আজমপুর ফুটবল ক্লাব উত্তরা

আজমপুর ফুটবল ক্লাব উত্তরা (সাধারণত আজমপুর এফসি উত্তরা অথবা শুধুমাত্র এএফসি উত্তরা নামে পরিচিত) হচ্ছে ঢাকার উত্তরা ভিত্তিক একটি বাংলাদেশী পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বাংলাদেশের শীর্ষ স্তরের ফুটবল লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা করে।[] এই ক্লাবটি ২০১৫ সালের ১৯শে আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। ২৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট রফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়ামে এই দলটি তাদের হোম ম্যাচ আয়োজন করে থাকে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন শফিউর রহমান মনি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সাইদুর রহমান মানিক

এএফসি উত্তরা
পূর্ণ নামআজমপুর ফুটবল ক্লাব উত্তরা
প্রতিষ্ঠিত১৯ আগস্ট ২০১৫; ৯ বছর আগে (2015-08-19)
মাঠরফিক উদ্দীন ভূঁইয়া স্টেডিয়াম
ধারণক্ষমতা২৫,০০০
সভাপতিবাংলাদেশ সাইদুর রহমান মানিক
প্রধান কোচবাংলাদেশ আলি আসগর নাসির
লিগবাংলাদেশ প্রিমিয়ার লিগ
২০২১–২২২য় (উত্তীর্ণ)
বর্তমান মৌসুম

ইতিহাস

সম্পাদনা

প্রতিষ্ঠা

সম্পাদনা

২০০৯ সালে, বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন জমি ভাড়া নিয়ে আজমপুর রেললাইনের পাশে আজমপুর ক্লাব তৈরি করা হয়। ক্লাবটি উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৯ নম্বর রোডের শেষ প্রান্তে অবস্থিত। স্থানীয় ব্যবসায়ী শহিদুর রহমান মানিক ও মোঃ শাহাদাত হোসেনকে যথাক্রমে ক্লাবের সভাপতি ও সম্পাদক করা হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে প্রথম দশকে ক্লাবটি ঘরোয়া ফুটবলের অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।[]

২০১৮–১৯ মৌসুমে, ক্লাবটি বাংলাদেশী ফুটবলের চতুর্থ স্তর ২০১৮-১৯ ঢাকা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে অংশগ্রহণ করেছিল। যদিও আজমপুর ঢাকা লিগে উত্তীর্ণ হওয়ার জন্য জন্য আবশ্যক শীর্ষ তিন স্থানে অবস্থান করতে ব্যর্থ হয়েছিল, তবে ক্লাবটিকে দেশের দ্বিতীয় স্তরের লিগ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে সরাসরি উত্তীর্ণ করা হয়েছিল।

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ ও পদোন্নতি

সম্পাদনা

২০২১–২২ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের প্রস্তুতির জন্য, ক্লাবটি বাংলাদেশ জাতীয় দলের সাবেক আক্রমণভাগের খেলোয়াড় সাইফুর রহমান মনিকে প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছিল। যদিও ক্লাবটিকে তাদের সুযোগ-সুবিধার কারণে দ্বিতীয় স্তরে সরাসরি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, পরবর্তীকালে জানা গিয়েছে যে ক্লাব হাউসের অমানবিক জীবনযাত্রার মান ছিল, যেখানে দুটি কক্ষে ১৪–১৫ জন খেলোয়াড় বসবাস করতেন। বিসিএলে আজমপুরের উদ্বোধনী ম্যাচে ক্লাবটি ওয়ারী ক্লাবের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[]

২০২২ সালের ২৭শে মার্চ তারিখে, সাইফুর রহমান মনি প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং ক্লাবের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আরোপ করেন। মনি বলেছিলেন যে ক্লাবের সাথে তার শেষ দুটি খেলা, উত্তরা (১–২) এবং ফরাশগঞ্জের (৩–১) বিরুদ্ধে ম্যাচের ফলাফল পূর্বনির্ধারিত ছিল। অভিযোগগুলো প্রকাশ্যে আসার পর, নাম প্রকাশে অনিচ্ছুক আজমপুরের এক খেলোয়াড় প্রথম আলোয় দেওয়া সাক্ষাৎকারে ম্যাচ ফিক্সিংয়ের কথা স্বীকার করেন, অন্যদিকে মুক্তিযোদ্ধা সংসদের মধ্যমাঠের খেলোয়াড় সালাহউদ্দিন রুবেলও জড়িত ছিলেন বলে গুঞ্জন ওঠে। ক্লাবের খেলোয়াড়রা সালাহউদ্দিন রুবেলের বিরুদ্ধে অনুমতি ছাড়াই ক্লাবহাউসে প্রবেশের অভিযোগও করেন।

এই অভিযোগের পরবর্তী সময়ে মনোয়ার হোসেন ময়না, যিনি লিগ মৌসুমের নবম ম্যাচের দিন হতে নিয়োগ পেয়েছিলেন, তিনি ক্লাবটিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে উন্নীত করার জন্য গাইড করেছিলেন।[] প্রায় ৫ মাস তদন্তের পর, বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানায় যে ক্লাবটি কোনও নির্দিষ্ট ম্যাচের সাথে জড়িত ছিল না, একই সাথে তাদের ২০২২-২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়।[]

বর্তমান খেলোয়াড়

সম্পাদনা
২৭ ডিসেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।

টীকা: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফার যোগ্যতার নিয়মের অধীনে নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।

নং অবস্থান খেলোয়াড়
গো   জাহিদ হাসান রাব্বী
  আশিক আহমেদ
  জিন্টু মিয়া
  ইস্তেখারুল আলম শাকিল (অধিনায়ক)
  হোসে লুইস মোস্কেরা
  অনিক ঘোষ
  আলমগীর হোসেন অনিক
  আব্দুল্লাহ তোফায়েল
  লুকমান আদেফেমি
১০   সারোয়ার জামান নিপু
১১   মোহাম্মদ সোহেল
১২   ফাহিম আহমেদ
১৩   রাকিব সরকার
১৪   সালাউদ্দিন রুবেল
১৫   মেহেবুব হাসান নয়ন
১৭   মুজাহিদ হোসেন জয়
১৮   জায়েদ আহমেদ
১৯   আরমান ফয়সাল আকাশ
নং অবস্থান খেলোয়াড়
২০   নাইম উদ্দিন
২১   সুলতানবেক মমুনভ
২২ গো   আজাদ হোসেন
২৩   মাসুম মিয়া
২৪   জাহিদুল ইসলাম বাবু
২৫ গো   কামাল হোসেন টিটু
২৬   খোরশেদ আলম
২৭   সাগর মিয়া
২৮   আরমান সাদি
২৯   হৃদয় হোসেন
৩০ গো   মোহাম্মদ রাজিব
৪৪   এনজাও মিগেল লুতুম্বা
৫০   রিও নাকামুরা
৬৬   রায়হান আহমেদ
৭০   রোহিত সরকার
৭৭   শাহরিয়ার বাপ্পী
৮৮   সাকিব বেপারী

কর্মকর্তা

সম্পাদনা

বর্তমান প্রযুক্তিগত কর্মকর্তা

সম্পাদনা
৭ নভেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
অবস্থান কর্মকর্তা
প্রধান কোচ   আলি আসগর নাসির
সহকারী কোচ   মনোয়ার হোসেন ময়না

বোর্ড সদস্য

সম্পাদনা
জানুয়ারি ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
অবস্থান কর্মকর্তা
সভাপতি   সাইদুর রহমান মানিক
সহ-সভাপতি   ডি.এম. শামীম

প্রধান কোচের পরিসংখান

সম্পাদনা
২৭ জানুয়ারি ২০২৩ পর্যন্ত হালনাগাদকৃত।
কোচ যোগদান প্রস্থান পরিসংখান
ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা জয় %
  সাইফুর রহমান মনি ফেব্রুয়ারি ২০২২ ২৭ মার্চ ২০২২ ১০ +৬ ৩৭.৫০
  মনোয়ার হোসেন ময়না ২৮ মার্চ ২০২২ ২০ জুন ২০২২ ১৪ ২৪ ১০ +১৪ ৫৭.১৪
  আলি আসগর নাসির নভেম্বর ২০২২ ১১ ১০ ২৯ −২৬ ০০০.০০

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "প্রিমিয়ারে আজমপুর"দৈনিক নয়া দিগন্ত। ১২ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০২২ 
  2. ইসলাম, রাশেদুল (৬ এপ্রিল ২০২২)। "কেউ রেল লাইনের ধারে, কেউ অন্যের ঘরে"ঢাকা: দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৩ 
  3. "ফিক্সিং অভিযোগে ষড়যন্ত্র দেখছে আজমপুর ফুটবল ক্লাব"crimepatrolbd.com। ১৫ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৩ 
  4. Desk, Offside (৯ সেপ্টেম্বর ২০২২)। "সন্দেহ তালিকার শীর্ষে থাকা আজমপুর পুরোপুরি নির্দোষ!"