২০২২–২৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ১১ তম আসর
২০২২–২৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ হল ২০১২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের ১১ তম আসর। লিগে মোট ১২টি ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বিতা করছে। [১] [২]
মৌসুম | ২০২২-২৩ |
---|---|
তারিখ | ২১ ডিসেম্বর ২০২২–১৯ এপ্রিল ২০২৩ |
চ্যাম্পিয়ন | ব্রাদার্স ইউনিয়ন (১ম শিরোপা) |
উন্নীত | ব্রাদার্স ইউনিয়ন গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব |
অবনমন | লিটল ফ্রেন্ডস ক্লাব স্বাধীনতা ক্রীড়া সংঘ |
মোট খেলা | ১১০ |
মোট গোলসংখ্যা | ২৭০ (ম্যাচ প্রতি ২.৪৫টি) |
শীর্ষ গোলদাতা | ১৯টি গোল মিরাজুল ইসলাম (বাফুফে এলিট একাডেমি) |
সবচেয়ে বড় হোম জয় |
|
সর্বোচ্চ স্কোরিং | স্বাধীনতা ক্রীড়া সংঘ ৩–৪ গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব (৭ এপ্রিল ২০২৩) |
দীর্ঘতম টানা জয় | ব্রাদার্স ইউনিয়ন (৮টি ম্যাচ) |
দীর্ঘতম টানা অপরাজিত | ব্রাদার্স ইউনিয়ন (৯টি ম্যাচ) |
দীর্ঘতম টানা জয়বিহীন | স্বাধীনতা ক্রীড়া সংঘ (৫টি ম্যাচ) |
দীর্ঘতম টানা পরাজয় | স্বাধীনতা ক্রীড়া সংঘ (৫টি ম্যাচ) |
← ২০২১-২২ ২০২৩–২৪ →
সব পরিসংখ্যান ১৯ এপ্রিল ২০২৩ অনুযায়ী সঠিক। |
ফর্টিস এফসি আগের ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়ন। [৩]
দল পরিবর্তন
সম্পাদনানিম্নলিখিত দলগুলি আগের মৌসুম থেকে বিভাগ পরিবর্তন করেছে:
বিসিএলে
সম্পাদনাসরাসরি অংশগ্রহণ
বিপিএল থেকে অবনম
পুনরায় অংশগ্রহণ
- ব্রাদার্স ইউনিয়ন যারা ২০২১-২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরে নির্বাসিত হয়েছিল, তারা আগের সংস্করণ থেকে প্রত্যাহার করে এই মৌসুমে বিসিএলে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।[৫]
বিসিএল থেকে
সম্পাদনাবিপিএলে উন্নীত
ঢাকা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে অবনমিত
প্রত্যাহার
- অগ্রণী ব্যাংক লিমিটেড এসসি ২০২২-২৩ মৌসুম থেকে সমস্ত ধরনের ফুটবল কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।[৭]
ভেন্যু
সম্পাদনাসবগুলো ম্যাচই হবে ঢাকার বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে।
ঢাকা | |
---|---|
বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম | |
ক্ষমতা: ২৫,০০০ |
দলের অবস্থান
সম্পাদনাদল | অবস্থান |
---|---|
ব্রাদার্স ইউনিয়ন | (গোপীবাগ), ঢাকা |
বাফুফে এলিট একাডেমি | (মতিঝিল), ঢাকা |
ফর্টিস এফসি একাডেমি | (বাড্ডা), ঢাকা |
গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব | গোপালগঞ্জ |
ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব | (মতিঝিল), ঢাকা |
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব | (মতিঝিল), ঢাকা |
স্বাধীনতা ক্রীড়া সংঘ | ঢাকা |
লিটল ফ্রেন্ডস ক্লাব | (গোপীবাগ), ঢাকা |
নোফেল স্পোর্টিং ক্লাব | নোয়াখালী |
উত্তরা এফসি | (উত্তরা), ঢাকা |
ওয়ারী ক্লাব | (মতিঝিল), ঢাকা |
লিগ টেবিল
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | বিপিএল |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ব্রাদার্স ইউনিয়ন (C, P) | ২০ | ১৬ | ৩ | ১ | ৩০ | ৬ | +২৪ | ৫১ | যোগ্যতা অর্জন করে ২০২৩–২৪ বিপিএল |
২ | বাফুফে এলিট ফুটবল একাডেমি | ২০ | ১৫ | ১ | ৪ | ৪৭ | ১৭ | +৩০ | ৪৬ | |
৩ | গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব (P) | ২০ | ১১ | ১ | ৮ | ৩৩ | ২৭ | +৬ | ৩৪ | যোগ্যতা অর্জন করে ২০২৩–২৪ বিপিএল |
৪ | ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব | ২০ | ৮ | ৫ | ৭ | ২২ | ২৪ | −২ | ২৯ | |
৫ | নোফেল স্পোর্টিং ক্লাব | ২০ | ৬ | ৭ | ৭ | ২৬ | ২৫ | +১ | ২৫ | |
৬ | ওয়ারী ক্লাব ঢাকা | ২০ | ৬ | ৭ | ৭ | ২২ | ২৪ | −২ | ২৫ | |
৭ | ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব | ২০ | ৬ | ৬ | ৮ | ২৬ | ২৭ | −১ | ২৪ | |
৮ | ফর্টিস এফসি একাডেমি | ২০ | ৫ | ৭ | ৮ | ১৬ | ২২ | −৬ | ২২ | |
৯ | উত্তরা এফসি | ২০ | ৫ | ৫ | ১০ | ১৬ | ২৩ | −৭ | ২০ | |
১০ | স্বাধীনতা ক্রীড়া সংঘ (R) | ২০ | ৫ | ৪ | ১১ | ২০ | ৩৪ | −১৪ | ১৯ | অবনমন সিনিয়র ডিভিশন ফুটবল লিগ |
১১ | লিটল ফ্রেন্ডস ক্লাব (R) | ২০ | ৩ | ২ | ১৫ | ১১ | ৪০ | −২৯ | ১১ |
১৯ এপ্রিল ২০২৩ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: সোফাস্কোর
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) লক্ষ্য পার্থক্য; ৩) গোল পার্থক্য;
(C) চ্যাম্পিয়ন; (P) উন্নীত; (R) অবনমিত।
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) লক্ষ্য পার্থক্য; ৩) গোল পার্থক্য;
(C) চ্যাম্পিয়ন; (P) উন্নীত; (R) অবনমিত।
ফলাফল
সম্পাদনাম্যাচ ফলাফল টেবিল
সম্পাদনারাউন্ড প্রতি অবস্থান
সম্পাদনাশীর্ষ ও চ্যাম্পিয়ন | |
রানার্স আপ | |
ঢাকা লিগ অবনতি |
১৯ এপ্রিল ২০২৩ তারিখে খেলা ম্যাচ পর্যন্ত হালনাগাদকৃত। উৎস: সোফাস্কোর
ম্যাচ প্রতি ফলাফল
সম্পাদনামৌসুমের পরিসংখ্যান
সম্পাদনাগোলদাতা
সম্পাদনাএই প্রতিযোগিতায় ১১০টি ম্যাচে ২৭০টি গোল হয়েছে, যা ম্যাচ প্রতি গড়ে ২.৪৫টি গোল।
১৯টি গোল
১৩টি গোল
- আসাদুল মোল্লা (বাফুফে এলিট একাডেমি)
১২টি গোল
- রহমত জিসান উল্লাহ (ফর্টিস এফসি একাডেমি)
১০টি গোল
৮টি গোল
- সাফিন আহমেদ (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
- ইফতেশাম রহমান জিদান (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
৭টি গোল
- মোঃ মিশু মিয়া (উত্তরা এফসি)
- আবিদ হাসান আবির (নোফেল স্পোর্টিং ক্লাব)
- হাফিজুর রহমান (ওয়ারী ক্লাব)
- মোঃ সোহাগ মিয়া (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)
৬টি গোল
- মোঃ সোহাগ হোসেন (ব্রাদার্স ইউনিয়ন)
৫টি গোল
- আশিকুর রহমান আসিক (স্বাধীনতা কেএস)
- মোঃ জাকির হোসেন জিকু (ব্রাদার্স ইউনিয়ন)
- মহসিন আহমেদ (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
- মোঃ মুসা (ফকিরেরপুল ওয়াইএমসি)
- ইমরান হোসেন (ব্রাদার্স ইউনিয়ন)
- মোঃ রাশেদুল (স্বাধীনতা কেএস)
৪টি গোল
- মোঃ রাব্বী হোসেন রাহুল (ওয়ারী ক্লাব)
- তরিকুল ইসলাম (ফকিরেরপুল ওয়াইএমসি)
- মোঃ ইলিয়াস (নোফেল স্পোর্টিং ক্লাব)
- ডালিম বর্মণ (ফকিরেরপুল ওয়াইএমসি)
- সাগর মিয়া শাওন (স্বাধীনতা কেএস)
৩টি গোল
- কাঙ্কর বিশ্বাস (নোফেল স্পোর্টিং ক্লাব)
- রাজু আহমেদ জিসান (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
- মোহাম্মদ জুয়েল মল্লিক (ব্রাদার্স ইউনিয়ন)
- সাজেদ হাসান জুম্মন নিজাম (বাফুফে এলিট একাডেমি)
- মুন্না বিশ্বাস (নোফেল স্পোর্টিং ক্লাব)
- মোঃ ইমরান খান (বাফুফে এলিট একাডেমি)
- মোহাম্মদ তারা (ব্রাদার্স ইউনিয়ন)
- মোঃ আরাফাত মিয়া (নোফেল স্পোর্টিং ক্লাব)
- মোঃ মুর্শেদ আলী (বাফুফে এলিট একাডেমি)
২টি গোল
- মোঃ জীবন মিয়া (ওয়ারী ক্লাব)
- মোঃ আলী আকবর (ওয়ারী ক্লাব)
- জাহিদুল হাসান (লিটল ফ্রেন্ডস ক্লাব)
- মোঃ জাকিরুল ইসলাম (উত্তরা এফসি)
- শান্ত টুডো (ফকিরেরপুল ওয়াইএমসি)
- জোবায়েদ হাসান জিকন (ব্রাদার্স ইউনিয়ন)
- খায়রুল ইসলাম নিরব (উত্তরা এফসি)
- স্যামুয়েল রাকসাম (বাফুফে এলিট একাডেমি)
- মোঃ শাকিল আলী (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
- মোঃ সুমন ইসলাম (ফকিরেরপুল ওয়াইএমসি)
- আফরোজ আলী (ব্রাদার্স ইউনিয়ন)
- মোঃ শিহাব মিয়া (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)
- মোঃ নয়ন মিয়া (স্বাধীনতা কেএস)
- মোঃ ইমন আলী (নোফেল স্পোর্টিং ক্লাব)
- ফাহিম উদ্দিন (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
- জুলকার নাইন সরদার রাফি (লিটল ফ্রেন্ডস ক্লাব)
- হীরা ঘোষ (লিটল ফ্রেন্ডস ক্লাব)
- মোঃ রুবেল শেখ (বাফুফে এলিট একাডেমি)
- মোঃ রায়হান (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)
- আসাদুল ইসলাম সাকিব (উত্তরা এফসি)
- মোঃ নাইমুল আহমেদ শাকিল (ওয়ারী ক্লাব)
১টি গোল
- শাহরিয়ার হোসেন রিমন (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)
- আশিকুর রহমান ভূঁইয়া (ওয়ারী ক্লাব)
- মোঃ সাইফুল ইসলাম (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
- অনিক দেব বর্মা (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
- মোঃ শাকিল আহাদ তপু (উত্তরা এফসি)
- ইকবাল হোসেন (স্বাধীনতা কেএস)
- মোঃ রোমান (নোফেল স্পোর্টিং ক্লাব)
- মোঃ মুন্নু মিয়া (ব্রাদার্স ইউনিয়ন)
- হেফাজ উদ্দিন (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)
- মোহাম্মদ তানিন সরকার (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
- রায়হান মোল্লা (লিটল ফ্রেন্ডস ক্লাব)
- মোঃ সামিমুল হক (স্বাধীনতা কেএস)
- মোঃ গোলাম সারওয়ার (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)
- মোঃ আল মিরাদ (উত্তরা এফসি)
- মোঃ সুজন (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)
- মোঃ সাব্বির হোসেন মোল্লা (ফর্টিস এফসি একাডেমি)
- রিয়াজ চৈয়াল (ওয়ারী ক্লাব)
- মোঃ রিপন মোল্লা (ফকিরেরপুল ওয়াইএমসি)
- মোঃ আরিফ হোসেন মাসুদ (ফর্টিস এফসি একাডেমি)
- মোঃ জাকির হোসেন জিকু (ব্রাদার্স ইউনিয়ন)
- মোঃ সাইফুল ইসলাম (ব্রাদার্স ইউনিয়ন)
- আকাশ আলী (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব)
- ইমন বড়ুয়া (ওয়ারী ক্লাব)
- মোঃ সাগর হোসেন মন্ডল (ফকিরেরপুল ওয়াইএমসি)
- মোঃ মুন্না (স্বাধীনতা কেএস)
- মেহেদী হাসান (লিটল ফ্রেন্ডস ক্লাব)
- নাজমুল হুদা ফয়সাল (বাফুফে এলিট একাডেমি)
- রাকিব হোসেন (বাফুফে এলিট একাডেমি)
- তানজিল হোসেন শুভ (উত্তরা এফসি)
- ইলিয়াস হাসদাক (নোফেল স্পোর্টিং ক্লাব)
- মোঃ ইফরান হোসেন (ফকিরেরপুল ওয়াইএমসি)
- মোঃ আল-আমিন (ওয়ারী ক্লাব)
- মোঃ সাইফুল ইসলাম সাঈদ (লিটল ফ্রেন্ডস ক্লাব)
- সজল আহমেদ (ওয়ারী ক্লাব)
- পরিমল বিদ্যা (ওয়ারী ক্লাব)
- মোঃ আল-আমিন রহমান (লিটল ফ্রেন্ডস ক্লাব)
- মোঃ হাফিজুর রহমান (ফর্টিস এফসি একাডেমি)
- মোঃ পারভেজ মিয়া (ফর্টিস এফসি একাডেমি)
- জুবায়ের আহমেদ (গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব)
- মোঃ রাকিব (নোফেল স্পোর্টিং ক্লাব)
- সরিকুল ইসলাম জাহিদ (লিটল ফ্রেন্ডস ক্লাব)
- সমর জয় তঞ্চঙ্গ্যা (ফকিরেরপুল ওয়াইএমসি)
উৎস: BFF
আত্মঘাতী গোল
সম্পাদনা† গাড় কালো ক্লাব ম্যাচের বিজয়ী নির্দেশ করে
খেলোয়াড় | ক্লাব | প্রতিপক্ষ | ফলাফল | তারিখ |
---|---|---|---|---|
তপু তরফদার | নোফেল স্পোর্টিং ক্লাব | ব্রাদার্স ইউনিয়ন | ০–৩ | ২৭ ডিসেম্বর ২০২২ |
জুবায়ের আহমেদ | স্বাধীনতা কেএস | গোপালগঞ্জ এসসি | ০–২ | ২০ জানুয়ারি ২০২৩ |
কামাকাই মারমা | ফর্টিস এফসি একাডেমি | স্বাধীনতা কেএস | ২–৩ | ১৫ ফেব্রুয়ারি ২০২৩ |
শামীম আমজাদ | উত্তরা এফসি | নোফেল স্পোর্টিং ক্লাব | ২–১ | ২৯ মার্চ ২০২৩ |
মোঃ রাকিব | নোফেল স্পোর্টিং ক্লাব | ফকিরেরপুল ওয়াইএমসি | ০–২ | ১ এপ্রিল ২০২৩ |
হ্যাটট্রিক
সম্পাদনাখেলোয়াড় | দল | বিরুদ্ধে | ফলাফল | তারিখ | রেফ. |
---|---|---|---|---|---|
মিরাজুল ইসলাম | বাফুফে এলিট একাডেমি | উত্তরা এফসি | ৩–১ | ৬ জানুয়ারি ২০২৩ | [৮] |
সাফিন আহমেদ | গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব | লিটল ফ্রেন্ডস ক্লাব | ৫–০ | ২৪ জানুয়ারি ২০২৩ | [৯] |
মিরাজুল ইসলাম | বাফুফে এলিট একাডেমি | লিটল ফ্রেন্ডস ক্লাব | ৩–০ | ২৮ জানুয়ারি ২০২৩ | [১০] |
সৌরভ দেওয়ান | ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব | গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব | ৪–০ | ১২ ফেব্রুয়ারি ২০২৩ | [১১] |
আসাদুল মোল্লা | বাফুফে এলিট একাডেমি | ফকিরেরপুল ওয়াইএমসি | ৩–০ | ২৯ মার্চ ২০২৩ | [১২] |
হাফিজুর রহমান | ওয়ারী ক্লাব | স্বাধীনতা কেএস | ৩–০ | ২৯ মার্চ ২০২৩ | [১২] |
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মাঠে গড়ানোর অপেক্ষায় বাংলাদেশের ঘরোয়া ফুটবল"। Daily Offside Bangladesh। ১ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০২২।
- ↑ "বিসিএলে ফর্টিস একাডেমি ও লিটল ফ্রেন্ডস!"। Offside Desk। ৩০ অক্টোবর ২০২২। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২২।
- ↑ "বিসিএলের শিরোপা উল্লাস সেরে বিপিএলের পথে ফর্টিস!"। Daily Offside Bangladesh। ১১ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২।
- ↑ "ফিক্সিং কান্ডে শাস্তি পেল উত্তর বারিধারা ও কাওরান বাজার!"। www.offsidebangladesh.com।
- ↑ Desk, Offside (৩০ অক্টোবর ২০২২)। "বিসিএলে ফর্টিস একাডেমি ও লিটল ফ্রেন্ডস!"।
- ↑ "ফিক্সিং কান্ডে শাস্তি পেল উত্তর বারিধারা ও কাওরান বাজার!"। www.offsidebangladesh.com।
- ↑ "ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিল অগ্রণী ব্যাংক!"। www.offsidebangladesh.com।
- ↑ "গোলের মালা গাঁথছেন মিরাজ"। www.kalerkantho.com। জানুয়ারি ১৬, ২০২৩। ফেব্রুয়ারি ১৬, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৬, ২০২৩।
- ↑ "Gopalganj SC, BFF Elite Academy notch win in BCL | Sports"। BSS। জুলাই ৭, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "এবার হ্যাটট্রিক করলেন মিরাজ"। www.kalerkantho.com। জানুয়ারি ১৬, ২০২৩। ফেব্রুয়ারি ১৬, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ফেব্রুয়ারি ১৬, ২০২৩।
- ↑ দিগন্ত, Daily Nayadiganta-নয়া। "ঢাকায় সৌরভের প্রথম হ্যাটট্রিক"। Daily Nayadiganta (নয়া দিগন্ত) : Most Popular Bangla Newspaper। জুলাই ৭, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ ক খ Reporter, Senior। "৩১ দিন পর চ্যাম্পিয়নশিপ লিগ"। dhakapost.com। জুলাই ৭, ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা।