১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬
১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩
২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০

১২ নভেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৩১৬তম (অধিবর্ষে ৩১৭তম) দিন। বছর শেষ হতে আরো ৪৯ দিন বাকি রয়েছে।

ঘটনাবলী সম্পাদনা

  • ১৭৮১ - ব্রিটিশ বাহিনী দক্ষিণ ভারতের নাগাপাট্টম দখল করে।
  • ১৮৩৭ - দেশীয় ও ইউরোপীয় ভূ-স্বামীদের স্বার্থরক্ষার্থে ভারতে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়।
  • ১৯১৩ - রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কারে ভূষিত করার সিদ্ধান্ত ঘোষিত হয়।
  • ১৯১৮ - অস্ট্রিয়াকে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করা হয়।
  • ১৯৩০ - ভারতে ব্রিটিশবিরোধী আইন অমান্য আন্দোলনের প্রেক্ষাপটে লন্ডনে প্রথম গোলটেবিল বৈঠক হয়।
  • ১৯৪৭ - ভারতের স্বাধীনতার পর জাতির জনক মহাত্মা গান্ধী আজকের দিনে প্রথম ও শেষ বারের মত আকাশবাণী দিল্লি কেন্দ্র পরিদর্শন করেন ও ভাষণ দেন।
  • ১৯৫৬ - মরোক্কো, তিউনিসিয়া ও সুদান জাতিসংঘে যোগদান করে।
  • ১৯৫৬ - ইসরাইলী সেনারা ফিলিস্তিনের গাজার রাফা শহরে ফিলিস্তিনী শরণার্থী শিবিরে গণহত্যা চালায়।
  • ১৯৭০ - বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল ঘূর্ণিঝড়ে ও জলোচ্ছ্বাসে দশ থেকে পনের লাখ লোক প্রাণ হারান।
  • ১৯৭১ - চীনের সঙ্গে রোয়ান্ডার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৮২ - ইউরি আন্দ্রোপভ সোভিযে়ত রাষ্ট্রপতি নিযুক্ত হন।
  • ১৯৮৩ - বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর ভারতের পর্যবেক্ষণ টাওয়ার নির্মাণ শুরু হয়।
  • ১৯৯০ - পৃথিবীর প্রাচীনতম ও ২৬০০ বছরের ঐতিহ্যবাহী বংশপরম্পরাগত রাজতন্ত্রের সিংহাসনে জাপানের সম্রাট আকাহিতো অভিষিক্ত হন।
  • ১৯৯৬ - বাংলাদেশ জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে মানবতাবিরোধী কালাকানুন ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করা হয়।
  • ১৯৯৬ - ভারতের হরিয়ানার আকাশে উড্ডয়নরত দুটি বিমানের সংঘর্ষে ৩৫০ ব্যক্তি নিহত হয়।
  • ২০১১ -  ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকনি পদত্যাগ করেন।

জন্ম সম্পাদনা

মৃত্যু সম্পাদনা

  • ১০৩৫ - কনুট গ্রেট, তিনি ছিলেন ডেনিশ ইংরেজ রাজা।
  • ১৭৯৩ - জাঁ সযল্ভাইন বাইলয়, তিনি ছিলেন ফরাসি জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও রাজনীতিবিদ ১ম মেয়র।
  • ১৮৬৫ - এলিজাবেথ গাস্কেল, তিনি ছিলেন ইংরেজ লেখক।
  • ১৯১৬ - পারসিভালমাস্টার লোয়েল, তিনি ছিলেন আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী, গণিতবিদ ও লেখক।
  • ১৯২৯ - স্যার মণীন্দ্র চন্দ্র নন্দী, কাশিমবাজারের মহারাজা ও মানবতাবাদী ব্যক্তিত্ব।(জ.২৯/০৫/১৮৬০)
  • ১৯৪৬ - ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মদনমোহন মালব্য।(জ.২৫/১২/১৮৬১)
  • ১৯৬৯ - অজিতকুমার গুহ, বাঙালি শিক্ষাবিদ এবং লেখক। (জ.১৫/০৪/১৯১৪)
  • ১৯৭৬ - মিখাইল গুরেভিচ, তিনি ছিলেন রাশিয়ান বিমান ডিজাইনার, বোখারা সমবায়ের প্রতিষ্ঠিত।
  • ১৯৮১ - উইলিয়াম হোল্ডেন, মার্কিন অভিনেতা। (জ. ১৯১৮)
  • ১৯৮৯ - বিশ্বনন্দিত কমিউনিস্ট নেত্রী, স্পেনের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও স্পেনের গৃহযুদ্ধের নায়িকা ডলোরেস ইরারুর বির।
  • ২০০৭ - ইরা লেভিন, তিনি ছিলেন আমেরিকান লেখক ও নাট্যকার।
  • ২০১৩ - আলেকজান্ডার সেরেবরভ, তিনি ছিলেন রাশিয়ান প্রকৌশলী ও মহাকাশচারী।
  • ২০১৮ - স্ট্যান লি, মার্কিন কমিক বই লেখক, সম্পাদক, প্রযোজক ও প্রকাশক।(জ.২৮/১২/১৯২২)
  • ২০১৯ -রাম রে নামে সুপরিচিত ভারতের বিজ্ঞাপন জগতের এক কিংবদন্তি।(জ.২৭/০১/১৯৪৩)

ছুটি ও অন্যান্য সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা