২০২২-২৩ ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগ

ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগের ৭ তম আসর।

২০২২-২৩ তৃতীয় বিভাগ ফুটবল লীগ হবে ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগের ৭ তম আসর। লিগটি ফেব্রুয়ারি ২০২২ থেকে টিবিসি থেকে শুরু হয়। লিগটিতে মোট ১৫টি ফুটবল ক্লাব অংশ নেবে। [১] [২]

ঢাকা তৃতীয় বিভাগ ফুটবল লিগ
মৌসুম২০২২–২৩
তারিখ১০ জুন ২০২৩ (বাংলাদেশ সময়)

আলমগীর সমাজ কল্যাণ কেএস বর্তমান চ্যাম্পিয়ন ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে। [৩]

অংশগ্রহণকারী ক্লাব সম্পাদনা

নিম্নলিখিত ১৫ টি দল লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে। নিন্মে সেগুলির নাম দেয়া হল:

দল লোকেশন
আসাদুজ্জামান ফুটবল একাডেমি মাগুরা
চাখবাজার কিংস (চকবাজার), ঢাকা
দিপালী যুব সংঘ ঢাকা
ইলিয়াস আহমদ চৌধুরী স্মৃতি সংঘ মাদারীপুর
এফসি বাহ্মনবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া
এফসি উত্তর বঙ্গ কুড়িগ্রাম
সবুজ কল্যাণ কেন্দ্র মুন্সীগঞ্জ Munshiganj
লালবাগ স্পোর্টিং ক্লাব (লালবাগ), ঢাকা
রেইনবো অ্যাথলেটিক ক্লাব ঢাকা
শান্তিনগর ক্লাব (শান্তিনগর), ঢাাক
স্কাইলার্ক ফুটবল ক্লাব (পল্টন), ঢাকা
মুসলিম ইনস্টিটিউট ঢাকা
টাঙ্গাইল ফুটবল একাডেমি টাঙ্গাইল
উত্তরা ফ্রেন্ডস ক্লাব (উত্তরা),ঢাকা
ওয়াজেদ মিয়া ক্রীড়া চক্র রংপুর

মাঠ সম্পাদনা

সবগুলো ম্যাচই হচ্ছে বাংলাদেশের ঢাকার বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম

ঢাকা
বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম
ধারণক্ষমতা: ২৫,০০০
 

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে তৃতীয় বিভাগ ফুটবল"www.shomoyeralo.com। ৩ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৩ 
  2. "ফেব্রুয়ারীতে মাঠে গড়াবে তৃতীয় বিভাগ ফুটবল"Offside Desk। ৩ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৩ 
  3. "তৃতীয় বিভাগ ফুটবল লীগে চ‍্যাম্পিয়ন হয়েছে আলমগীর সমাজ কল্যাণ ও ক্রীড়া সংসদ"www.dailysportsbd.com। ৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০২৩ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]