বেলাল চৌধুরী

বাংলাদেশী কবি

বেলাল চৌধুরী (জন্ম : ১২ নভেম্বর, ১৯৩৮, মৃত্যু: ২৪ এপ্রিল, ২০১৮) বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে আবির্ভূত একজন আধুনিক বাঙালি কবি যাকে ষাট দশকের সঙ্গে চিহ্নিত করা হয়। তিনি সাংবাদিক, প্রাবন্ধিক, অনুবাদক এবং সম্পাদক হিসাবেও খ্যাতিমান। কাজের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৪ সালে পেয়েছেন একুশে পদক[] এবং ১৯৮৪ সালে কবিতায় বাংলা একাডেমি সাহিত্য অর্জন করেন।

বেলাল চৌধুরী
জন্ম(১৯৩৮-১১-১২)১২ নভেম্বর ১৯৩৮
শর্শদি গ্রাম, সদর উপজেলা, ফেনী জেলা, বাংলাদেশ
জাতীয়তা বাংলাদেশ
পেশাকবি, সাংবাদিক, অনুবাদক
পরিচিতির কারণআধুনিক বাঙ্গালী কবি
পুরস্কারএকুশে পদক

জন্ম ও শিক্ষাজীবন

সম্পাদনা

তার জন্ম ১৯৩৮ সালের ১২ই নভেম্বর বাংলাদেশের ফেনী জেলার ফেনী সদর উপজেলার অন্তর্গত শর্শদি গ্রামে। তার পিতা রফিকউদ্দিন আহমাদ চৌধুরী ও মা মুনীর আখতার খাতুন চৌধুরানী। তিনি দীর্ঘকাল ঢাকাস্থ ভারতীয় দূতাবাস কর্তৃক প্রকাশিত ভারত বিচিত্রা পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।[]

উল্লেখযোগ্য কাজ

সম্পাদনা
  1. বত্রিশ নম্বর
  2. মৃত্যুর কড়ানাড়া
  3. আমার কলকাতা
  4. নিরুদ্দেশ হাওয়ায় হাওয়ায়
  5. জীবনের আশ্চর্য ফাল্গুন
  6. যাওয়ার আগে আরেক চুমুক
  7. সেলাই করা ছায়া
  8. যে ধ্বনি চৈত্রে, শিমুলে

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

মৃত্যু

সম্পাদনা

২০১৭ সালের আগস্টে কিডনিজনিত সমস্যার কারণে বেলাল চৌধুরী হাসপাতালে ভর্তি হন। তারপর থেকেই শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে। ২০১৮ সালের এপ্রিল মাসে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল এবং ২৪ এপ্রিল বেলা ১২টায় ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান তিনি।[]

উনাকে তার গ্রামের বাড়ি ফেনীর জেলার অন্তর্গত শশর্দি গ্রামে ছায়া সুনিবিড় এক দিঘির পাড়ে উনার অন্যান্য আপনজন দের পাশে দাফন করা হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "এবার একুশে পদক পাচ্ছেন ১৫ জন"প্রথম আলো। ১১ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮ 
  2. "কবি বেলাল চৌধুরী আর নেই"দৈনিক ইত্তেফাক। ২৪ এপ্রিল ২০১৮। ২৯ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৮ 
  3. "কবি বেলাল চৌধুরী আর নেই | banglatribune.com"Bangla Tribune। ২০১৮-০৪-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-০৪-২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা