নাবিব নেওয়াজ জীবন

বাংলাদেশী ফুটবল খেলোয়াড়

মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন (জন্ম: ১৭ আগস্ট ১৯৯০; নাবিব নেওয়াজ নামে সুপরিচিত) হলেন একজন বাংলাদেশী পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ঢাকা আবাহনী এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

নাবিব নেওয়াজ
Nabib Newaj Jibon by RHS Photography.jpg
২০১৯ সালে ঢাকা আবাহনীর হয়ে জীবন
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন
জন্ম (1990-08-17) ১৭ আগস্ট ১৯৯০ (বয়স ৩২)
জন্ম স্থান গাইবান্ধা, বাংলাদেশ
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ঢাকা আবাহনী
জার্সি নম্বর ১০
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৪ উত্তর বারিধারা
২০১৪–২০১৫ বিজেএমসি দল
২০১৬– ঢাকা আবাহনী ৬৯ (২৭)
জাতীয় দল
২০১৬ বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ (৩)
২০১৫– বাংলাদেশ ৩২ (৫)
* শুধুমাত্র ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৪:৩৫, ৯ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:১৫, ৮ এপ্রিল ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১৩–১৪ মৌসুমে, বাংলাদেশী ক্লাব উত্তর বারিধারার হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন, যেখানে তিনি ১ মৌসুম অতিবাহিত করেছেন। অতঃপর ২০১৪–১৫ মৌসুমে তিনি বিজেএমসিতে যোগদান করেছেন। ২০১৬–১৭ মৌসুমে, তিনি বিজেএমসি হতে বাংলাদেশী ক্লাব ঢাকা আবাহনীতে যোগদান করেছেন।

২০১৬ সালে, জীবন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে বাংলাদেশের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি এরপূর্বে ২০১৫ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাংলাদেশের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩২ ম্যাচে ৫টি গোল করেছেন।

দলগতভাবে, জীবন এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো তিনি ঢাকা আবাহনীর হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবনসম্পাদনা

মোহাম্মদ নাবিব নেওয়াজ জীবন ১৯৯০ সালের ১৭ই আগস্ট তারিখে বাংলাদেশের গাইবান্ধায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবলসম্পাদনা

জীবন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে তিনি ৪ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন। তিনি ২০১৬ সালের ৯ই ফেব্রুয়ারি তারিখে ২০১৬ এশিয়ান গেমসের গ্রুপ পর্বের নিজেদের প্রথম ম্যাচে ভুটান অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে বাংলাদেশের বয়সভিত্তিক দলের হয়ে প্রথমবারের মতো গোল করেছেন।

২০১৫ সালের ১৩ই অক্টোবর তারিখে, ২৫ বছর ১ মাস ২৭ দিন বয়সে, জীবন কিরগিজস্তানের বিরুদ্ধে ২০১৮ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের দ্বিতীয় পর্বের গ্রুপ পর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন।[১] ম্যাচটিতে বাংলাদেশ ২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।[২] বাংলাদেশের হয়ে অভিষেকের বছরে জীবন সর্বমোট ৫ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ মাস ২৭ দিন পর, বাংলাদেশের জার্সি গায়ে প্রথম গোলটি করেন; ২০১৬ সালের ৮ই জানুয়ারি তারিখে, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেন।

পরিসংখ্যানসম্পাদনা

আন্তর্জাতিকসম্পাদনা

৮ এপ্রিল ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বাংলাদেশ ২০১৫
২০১৬
২০১৮
২০১৯
২০২০
২০২২
সর্বমোট ৩২

আন্তর্জাতিক গোলসম্পাদনা

অনূর্ধ্ব-২৩
গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা
৯ ফেব্রুয়ারি ২০১৬ এসএআই সেন্টার, আসাম, ভারত   ভুটান অনূর্ধ্ব-২৩ –১ ১–১ ২০১৬ এশিয়ান গেমস
১১ ফেব্রুয়ারি ২০১৬   নেপাল অনূর্ধ্ব-২৩ –১ ২–১
১৫ ফেব্রুয়ারি ২০১৬ ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, আসাম, ভারত   মালদ্বীপ অনূর্ধ্ব-২৩ –০ ২–২ (৫–৪)
জাতীয়
গোল তারিখ মাঠ প্রতিপক্ষ স্কোর ফলাফল প্রতিযোগিতা সূত্র
৮ জানুয়ারি ২০১৬ শামসুল হুদা স্টেডিয়াম, যশোর, বাংলাদেশ   শ্রীলঙ্কা –১ ৪–২ ২০১৬ বঙ্গবন্ধু গোল্ডকাপ
১৮ মার্চ ২০১৬ জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত   সংযুক্ত আরব আমিরাত –১ ১–৬ প্রীতি ম্যাচ
২৯ সেপ্টেম্বর ২০১৯ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা, বাংলাদেশ   ভুটান –০ ৪–১ [৩][৪]
–০
১৩ নভেম্বর ২০২০     নেপাল –০ ২–০ [৫][৬]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "PRELIMINARY JOINT QUALIFICATION 2018"এশিয়ান ফুটবল কনফেডারেশন (ইংরেজি ভাষায়)। ৩১ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১ 
  2. "World Cup Qualification AFC • Group B"eurosport (ইংরেজি ভাষায়)। ১৩ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১ 
  3. "2019 International Friendly, 2019 International Friendly"ইএসপিএন (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১ 
  4. "Bangladesh v Bhutan, 29 September 2019"11v11 (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১ 
  5. "2020 International Friendly"ইএসপিএন (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১ 
  6. "International Friendly"besoccer (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০২১ 

বহিঃসংযোগসম্পাদনা