২০১৬–১৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর

আন্তর্জাতিক ক্রিকেট সফর

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল চারটি টেস্ট ক্রিকেট খেলার জন্য ভারত সফর করে, যা ফেব্রুয়ারি থেকে মার্চ ২০১৭-এ অনুষ্ঠিত হয়।[][][] অক্টোবর, ২০১৬ সালে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) এই সফরের তারিখ নিশ্চিত করে।[]

২০১৬-১৭ অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ভারত সফর
 
  ভারত অস্ট্রেলিয়া
তারিখ ১৬ ফেব্রুয়ারি – ২৯ মার্চ ২০১৭
অধিনায়ক বিরাট কোহলি
(১ম–৩য় টেস্ট)
অজিঙ্কা রাহানে
(৪র্থ টেস্ট)
স্টিভ স্মিথ
টেস্ট সিরিজ
ফলাফল ৪ ম্যাচের সিরিজে ভারত ২–১ ব্যবধানে জয়ী
সর্বাধিক রান চেতেশ্বর পুজারা (৪০৫) স্টিভ স্মিথ (৪৯৯)
সর্বাধিক উইকেট রবীন্দ্র জাদেজা (২৫) স্টিভ ও’কিফ (১৯)
নাথান লায়ন (১৯)
সিরিজ সেরা খেলোয়াড় রবীন্দ্র জাদেজা (ভারত)

দলীয় সদস্য

সম্পাদনা
  ভারত[]   অস্ট্রেলিয়া[]

প্রস্তুতিমূলক খেলা

সম্পাদনা
১৬–১৮ ফেব্রুয়ারি ২০১৭
Scorecard
৪৬৯/৭ঘো (১২৭ ওভার)
স্টিভ স্মিথ ১০৭ (১৬১)
নবদীপ সাইনি ২/৪২ (১৯.৪ ওভার)
৪০৩ (৯১.৫ ওভার)
শ্রেয়াস আইয়ার ২০২* (২১০)
নাথান লায়ন ৪/১৬২ (২৮.৫ ওভার)
১১০/৪ (৩৬ ওভার)
পিটার হ্যান্ডসকম্ব ৩৭ (৬৯)
ঋষভ পন্ত ১/৯ (২ ওভার)
  • ভারত এ দল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

টেস্ট সিরিজ

সম্পাদনা

১ম টেস্ট

সম্পাদনা
২৩–২৭ ফেব্রুয়ারি ২০১৭
Scorecard
২৬০ (৯৪.৫ ওভার)
ম্যাট রেনশ ৬৮ (১৫৬)
উমেশ যাদব ৪/৩২ (১২ ওভার)
১০৫ (৪০.১ ওভার)
লোকেশ রাহুল ৬৪ (৯৭)
স্টিভ ও’কিফ ৬/৩৫ (১৩.১ ওভার)
২৮৫ (৮৭ ওভার)
স্টিভ স্মিথ ১০৯ (২০২)
রবিচন্দ্রন অশ্বিন ৪/১১৯ (২৮ ওভার)
১০৭ (৩৩.৫ ওভার)
চেতেশ্বর পুজারা ৩১ (৫৮)
স্টিভ ও’কিফ ৬/৩৫ (১৫ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এটা ছিল এই মাঠের প্রথম টেস্ট খেলা।[]
  • মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া) টেস্টে ১০০০ রান অতিক্রম করে।[]
  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত) এক ইনিংসে সর্বাধিক উইকেট নেয়া কপিল দেবের রেকর্ডকে ছাড়িয়ে যায়।[]
  • স্টিভ ও’কিফ (অস্ট্রেলিয়া) টেস্টে তার প্রথম ৫ উইকেট তুলে নেয়।[১০] এই ৫টি উইকেট তুলে মাত্র ১৯ বলে, যা ভারতের বিপক্ষে যৌথ দ্বিতীয় সবচেয়ে কম বলে উইকেট নেয়ার রেকর্ড।[১১]
  • ভারত তাদের শেষ সাত উইকেট হারায় মাত্র ১১ রানে, টেস্টে এটিই হচ্ছে ভারতের বাজে পরাজয়।[১১]
  • স্টিভ ও’কিফ - এর পরিসংখ্যাটি হচ্ছে ৭০ রানে ১২ উইকেট, যা টেস্টে ভারত সফরকারী যে কোন অস্ট্রেলিয়ান স্পিন বোলারের তুলনায় সর্বোত্তম পরিসংখ্যান।[১২]
  • ২০০৪ এর পরে এটাই হচ্ছে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১ম টেস্ট বিজয় এবং ২০১২ এর পরে প্রথম সফরকারী দলের বিজয়।[১২]

২য় টেস্ট

সম্পাদনা
৪–৮ মার্চ ২০১৭
Scorecard
১৮৯ (৭১.২ ওভার)
লোকেশ রাহুল ৯০ (২০৫)
নাথান লায়ন ৮/৫০ (২২.৪ ওভার)
২৭৬ (১২২.৪ ওভার)
শন মার্শ ৬৬ (১৯৭)
রবীন্দ্র জাদেজা ৬/৬৩ (২১.৪ ওভার)
২৭৪ (৯৭.১ ওভার)
চেতেশ্বর পুজারা ৯২ (২২১)
জোশ হজলউড ৬/৬৭ (২৪ ওভার)
১১২ (৩৫.৪ ওভার)
স্টিভ স্মিথ ২৮ (৪৮)
রবিচন্দ্রন অশ্বিন ৬/৪১ (১২.৪ ওভার)
  • ভারত টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • নাথান লায়ন (অস্ট্রেলিয়া) সফরকারী বোলার হিসাবে ভারতের বিপক্ষে সেরা বোলারের রেকর্ড করে।
  • নাথান লায়ন অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে সর্বাধিক উইকেট (৫৮ উইকেট) তুলে নেয়ার রেকর্ড করে, যার মধ্যে রয়েছে তিনটি ৭ উইকেটের পরিসংখ্যান।
  • টেস্ট ক্রিকেট সিরিজে প্রথমবার চারজন ভিন্ন ভিন্ন খেলোয়াড় এক একটি ইনিংসে ছয়টি করে উইকেট নেয়।
  • রবিচন্দ্রন অশ্বিন (ভারত) তার ২৫তম পাঁচ উইকেট নেয়ার গৌরব অর্জন করে, আর তা অর্জন করে মাত্র ৪৭টি টেস্টে।

৩য় টেস্ট

সম্পাদনা
১৬–২০ মার্চ ২০১৭
Scorecard
৪৫১ (১৩৭.৩ ওভার)
স্টিভ স্মিথ ১৭৮* (৩৬১)
রবীন্দ্র জাদেজা ৫/১২৪ (৪৯.৩ ওভার)
৬০৩/৯d (২১০ ওভার)
চেতেশ্বর পুজারা ২০২ (৫২৫)
প্যাট কামিন্স ৪/১০৬ (৩৯ ওভার)
২০৪/৬ (১০০ ওভার)
পিটার হ্যান্ডসকম্ব ৭২* (২০০)
রবীন্দ্র জাদেজা ৪/৫৪ (৪৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
  • এই মাঠের ১ম টেস্ট এবং অস্ট্রেলিয়ার ৮০০তম টেস্ট[১৩]
  • মুরলী বিজয় (ভারত) তার ৫০তম টেস্ট ম্যাচ খেলে।[১৩]
  • স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া) ৫,০০০ রানের মাইলফলক স্পর্শ করে, যা অস্ট্রেলিয়ার হয়ে সর্বকনিষ্ঠ ও তৃতীয় দ্রুততম মাইলফলকের গৌরব।[১৪]
  • গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া) তার প্রথম শত রান পূর্ণ করে, এবং অস্ট্রেলিয়ার হয়ে সকল আন্তর্জাতিক ফরম্যাটে শত রান করা দ্বিতীয় খেলোয়াড়[১৫]
  • স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে কোন অধিনায়ক হিসেবে সর্বাধিক ১৭৮অপরাজিত রান করেন এবং সবমিলিয়ে অস্ট্রেলিয়ার হয়ে ভারতের বিপক্ষে ৩য় সর্বাধিক রানের রেকর্ড।[১৫]
  • চেতেশ্বর পুজারা (ভারত) ২০২ রানের জন্য ৫২৫টি বল খেলে, যা ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টেস্ট ইনিংসে সর্বাধিক বল খেলে।[১৬]
  • চেতেশ্বর পুজারাঋদ্ধিমান সাহা জুটির ১৯৯ রান ছিল ভারতের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭ম উইকেটে সবোর্চ্চ রানের রেকর্ড।[১৬]

৪র্থ টেস্ট

সম্পাদনা
২৫–২৯ মার্চ ২০১৭
Scorecard
৩০০ (৮৮.৩ ওভার)
স্টিভ স্মিথ ১১১ (১৭৩)
কুলদীপ যাদব ৪/৬৮ (২৩ ওভার)
৩৩২ (১১৮.১ ওভার)
রবীন্দ্র জাদেজা ৬৩ (৯৫)
নাথান লায়ন ৫/৯২ (৩২.১ ওভার)
১৩৭ (৫৩.৫ ওভার)
গ্লেন ম্যাক্সওয়েল ৪৫ (৬০)
রবীন্দ্র জাদেজা ৩/২৪ (১৮ ওভার)
১০৬/২ (২৩.৫ ওভার)
লোকেশ রাহুল ৫১* (৭৬)
প্যাট কামিন্স ১/৪২ (৮ ওভার)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Future Tours Programme" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৬ 
  2. "BCCI ushers in big home season: 13 Tests, six new venues"espncricinfo.com (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬ 
  3. "India Cricket Schedule: Fixtures and dates of all the matches of the 2016-2017 home season"ibtimes.co.in (ইংরেজি ভাষায়)। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৬ 
  4. "Pune to kickstart India-Australia Test series"espncricinfo.com (ইংরেজি ভাষায়)। ক্রিকইনফো। সংগ্রহের তারিখ ২১ অক্টোবর ২০১৬ 
  5. "India unchanged for first two Australia Tests"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৭ 
  6. "Swepson joins spin quartet for India"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০১৭ 
  7. "Australia brace for tough road test on Pune's debut"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০১৭ 
  8. "Renshaw, Starc prop up Australia"International Cricket Council। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭ 
  9. "Stats: R Ashwin overtakes Kapil Dev's record for most wickets in a season in India"Sportskeeda। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৭ 
  10. "O'Keefe six-for sinks India for 105"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৭ 
  11. "India's worst ever seven-wicket collapse"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৪ ফেব্রুয়ারি ২০১৭ 
  12. "O'Keefe, Smith set up famous Australia victory"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৭ 
  13. "Back to the cricket after a week of controversy and change"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৭ 
  14. "Another milestone for prolific Smith"। Cricket Australia। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০১৭ 
  15. "Captain Smith racks up the numbers in India"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০১৭ 
  16. "Pujara plays India's longest innings"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৭ 
  17. "Dharamsala decider promises more surprises"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 
  18. "Kohli out of Test, Australia bat first"। Cricket Australia। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০১৭ 
  19. "Steven Smith joins elite performers in India"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৭ 

বহিঃসংযোগ

সম্পাদনা