মারিও লেমোস

পর্তুগিজ ফুটবলার

মারিও লিসিনো গেরেইরো লেমোস (পর্তুগিজ: Mário Lemos; জন্ম: ১৪ মে ১৯৮৬; মারিও লেমোস নামে সুপরিচিত) হলেন একজন পর্তুগিজ সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড় এবং ম্যানেজার। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা আবাহনীর ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।[১] লেমোস তার খেলোয়াড়ি জীবনের পুরোটা সময় ফেরেইরাসের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছেন।

মারিও লেমোস
২০১৯ সালে ঢাকা আবাহনীর হয়ে লেমোস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মারিও লিসিনো গেরেইরো লেমোস
জন্ম (1986-05-14) ১৪ মে ১৯৮৬ (বয়স ৩৭)
জন্ম স্থান আলবুফেইরা, পর্তুগাল
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ঢাকা আবাহনী (ম্যানেজার)
যুব পর্যায়
ফেরেইরাস যুব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৩–২০০৪ ফেরেইরাস
পরিচালিত দল
২০০৭–২০১১ ফেরেইরাস যুব
২০১৩–২০১৫ গিয়েইয়াং যুব
২০১৫–২০১৭ ইনছন সিটি যুব
২০১৮ নেগেরি সেম্বিলান
২০১৮– ঢাকা আবাহনী
২০২১ বাংলাদেশ
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে

পর্তুগিজ ফুটবল ক্লাব ফেরেইরাসের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে লেমোস ফুটবল জগতে প্রবেশ করেছিলেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছিলেন। ২০০৩–০৪ মৌসুমে, পর্তুগিজ ক্লাব ফেরেইরাসের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন, ফেরেইরাসের হয়ে মাত্র এক মৌসুম খেলার পর তিনি অবসর গ্রহণ করেছিলেন।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর ২০০৭ সালে, লেমোস পর্তুগিজ ফুটবল ক্লাব ফেরেইরাস যুব দলের ম্যানেজারের দায়িত্ব পালন করার মাধ্যমে ম্যানেজার হিসেবে ফুটবল জগতে অভিষেক করেন। ফেরেইরাস যুব দলের হয়ে চার মৌসুম ম্যানেজারের দায়িত্ব পালন করে দুই মৌসুমের জন্য মুয়াংথং ইউনাইটেডের সংরক্ষিত দলের সহকারী কোচের দায়িত্ব পালন করার পর তিনি গিয়েইয়াং যুব দলের ম্যানেজার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি ইনছন সিটি যুব এবং নেগেরি সেম্বিলানের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন।[২] ২০১৮–১৯ মৌসুমে, তিনি ঢাকা আবাহনীর ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন।[৩] ২০২১ সালের ২১শে অক্টোবর তারিখে পূর্ববর্তী ম্যানেজার ওস্কার ব্রুসোনের সময়সীমা হওয়ার পর, তিনি বাংলাদেশের ম্যানেজারের পদে নিযুক্ত হয়েছিলেন।[৪][৫][৬]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

মারিও লিসিনো গেরেইরো লেমোস ১৯৮৬ সালের ১৪ই মে তারিখে পর্তুগালের আলবুফেইরায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Um português na seleção do Bangladesh: «Futebol combate o críquete» - MAISFUTEBOL"Maisfutebol (পর্তুগিজ ভাষায়)। ২০২১-১০-২৩। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৬ 
  2. "Azraai out, Lemos in at N9"Goal.com। ২০১৮-০৫-১১। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৬ 
  3. "Abahani appoint Lemos as head coach"। ২ ডিসেম্বর ২০১৮। 
  4. রাশেদুল ইসলাম (২১ অক্টোবর ২০২১)। "পর্তুগালের লেমোসই জাতীয় ফুটবল দলের কোচ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২১ 
  5. "বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ মারিও লেমোস"Kalerkantho। ২০২১-১০-২১। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৬ 
  6. "শ্রীলঙ্কায় চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের কোচ লেমোস"The Daily Star Bangla। ২০২১-১০-২১। সংগ্রহের তারিখ ২০২১-১০-২৬ 

বহিঃসংযোগ সম্পাদনা