২০১৭ ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর

ভারত জাতীয় ক্রিকেট দল পাঁচটি একদিনের আন্তর্জাতিক এবং একমাত্র টুয়েন্টি২০ আন্তর্জাতিক খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর করে, যা জুন থেকে জুলাই ২০১৭-এ অনুষ্ঠিত হয়।[][][] ৩-১ ব্যবধানে ভারত সিরিজ জয় লাভ করে।[] The West Indies won the one-off T20I match by 9 wickets.[]

২০১৭ ভারত ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
 
  ওয়েস্ট ইন্ডিজ ভারত
তারিখ ২৩ জুন – ৯ জুলাই ২০১৭
অধিনায়ক জেসন হোল্ডার (ওডিআই)
কার্লোস ব্রাদওয়েট (টি২০আই)
বিরাট কোহলি
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৫ ম্যাচের সিরিজে ভারত ৩–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান শাই হোপ (১৮১) অজিঙ্কা রাহানে (৩৩৬)
সর্বাধিক উইকেট জেসন হোল্ডার (৮) কুলদীপ যাদব (৮)
সিরিজ সেরা খেলোয়াড় অজিঙ্কা রাহানে (ভারত)
টোয়েন্টি২০ আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ১ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজ ১–০ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান এভিন লুইস (১২৫) দিনেশ কার্তিক (৪৮)
সর্বাধিক উইকেট জেরোমি টেলর (২)
কেস্রিক উইলিয়ামস (২)
কুলদীপ যাদব (১)

দলীয় সদস্য

সম্পাদনা
ওডিআই টি২০আই
  ওয়েস্ট ইন্ডিজ[]   ভারত[]   ওয়েস্ট ইন্ডিজ[]   ভারত[]

ওডিআই সিরিজ

সম্পাদনা

১ম ওডিআই

সম্পাদনা
২৩ জুন ২০১৭
ভারত  
১৯৯/৩ (৩৯.২ ওভার)
শিখর ধাওয়ান ৮৭ (৯২)
জেসন হোল্ডার ১/৩৪ (৮ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • ভারতের ইনিংসের সময় বৃষ্টির কারণে আর কোন খেলা সম্ভব হয়নি।
  • কুলদীপ যাদব (ভারত) তার ওডিআই অভিষেক হয়।

২য় ওডিআই

সম্পাদনা
২৫ জুন ২০১৭
ভারত  
৩১০/৫ (৪৩ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
২০৫/৬ (৪৩ ওভার)
অজিঙ্কা রাহানে ১০৩ (১০৪)
আলজারি জোসেফ ২/৭৩ (৮ ওভার)
শাই হোপ ৮১ (৮৮)
কুলদীপ যাদব ৩/৫০ (৯ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বৃষ্টির কারণে খেলা দেরীতে শুরু হয়, যার ফলে উভয় দলের জন্য খেলাকে ৪৩ ওভারে সীমিত করা হয়।
  • রানের বিচারে ক্যারিবিয়ান অঞ্চলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এটা ছিল ভারতে সর্ববৃহত জয়।

৩য় ওডিআই

সম্পাদনা
৩০ জুন ২০১৭
ভারত  
২৫১/৪ (৫০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৫৮ (৩৮.১ ওভার)

৪র্থ ওডিআই

সম্পাদনা
২ জুলাই ২০১৭
ওয়েস্ট ইন্ডিজ  
১৮৯/৯ (৫০ ওভার)
  ভারত
১৭৮ (৪৯.৪ ওভার)
এভিন লুইস ৩৫ (৬০)
উমেশ যাদব ৩/৩৬ (১০ ওভার)
অজিঙ্কা রাহানে ৬০ (৯১)
জেসন হোল্ডার ৫/২৭ (৯.৪ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • জেসন হোল্ডার (ওয়েস্ট ইন্ডিজ) একটি ওডিআইয়ে তার প্রথম ৫ উইকেট তুলে নেন।

৫ম ওডিআই

সম্পাদনা
৬ জুলাই ২০১৭
ওয়েস্ট ইন্ডিজ  
২০৫/৯ (৫০ ওভার)
  ভারত
২০৬/২ (৩৬.৫ ওভার)
শাই হোপ ৫১ (৯৮)
মোহাম্মদ শামি ৪/৪৮ (১০ ওভার)
বিরাট কোহলি ১১১* (১১৫)
আলজারি জোসেফ ১/৩৯ (৭ ওভার)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • বিরাট কোহলি (ভারত) রান তাড়া করা ইনিংসে ১৮তম সেঞ্চুরির রেকর্ড করেন, যা পূর্বে শচীন তেন্ডুলকর কর্তৃক তৈরীকৃত ১৭ সেঞ্চুরির রেকর্ডকে ছাড়িয়ে গেল।

টি২০আই সিরিজ

সম্পাদনা

একমাত্র টি২০আই

সম্পাদনা
৯ জুলাই ২০১৯
ভারত  
১৯০/৬ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৯৪/১ (১৮.৩ ওভার)
দিনেশ কার্তিক ৪৮ (২৯)
জেরোমি টেলর ২/৩১ (৪ ওভার)
এভিন লুইস ১২৫* (৬২)
কুলদীপ যাদব ১/৩৪ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী
সাবিনা পার্ক, কিংস্টন, জ্যামাইকা
আম্পায়ার: নাইজেল ডুগুইড (ওয়েস্ট ইন্ডিজ) ও লেসলি রেইফার (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • কুলদীপ যাদব (ভারত) তার টি২০আই অভিষেক হয়।
  • এভিন লুইস (ওয়েস্ট ইন্ডিজ) ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি২০আই-এ সর্বাধিক স্কোর করেন।
  • এভিন লুইস প্রথম কোন ক্যারিবিয়ান খেলোয়াড় যার টুয়েন্টি২০ আন্তর্জাতিকে দুটি শত রানের রেকর্ড রয়েছে।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Future Tours Programme" (পিডিএফ)International Cricket Council। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬ 
  2. "India to tour West Indies right after Champions Trophy"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৭ 
  3. "BCCI confirms Indian cricket team's tour of West Indies in June-July 2017"Hindustan Times। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৭ 
  4. "Kohli, spinners seal 3-1 series win"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৭ 
  5. "Lewis 125* as West Indies power through to nine-wicket win"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৭ 
  6. "West Indies unchanged for first two India ODIs"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৭ 
  7. "Pant, Kuldeep picked for West Indies tour"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৭ 
  8. "West Indies recall Gayle for one-off T20I"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ জুলাই ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা