রহমতগঞ্জ এমএফএস
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি একটি ঢাকা ভিত্তিক বাংলাদেশী ফুটবল ক্লাব।১৯৩৩ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি বর্তমানে দেশের সর্বোচ্চ স্তরের লিগে খেলছে।
পূর্ণ নাম | রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি |
---|---|
প্রতিষ্ঠিত | ১৯৩৩ |
মাঠ | বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম |
ধারণক্ষমতা | ৩৬,০০০ |
লিগ | বাংলাদেশ প্রিমিয়ার লীগ (ফুটবল) |
২০২১ | ৮ম |
বর্তমান খেলোয়াড়
সম্পাদনা- ২৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
কোচিং স্টাফ
সম্পাদনাডিসেম্বর ২০২০ অনুযায়ী
অবস্থান | নাম |
---|---|
প্রধান কোচ | কামাল বাবু |
সহকারী প্রশিক্ষক | তাজু |
ক্রীড়া বিজ্ঞানের প্রধান ড | জোসেফ রোনাল্ড ডি'অ্যাঞ্জেলাস |
গোলরক্ষক কোচ | শামসুজ্জামান ইউসুফ |
শার্ট স্পনসর
সম্পাদনাসময়কাল | কিট প্রস্তুতকারক | শার্ট স্পন্সর |
---|---|---|
২০১৪-বর্তমান | কোনোটিই নয় | টাইগার সিমেন্ট[১] |
দলের রেকর্ড
সম্পাদনাপ্রধান কোচের রেকর্ড
সম্পাদনা- ৩১ জানুয়ারি ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
প্রধান কোচ | থেকে | প্রতি | অংশগ্রহণ | জয় | ড্র | হার | গোল পক্ষে | গোল বিপক্ষে | জয়ের শতকরা/% |
---|---|---|---|---|---|---|---|---|---|
সৈয়দ গোলাম জিলানী | ১০ ফেব্রুয়ারি ২০১৭ | বর্তমান | ৮৪ | ২০ | ২৬ | ৩৮ | ১০৭ | ১৪৭ | ২৩.৮১ |
অর্জন
সম্পাদনা- বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ : ২০১৪
- ঢাকা লিগ
- রানার্স-আপ (১): ১৯৭৭
- বাংলাদেশ ফেডারেশন কাপ
- রানার্স-আপ (১,): ২০১৯-২০
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Tiger cement boost for Rahmatganj"। Dhaka Tribune। ২০১৪-০৪-১৭। সংগ্রহের তারিখ ২০১৯-১২-৩১।