জোনাথন কার্টার

ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার

জোনাথন লিন্ডন কার্টার (জন্ম: ১৬ নভেম্বর, ১৯৮৭) বার্বাডোসের বেলেপ্লেইন এলাকায় জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যানের ভূমিকায় অবতীর্ণ হন। দলের প্রয়োজনে তিনি ডানহাতে মিডিয়াম পেস বোলিং করেন।[] জোনাথন কার্টার ঘরোয়া ক্রিকেটে বার্বাডোসের পক্ষে খেলে থাকেন। এছাড়াও লিমোকল ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) অংশগ্রহণ করছেন।

জোনাথন কার্টার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
জোনাথন লিন্ডন কার্টার
জন্ম (1987-11-16) ১৬ নভেম্বর ১৯৮৭ (বয়স ৩৬)
বেলেপ্লেইন, বার্বাডোস
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম পেস
ভূমিকাঅল-রাউন্ডার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৭-বার্বাডোস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ১৩ ২০ ১২
রানের সংখ্যা ৫২৭ ৪২৩ ৩৭৩
ব্যাটিং গড় ৩১.০০ ২৬.৪৩ ৩১.০৮
১০০/৫০ ০/৩ ০/৩ ১/৩
সর্বোচ্চ রান ৯৯ ৭১ ১১১
বল করেছে ১২০ ২০৬
উইকেট
বোলিং গড় ৮৫.৫০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ০/৪ ১/২৮
ক্যাচ/স্ট্যাম্পিং ৯/– ৬/– ৮/–
উৎস: CricketArchive, ১৬ সেপ্টেম্বর ২০১১

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

স্বল্পকালীন সময়ে ওয়েস্ট ইন্ডিজ এ-দলের পক্ষে প্রতিনিধিত্ব করেছেন কার্টার। ২০০৭ সালে লিস্ট এ ক্রিকেটে বার্বাডোসের পক্ষে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে প্রথমবারের মতো খেলেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার ব্যাটিং গড় প্রায় ৩০। কিন্তু ২০১৩ সালের পূর্ব-পর্যন্ত কোন ধরনের ক্রিকেটেই সেঞ্চুরি করতে পারেননি। অবশেষে জামাইকার বিপক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Jonathan Carter"। Cricket Archive। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১১ 

আরও দেখুন

সম্পাদনা