২০১৭ ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
ভারত জাতীয় ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা জুন থেকে জুলাই ২০১৭-এ অনুষ্ঠিত হয়।[১][২][৩] ৩-১ ব্যবধানে ভারত সিরিজ জয় লাভ করে।[৪] The West Indies won the one-off T20I match by 9 wickets.[৫]
২০১৭ ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর | |||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ | ভারত | ||
তারিখ | ২৩ জুন – ৯ জুলাই ২০১৭ | ||
অধিনায়ক |
জেসন হোল্ডার (ওডিআই) কার্লোস ব্রাদওয়েট (টি২০আই) | বিরাট কোহলি | |
একদিনের আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ৫ ম্যাচের সিরিজে ভারত ৩–১ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | শাই হোপ (১৮১) | অজিঙ্কা রাহানে (৩৩৬) | |
সর্বাধিক উইকেট | জেসন হোল্ডার (৮) | কুলদীপ যাদব (৮) | |
সিরিজ সেরা খেলোয়াড় | অজিঙ্কা রাহানে (ভারত) | ||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ | |||
ফলাফল | ১ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী | ||
সর্বাধিক রান | এভিন লুইস (১২৫) | দিনেশ কার্তিক (৪৮) | |
সর্বাধিক উইকেট |
জেরোমি টেলর (২) কেস্রিক উইলিয়ামস (২) | কুলদীপ যাদব (১) |
দলীয় সদস্য
সম্পাদনাওডিআই | টি২০আই | ||
---|---|---|---|
ওয়েস্ট ইন্ডিজ[৬] | ভারত[৭] | ওয়েস্ট ইন্ডিজ[৮] | ভারত[৭] |
ওডিআই সিরিজ
সম্পাদনা১ম ওডিআই
সম্পাদনা ২৩ জুন ২০১৭
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ভারতের ইনিংসের সময় বৃষ্টির কারণে আর কোন খেলা সম্ভব হয়নি।
- কুলদীপ যাদব (ভারত) তার ওডিআই অভিষেক হয়।
২য় ওডিআই
সম্পাদনা ২৫ জুন ২০১৭
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বৃষ্টির কারণে খেলা দেরীতে শুরু হয়, যার ফলে উভয় দলের জন্য খেলাকে ৪৩ ওভারে সীমিত করা হয়।
- রানের বিচারে ক্যারিবিয়ান অঞ্চলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটা ছিল ভারতে সর্ববৃহত জয়।
৩য় ওডিআই
সম্পাদনা ৩০ জুন ২০১৭
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কাইল হোপ ও কেস্রিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ) তার ওডিআই অভিষেক হয়।
৪র্থ ওডিআই
সম্পাদনা ২ জুলাই ২০১৭
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) একটি ওডিআইয়ে তার প্রথম ৫ উইকেট তুলে নেন।
৫ম ওডিআই
সম্পাদনা ৬ জুলাই ২০১৭
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- বিরাট কোহলি (ভারত) রান তাড়া করা ইনিংসে ১৮তম সেঞ্চুরির রেকর্ড করেন, যা পূর্বে শচীন তেন্ডুলকর কর্তৃক তৈরীকৃত ১৭ সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে গেল।
টি২০আই সিরিজ
সম্পাদনাএকমাত্র টি২০আই
সম্পাদনা ৯ জুলাই ২০১৯
|
ব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
- কুলদীপ যাদব (ভারত) তার টি২০আই অভিষেক হয়।
- এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০আই-এ সর্বাধিক স্কোর করেন।
- এভিন লুইস প্রথম কোন ক্যারিবিয়ান খেলোয়াড় যার টুয়েন্টি২০ আন্তর্জাতিকে দুটি শত রানের রেকর্ড রয়েছে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Future Tours Programme" (পিডিএফ)। International Cricket Council। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬।
- ↑ "India to tour West Indies right after Champions Trophy"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৭।
- ↑ "BCCI confirms Indian cricket team's tour of West Indies in June-July 2017"। Hindustan Times। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৭।
- ↑ "Kohli, spinners seal 3-1 series win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭।
- ↑ "Lewis 125* as West Indies power through to nine-wicket win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭।
- ↑ "West Indies unchanged for first two India ODIs"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭।
- ↑ ক খ "Pant, Kuldeep picked for West Indies tour"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭।
- ↑ "West Indies recall Gayle for one-off T20I"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭।