ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ ( ইংরেজি: Dhaka Second Division Football League) বাংলাদেশের চতুর্থ স্তরের ফুটবল লীগ এবং ঢাকার দ্বিতীয় সর্বোচ্চ লীগ বিভাগ।[২] লীগটি আনুষ্ঠানিকভাবে ১৯৪৮ সালে ঢাকা লিগর দ্বিতীয় স্তর হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যখন বাংলাদেশ তখনও পাকিস্তানের নিয়ন্ত্রণে ছিল।

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ
স্থাপিত১৯৪৮; ৭৬ বছর আগে (1948)[১]
প্রথম মৌসুম১৯৪৮
দেশবাংলাদেশ বাংলাদেশ
কনফেডারেশনএএফসি
দলের সংখ্যা১৮
লিগের স্তর২ (১৯৪৮–১৯৯২)
৩ (১৯৯৩–২০১১)
৪ (২০১২–বর্তমান)
উন্নীতঢাকা লিগ
অবনমিতঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগ
বর্তমান চ্যাম্পিয়নসাইফ স্পোর্টিং ক্লাব যুব দল
সর্বাধিক শিরোপাঅজানা
সম্প্রচারকবাংলাদেশ ফুটবল ফেডারেশন
(ফেসবুক এবং ইউটিউব
ওয়েবসাইটbff.com.bd
২০২১–২২ ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ

১৯৯২ সাল পর্যন্ত এটি ছিল বাংলাদেশী ফুটবলের দ্বিতীয় স্তর, যা ১৯৯৩ সালে বর্তমানে বিলুপ্ত ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগ দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। ২০১২ সালে লিগটি দেশের চতুর্থ স্তরে পরিণত হয়। সুপার লিগের রাউন্ডে শীর্ষস্থানীয় দুটি দল স্বয়ংক্রিয়ভাবে ঢাকা সিনিয়র ডিভিশন লিগে (পূর্বে ঢাকা লীগ) উন্নীত হয়।[৩][৪]

লিগটি দেশের আধা-পেশাদার ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ বিভাগ এবং এটি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) তত্ত্বাবধানে ঢাকা মেট্রোপলিশন ফুটবল কমিটি দ্বারা পরিচালিত হয়।[৫]

ইতিহাস সম্পাদনা

  • ঢাকা ফুটবল লিগ ব্যবস্থা, যা একটি দ্বিতীয় বিভাগ অন্তর্ভুক্ত করে, বেঙ্গল প্রেসিডেন্সিতে ১৯১৫ সাল থেকে শুরু হয়।
  • ১৯৪৮ সালে ঢাকা স্পোর্টিং অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত ত্রি-স্তরীয় ফুটবল লীগ ব্যবস্থা পূর্ববঙ্গে আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়। ঢাকা দ্বিতীয় বিভাগ লিগ ঢাকা লিগের নিচে এবং ঢাকা তৃতীয় বিভাগ লিগের উপরে অবস্থিত দ্বিতীয় স্তরের লীগ হিসেবে কাজ করে।
  • ১৯৯৩ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন দ্বিতীয় স্তর হিসাবে ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগ চালু করে এবং ঢাকা লীগকে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ হিসাবে নামকরণ করে। এর অর্থ ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ বাংলাদেশের তৃতীয়-স্তরের লীগ এবং ঢাকার তৃতীয় সর্বোচ্চ লীগ বিভাগে পরিণত হয়েছে।[৬][৭]
  • ২০০৭ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রবর্তনের মাধ্যমে ঢাকার ফুটবল ব্যবস্থা আবার পরিবর্তিত হয়। ঢাকা প্রথম বিভাগ ফুটবল লীগকে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের সাথে একীভূত করা হয়, যা ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লীগ নামে পরিচিত দ্বিতীয় স্তর হিসেবে পুনরায় চালু করা হয়। যদিও ঢাকা দ্বিতীয় বিভাগ লিগ ঢাকার দ্বিতীয়-সর্বোচ্চ লীগ বিভাগ হিসাবে ফিরে আসে, তবে ২০১২ সালে দ্বিতীয়-স্তরের পেশাদার জাতীয় ফুটবল লীগ। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ, যা এটিকে চতুর্থ স্তরে পরিণত করা পর্যন্ত এটি বাংলাদেশের তৃতীয়-স্তর ছিল। -বাংলাদেশী ফুটবলের স্তর যেখানে ঢাকা এবং দেশের আধা-পেশাদার ফুটবল উভয়েরই দ্বিতীয় সর্বোচ্চ বিভাগ।[৮]

বিন্যাস সম্পাদনা

২০২১–২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
  • ঢাকা থেকে ১৮টি ক্লাব লিগে অংশগ্রহণ করেন ।
  • ক্লাবগুলি ৯টি দলের দুটি গ্রুপে বিভক্ত ছিল।
  • প্রতিটি গ্রুপ থেকে পয়েন্টে টেবিলের প্রথম পাঁচটি স্থানে থাকা ক্লাবগুলো সুপার লিগের রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করে। যেখানে প্রতিটি গ্রুপের নীচে থাকা ক্লাবগুলিকে ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লীগে নামিয়ে দেওয়া হয়, যা বাংলাদেশী ফুটবলের পঞ্চম স্তর।
  • মোট ১০ টি দল সুপার লিগ তৈরি করে এবং একটি একক রাউন্ড লিগে প্রতিদ্বন্দ্বিতা করে, বিজয়ী এবং রানার্স আপদের ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগের পরবর্তী সংস্করণে উন্নীত করা হয়।

দলে গঠন সম্পাদনা

স্তর

লীগ/বিভাগ

বাংলাদেশ প্রিমিয়ার লিগ১১ টি ক্লাব - ২ টি রেলিগেশন

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ১১টি ক্লাব - ২টি প্রচার, ২টি রিলিগেশন

ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগ১৪টি ক্লাব - ২টি প্রচার, ৩টি রিলিগেশন

ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ১৮টি ক্লাব, ২টি গ্রুপে বিভক্ত – ৩টি প্রচার, ৩টি রিলিগেশন৷

ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লীগ১৮টি ক্লাব, ২টি গ্রুপে বিভক্ত – ৫টি প্রমোশন, ২টি রিলিগেশন

বাংলাদেশ পাইওনিয়ার ফুটবল লীগসীমাহীন সংখ্যক ক্লাব - ৪ টি প্রচার

চ্যাম্পিয়নস সম্পাদনা

দ্বিতীয় স্তরের লীগ: ১৯৪৮-১৯৯২ সম্পাদনা

মৌসম চ্যাম্পিয়ন রানার্স আপ উন্নীত রেফ.
১৯৫১ ফায়ার সার্ভিস এসসিআজাদ স্পোর্টিং ক্লাব কোনোটিই নয় [৯]
১৯৫৭ PWD কোনোটিই নয় [১০]
1964 রহমতগঞ্জ এমএফএস কোনোটিই নয় [১১]
1965 ইপিআইডিসি কোনোটিই নয় [১২]
1967 ইস্ট এন্ড ক্লাব কোনোটিই নয় [৯]
1968 দিলকুশা এসসি কোনোটিই নয় [১৩]
1969 পাকিস্তান স্পোর্টিং কোনোটিই নয় [৯]
1870 ইকবাল স্পোর্টিং ক্লাব কোনোটিই নয় [১৪]
1971 অনুষ্ঠিত হয়নি
1972 সম্পন্ন না
1973 বিআরটিসি ফুটবল ক্লাব কোনোটিই নয় [১৫]
1974 ব্রাদার্স ইউনিয়ন কোনোটিই নয় [১৬]
1975 শান্তিনগর ক্লাব কোনোটিই নয় [১৫]
1976 সাধারন বিমা সিএসসি কোনোটিই নয় [১৫]
1977 ফায়ার সার্ভিস এসসি কোনোটিই নয় [১৫]
1978 ধানমন্ডি ক্লাব কোনোটিই নয় [১৫]
1979 আরামবাগ কে.এস কোনোটিই নয় [১৫]
1980 ফরাশগঞ্জ এসসি কোনোটিই নয় [১৫]
1981 অনুষ্ঠিত হয়নি [১৫]
1982 বিআরটিসি ফুটবল ক্লাব কোনোটিই নয় [১৭]
1983 মুক্তিযোদ্ধা এসকেসি কোনোটিই নয় [১৮]
1984 বিপিডব্লিউডি কোনোটিই নয় [১৯]
1985 মিরপুর চলন্তিকা কে.সি কোনোটিই নয় [২০]
1986 আদমজী জুট মিলস কোনোটিই নয় [২১]
1987 ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাব অগ্রণী ব্যাংক লি. এসসি [২২]
1988-89 দল বিজেএমসি ওয়ারী ক্লাব [২৩]
1989-90 অজানা
1991-92

তৃতীয় স্তরের লীগ: 1993-2011 সম্পাদনা

মৌসম চ্যাম্পিয়ন রানার্স আপ উন্নীত রেফ.
1997-98 প্রান্তিক কেসি মুসলিম ইনস্টিটিউট [২৪][২৫]
1999 অজানা সাধারন বিমা এসসি
বিপিডব্লিউডি
[২৬]
2000 অনুষ্ঠিত হয়নি
2001 অনুষ্ঠিত হয়নি
2002 ইস্ট এন্ড ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব [২৭]
2003 মহাখালী একাদশ দিপালী যুব সংঘ [২৮]
2004 অঘোষিত [২৯]
2006-07 অনুষ্ঠিত হয়নি
2008 উত্তর বারিধারা ক্লাব টিএন্ডটি ক্লাব মতিঝিল [৩০]

চতুর্থ স্তরের লীগ: 2012-বর্তমান সম্পাদনা

মৌসম রক্ষক রানার্স আপ উন্নীত তৃতীয় স্থানে উন্নীত রেফ.
2018-19 সোমাজ কল্যাণ কে এস মুগদা ইস্ট এন্ড ক্লাব দিলকুশা এসসি [৩১]
2020-21 বাংলাদেশে COVID-19 মহামারীর কারণে বাতিল করা হয়েছে [৩২]
2021-22 সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দল সিদ্দিকবাজার ঢাকা জুনিয়র এসসি কোনোটিই নয় [৩৩]

শীর্ষ স্কোরার সম্পাদনা

মৌসম খেলোয়ার ক্লাব গোল রেফ.
১৯৬৯ কাজী সালাহউদ্দিন দিলকুশা এসসি ১৪ [৩৪]
১৯৭৪ মোহাম্মদ মহসিন ব্রাদার্স ইউনিয়ন ২২ [৩৫]
১৯৮২ মনির হোসেন মনু বিআরটিসি ফুটবল ক্লাব ১৬ [১৭]
১৯৮৩ শাহিনুর কবির শিমুল মুক্তিযোদ্ধা এসকেসি ১৬ [৩৬]
১৯৮৬ মোহাম্মদ নোমান রায়ের বাজার এসি ১০ [৩৭]
১৯৮৭ মিজানুর রহমান মিজান ফকিরেরপুল ইয়ং মেনস ক্লাব [৩৮]
১৯৮৮-৮৯ তুষার বড়ুয়া দল বিজেএমসি [২৩]
২০২২-২২ সাইফুল্লাহ সরদার জাহিদ আহসান সোহেল কে.সি ১০ [৩৩]

ম্যাচ ফিক্সিং সম্পাদনা

২০১৭ সম্পাদনা

২০১৭ সালে ৮ জুন তারিখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ২০১৬-১৭ লিগের সময় ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার সংস্থা ছেড়ে দেয় কারণ উভয় ক্লাবই একটি নির্দিষ্ট ম্যাচ খেলার জন্য দোষী সাব্যস্ত হয়। তাদের উভয়কে ৫০০০০ টাকা জরিমানা করা হয়েছিল এবং ঢাকা ইউনাইটেড স্পোর্টস ক্লাবের তিনজন খেলোয়াড়কে ফিক্সড-ম্যাচে জড়িত থাকার কারণে বিভিন্ন মেয়াদে সাসপেন্ড করা হয়েছিল যার ফলে ফ্রেন্ডস সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন গেমটি জিতেছিল এবং এইভাবে নির্বাসন এড়াতে পেরেছিল।[৩৯]

২০২১-২২ সম্পাদনা

১০ নভেম্বর ২০২২ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিজি প্রেস স্পোর্টস এবং রিক্রিয়েশন ক্লাব এবং খিলগাঁও ফুটবল একাডেমি উভয়কেই ম্যাচ ফিক্সিংয়ের জন্য দোষী সাব্যস্ত করে। উভয় ক্লাবকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বিজি প্রেসের তিন পয়েন্ট কাটা হয়েছে, ক্লাবের সাধারণ সম্পাদক শিকদার মশিউর রহমান, প্রধান কোচ মোঃ দেলোয়ার হোসেন এবং দলের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম সরকারকে ছয় মাসের জন্য ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে। বিজি প্রেসের পাঁচ খেলোয়াড় সালমান রহমান, মোস্তাফিজুর রহমান, শাহিন আলম প্রান্ত, স্বাধীন বিশ্বাস ও মেহেদী হাসানকেও ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং মোঃ তানিস মিয়াকে তিন মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। খিলগাঁও ফুটবল একাডেমি ইতিমধ্যেই লীগ থেকে বহিষ্কৃত হয়েছে এবং ক্লাবের সভাপতি হাজী মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, প্রধান কোচ মোঃ হাবিবুর রহমান এবং টিম ম্যানেজার ফারুক আহমেদকে ছয় মাসের জন্য ফুটবল কার্যক্রমে অংশ নিতে নিষিদ্ধ করা হয়েছে।[৪০]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Alam, Dhrubo (১৬ জুলাই ২০১৮)। "Kick, Score, Scream! The History in of Football in Dhaka" 
  2. "Dhaka football returns to life"। NEWAGE। ৯ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০১৯ 
  3. "DMLFC promises regular leagues"। The Daily Star। ১০ জানুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০ 
  4. "Second division football to resume"। Dhaka Tribune। ২০ ডিসেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২০ 
  5. Reporter, Sports (১৯ জানুয়ারি ২০১২)। "Div-II football from Jan 22"The Daily Star 
  6. "Bangladesh - List of Champions"RSSSF 
  7. Pratidin, Bangladesh (১৪ ফেব্রুয়ারি ২০২২)। "ফুটবল লিগের ৫০ বছর"বাংলাদেশ প্রতিদিন 
  8. Reporter, Sports (জুলাই ১২, ২০১২)। "Thick on domestic, thin on international"The Daily Star 
  9. Dulal, Mahmud (২০২০)। খেলার মাঠে মুক্তিযুদ্ধ (অনু. Liberation war in the playground)। Bishhoshahitto Bhobon। আইএসবিএন 978-984-8218-31-0 
  10. "অফিস দোল পিডাবলুদি"www.facebook.com 
  11. "রহমতগঞ্জ এমএফএস ইতিহাস"www.facebook.com 
  12. "৭৯ এর লীগ শিরোপা বিজেইসি এর দখলে"www.facebook.com 
  13. "Dilkusha Sporting Club: Never very good"The Business Standard। ১ অক্টোবর ২০১৯। 
  14. আলম, মাসুদ। "আবাহনীর গৌরবযাত্রার প্রথম দিন"Prothomalo 
  15. "Second Division History 1973–1983"www.facebook.com 
  16. Blitz, Desk (২১ আগস্ট ২০২১)। "Bangladesh football, the glorious days of Brothers Union" 
  17. "'কোচ বললেন, তোর নাম দিলাম চিতাবাঘ' | কালের কণ্ঠ"Kalerkantho। এপ্রিল ২০, ২০১৮। 
  18. sun, daily। "Monem Munna remembered | Daily Sun |"daily sun। ৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২২ 
  19. "Bangladesh 1984"RSSSF 
  20. "চলে গেলেন ওস্তাদ আলমগীর"Newsbangla24 
  21. "Bangladesh 1986"RSSSF 
  22. "Bangladesh 1988/89"RSSSF 
  23. "বিহাজেমসি ও ওয়ারী আবার প্রথম বিভাগে"www.facebook.com 
  24. "Bangladesh 1997/98"RSSSF 
  25. "::Sport::15th Anniversary Special"archive.thedailystar.net 
  26. "Bangladesh 1999"RSSSF 
  27. "Bangladesh 2002"RSSSF 
  28. "Bangladesh Regional Competitions 2003/04"RSSSF 
  29. "Bangladesh Regional Competitions 2004/05"RSSSF 
  30. "Bangladesh 2007"RSSSF 
  31. "Samaj Kallyan Crowned Second Division Champion"Bangladesh Football Federation। ১৭ মে ২০১৯। ২০২০-০১-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০২১ 
  32. "BFF cancels football season"The Daily Star। ১৭ মে ২০২০। 
  33. "দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে চ্যাম্পিয়ন সাইফের যুবদল"Offside Desk। ২০ ডিসেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ২৪ ডিসেম্বর ২০২২ 
  34. "কাজী সালাউদ্দিন: বাংলাদেশের প্রথম সুপারস্টার"উৎপল শুভ্র :: Utp al Shuvro 
  35. জনকণ্ঠ, দৈনিক। "ব্রাদার্সে শুরু ব্রাদার্সেই শেষ"দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha 
  36. "মুক্তিযোদ্ধা সংসদ অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে প্রথম বিভাগ উঠলো"www.facebook.com 
  37. "আদমজী প্রথম বিভাঘ ফুটবলে এল"www.facebook.com 
  38. "দ্বিতীয় বিভাগ ফুটবল ফকিরেরপুল অপরাজিত চ্যাম্পিয়ন"www.facebook.com 
  39. Report, Star Online (জুন ৮, ২০১৭)। "Two Dhaka clubs relegated for match fixing"The Daily Star 
  40. Bangladesh, Offside (২০২২-১১-১০)। "দ্বিতীয় বিভাগ ফুটবলে ফিক্সিং প্রমানিত!"Offside Bangladesh। সংগ্রহের তারিখ ২০২২-১১-১১ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:AFC Fourth leagues