২০২১–২২ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল)
লিগ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের ১৪ মৌসুম
২০২১–২২ ফুটবল প্রিমিয়ার লিগ হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত বাংলাদেশী ফুটবলের শীর্ষ স্তরের লিগ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগের চতুর্দশ মৌসুম।[১][২] এই মৌসুমে ১২টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই মৌসুমটি ২০২২ সালের ৩রা ফেব্রুয়ারি তারিখে মাসে শুরু হয়েছে।[৩]
মৌসুম | ২০২১–২২ |
---|---|
তারিখ | ৩ ফেব্রুয়ারি ২০২২ – ২ আগস্ট ২০২২ |
চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস (৩য় শিরোপা) |
অবনমন | স্বাধীনতা ক্রীড়া সংঘ উত্তর বারিধারা |
এএফসি চ্যাম্পিয়নস লিগ | বসুন্ধরা কিংস |
এএফসি কাপ | বসুন্ধরা কিংস
ঢাকা আবহনী |
মোট খেলা | ১৩২ |
মোট গোলসংখ্যা | ৪৪৭ (ম্যাচ প্রতি ৩.৩৯টি) |
সবচেয়ে বড় হোম জয় | রহমতগঞ্জ ৭–১ মুক্তিযোদ্ধা সংসদ (৪ জুলাই ২০২২) |
সবচেয়ে বড় অ্যাওয়ে জয় | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব ০–৭সাইফ স্পোর্টিং ক্লাব (২৬ জুলাই ২০২২) |
সর্বোচ্চ স্কোরিং | শেখ রাসেল ৫–৩ উত্তর বারিধারা (৩ জুলাই ২০২২) রহমতগঞ্জ ৭–১ মুক্তিযোদ্ধা সংসদ (৪ জুলাই ২০২২) |
দীর্ঘতম টানা জয় | ১৪ ম্যাচ বসুন্ধরা কিংস |
দীর্ঘতম টানা অপরাজিত | ২১ ম্যাচ বসুন্ধরা কিংস |
দীর্ঘতম টানা জয়বিহীন | ৬ ম্যাচ বারিধারা |
দীর্ঘতম টানা পরাজয় | ১৬ ম্যাচ স্বাধীনতা |
← ২০২১ ২০২৩ →
সব পরিসংখ্যান ২৬ জুলাই ২০২২ অনুযায়ী সঠিক। |
বসুন্ধরা কিংস এই লিগের পূর্ববর্তী মৌসুমের চ্যাম্পিয়ন, যারা ২০২১ সালে দ্বিতীয়বারের মতো শিরোপা জয়লাভ করেছে।[৪][৫][৬]
দল
সম্পাদনাউন্নয়ন ও অবনমন
সম্পাদনা২০২১ বিসিএল হতে উত্তীর্ণ | ২০২১ বিপিএল হতে অবনমিত |
---|---|
স্বাধীনতা | ব্রাদার্স ইউনিয়ন আরামবাগ |
স্টেডিয়াম এবং অবস্থান
সম্পাদনাদল | অবস্থান | স্টেডিয়াম | ধারণক্ষমতা |
---|---|---|---|
বাংলাদেশ পুলিশ | রাজশাহী | রাজশাহী জেলা স্টেডিয়াম | ১৫,০০০ |
বসুন্ধরা কিংস | ঢাকা | বসুন্ধরা কিংস এরিনা | ১৪,০০০ |
চট্টগ্রাম আবাহনী | কুমিল্লা | শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম | ১৮,০০০ |
ঢাকা আবাহনী | সিলেট | সিলেট জেলা স্টেডিয়াম | ১৫,০০০ |
ঢাকা মোহামেডান | কুমিল্লা | শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম | ১৮,০০০ |
শেখ জামাল | মুন্সীগঞ্জ | মুন্সীগঞ্জ স্টেডিয়াম | ১০,০০০ |
মুক্তিযোদ্ধা সংসদ | গোপালগঞ্জ | শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম | ৫,০০০ |
রহমতগঞ্জ এমএফএস | গাজীপুর | শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম | ৮,০০০ |
সাইফ স্পোর্টিং ক্লাব | মুন্সীগঞ্জ | মুন্সীগঞ্জ স্টেডিয়াম | ১০,০০০ |
শেখ রাসেল | ঢাকা | বসুন্ধরা কিংস এরিনা | ১৪,০০০ |
স্বাধীনতা | গাজীপুর | শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম | ৮,০০০ |
উত্তর বারিধারা | গাজীপুর | শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম | ৮,০০০ |
কর্মকর্তা এবং পৃষ্ঠপোষক
সম্পাদনাদল | কোচ | অধিনায়ক | পৃষ্ঠপোষক |
---|---|---|---|
বাংলাদেশ পুলিশ | আরিস্তিকা চিওবা | দানিলো কিপাপা | |
বসুন্ধরা কিংস | ওস্কার ব্রুসোন[৭] | তপু বর্মন | বসুন্ধরা গ্রুপ |
চট্টগ্রাম আবাহনী | মারুফুল হক | কৌশিক বড়ুয়া | ইগনাইট ব্যাটারি |
ঢাকা আবাহনী | মারিও লেমোস | নাবিব নেওয়াজ জীবন | গ্রাফিক্স বার্ড |
ঢাকা মোহামেডান | শন লেন | সুলেমান দিয়াবাতে | ওরিয়ন গ্রুপ |
শেখ জামাল | হুয়ান মার্তিনেস | সলোমন কিং ক্যানফর্ম | |
মুক্তিযোদ্ধা সংসদ | রাজা ইসা | ইয়ুসুকে কাতো | হিসাব[৮] |
রহমতগঞ্জ এমএফএস | সৈয়দ গোলাম জিলানী | মাহমুদুল হাসান কিরণ | টাইগার সিমেন্ট |
সাইফ স্পোর্টিং ক্লাব | আন্দ্রেস ক্রুসিয়ানি | জামাল ভুইয়া | সাইফ পাওয়ার ব্যাটারি |
শেখ রাসেল | সাইফুল বারী টিটু | ইসমাইল গোন্সালভেস | বসুন্ধরা সিমেন্ট |
স্বাধীনতা | মাসুদ আলম জাহাঙ্গীর | মোহাম্মদ সজল ইসলাম | |
উত্তর বারিধারা | সোহেল রহমান | শামীম ইয়াসির জুয়েল | বসুন্ধরা গ্রুপ |
পয়েন্ট তালিকা
সম্পাদনাঅব | দল | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন বা অবনমন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | বসুন্ধরা কিংস (C, Q) | ২২ | ১৮ | ৩ | ১ | ৫৩ | ২১ | +৩২ | ৫৭ | ২০২৩ এএফসি চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ রাউন্ড এর জন্য যোগ্যতা |
২ | ঢাকা আবহনী (Q) | ২২ | ১৪ | ৫ | ৩ | ৫৫ | ৩১ | +২৪ | ৪৭ | ২০২৩ এএফসি কাপের প্লে-অফ রাউন্ড এর জন্য যোগ্যতা |
৩ | সাইফ স্পোর্টিং ক্লাব | ২২ | ১১ | ৪ | ৭ | ৫৮ | ৩৭ | +২১ | ৩৭ | |
৪ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২২ | ৯ | ৮ | ৫ | ৩৪ | ৩১ | +৩ | ৩৫ | |
৫ | ঢাকা মোহামেডান | ২২ | ৮ | ৯ | ৫ | ৪০ | ২৫ | +১৫ | ৩৩ | |
৬ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২২ | ৮ | ৭ | ৭ | ৩৫ | ৩০ | +৫ | ৩১ | |
৭ | চট্টগ্রাম আবাহনী | ২২ | ৮ | ৭ | ৭ | ৩৭ | ৩৮ | −১ | ৩১ | |
৮ | বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব | ২২ | ৮ | ৬ | ৮ | ২৮ | ৩২ | −৪ | ৩০ | |
৯ | মুক্তিযোদ্ধা সংসদ | ২২ | ৫ | ৪ | ১৩ | ২৭ | ৪২ | −১৫ | ১৯ | |
১০ | রহমতগঞ্জ এমএফএস | ২২ | ৪ | ৬ | ১২ | ৩২ | ৪৬ | −১৪ | ১৮ | |
১১ | উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব (R) | ২২ | ৩ | ৫ | ১৪ | ২৭ | ৫২ | −২৫ | ১৪ | বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত |
১২ | স্বাধীনতা ক্রীড়া সংঘ (R) | ২২ | ২ | ৪ | ১৬ | ২২ | ৫০ | −২৮ | ১০ |
২ আগস্ট ২০২২ তারিখের খেলা শেষের পর হালনাগাদকৃত। উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল।
(C) চ্যাম্পিয়ন; (Q) এএফসি প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছেন; (R) অবনমিত।
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) গোল পার্থক্য; ৩) স্বপক্ষে গোল।
(C) চ্যাম্পিয়ন; (Q) এএফসি প্রতিযোগিতার যোগ্যতা অর্জন করেছেন; (R) অবনমিত।
ফলাফল
সম্পাদনাপর্ব অনুযায়ী অবস্থান
সম্পাদনা২ আগস্ট ২০২২ তারিখে খেলা ম্যাচ পর্যন্ত হালনাগাদকৃত। উৎস: [তথ্যসূত্র প্রয়োজন]
= শীর্ষস্থান অধিকারী; = দ্বিতীয় স্থান অধিকারী; = বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত
= শীর্ষস্থান অধিকারী; = দ্বিতীয় স্থান অধিকারী; = বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অবনমিত
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "২৭ নভেম্বর স্বাধীনতা কাপ দিয়ে শুরু মৌসুম; লিগ হবে ঢাকার বাহিরে"। Offside Bangladesh (Bengali ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২১।
- ↑ "নতুন বছরের প্রথম সপ্তাহেই শুরু হবে প্রিমিয়ার লিগ"। Daily Jagonews24 (Bengali ভাষায়)। ১৬ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২১।
- ↑ "বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল শুরু হচ্ছে ৩ ফেব্রুয়ারি"। Daily Dhaka Post। ১০ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২২।
- ↑ "Bashundhara Kings wins the BPL 2020-21"। Bangladesh Football Federation। ২০ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Bashundhara Kings crowned BPL champions -"। daily sun। ২০ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "BPL champions Bashundhara Kings Receive Trophy"। banglanews24.com। ২০ সেপ্টেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Oscar Bruzon keen to work with Bashundhara Kings"। daily-sun.com। The Daily Sun। ৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৮।
- ↑ "মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্রকে এক কোটি টাকা দিল 'হিসাব'"। prothomalo.com। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০২১।