শান্তিনগর
ঢাকায় অবস্থিত একটি এলাকা
শান্তিনগর বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত একটি এলাকা।[১] এলাকাটি পল্টন থানাধীন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত। ঢাকা শহরের অন্যতম ব্যস্ততম অঞ্চল। এর পাশের অঞ্চলগুলি হলো বেইলি রোড, মগবাজার, পল্টন, রাজারবাগ এবং কাকরাইল। শান্তিনগরে প্রচুর দোকান, ঔষধ প্রস্তুতি ও ব্যবহার বিজ্ঞান, রেস্তোরাঁ ও সেলুন পাওয়া যাবে। [২][৩]
ইতিহাস ও বিবরণ
সম্পাদনা১৯৫২ সালে মোট সাড়ে সাত বিঘা জমির ওপর শান্তিনগর বাজার প্রতিষ্ঠিত হয়। শান্তিনগর বাজারের সামনে উন্মুক্ত স্থানে একটি সুপার মার্কেট দেওয়া হয়। বর্তমানে শান্তিনগর কাঁচাবাজরের মোট আয়তন পাঁচ বিঘা। কাঁচাবাজারের মধ্যে মোট দোকানের সংখ্যা রয়েছে ৫০০টি। আর সুপার মার্কেটে রয়েছে ১০৩টি দোকান। সব মিলিয়ে শান্তিনগর বাজারে ছয় শতাধিক দোকান রয়েছে।[৪]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "12kms [sic] flyover for Dhaka dwellers"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৬-০১। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২৯।
- ↑ "Water-logging in some areas hampers city cleaning"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৯-১৬। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২৯।
- ↑ "Flyover to open in 3 phases"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৩-২৯। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২৯।
- ↑ "শান্তিনগর বাজার ছড়িয়েছে ফুটপাতেও | কালের কণ্ঠ"। Kalerkantho। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-১১।
- ↑ "Green Bud School"। School&CollegeListings। সংগ্রহের তারিখ ২২ মে ২০১৮।