season"। The Daily Star।