ইউরি আন্দ্রোপভ
ইউরি ভ্লাদিমিরোভিচ আন্দ্রোপভ (রুশ: Ю́рий Влади́мирович Андро́пов; জন্ম: ১৫ জুন, ১৯১৪ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪) সাবেক রুশ-সোভিয়েত রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী ও দেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। পূর্বসূরী লিওনিদ ব্রেজনেভের মৃত্যুজনিত কারণে প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন ও পনেরো মাস ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে তার মৃত্যুতে কনস্তান্তিন চেরনেনকো সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
ইউরি আন্দ্রোপভ Юрий Андропов | |
---|---|
মহাসচিব | |
কাজের মেয়াদ ১২ নভেম্বর, ১৯৮২ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪ | |
পূর্বসূরী | লিওনিদ ব্রেজনেভ |
উত্তরসূরী | কনস্তান্তিন চেরনেঙ্কো |
সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়াম সভাপতি | |
কাজের মেয়াদ ১৬ জুন, ১৯৮৩ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪ | |
পূর্বসূরী | ভাসিলি কুজনেতসভ (ভারপ্রাপ্ত) |
উত্তরসূরী | ভাসিলি কুজনেতসভ (ভারপ্রাপ্ত) |
৪র্থ রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির সভাপতি | |
কাজের মেয়াদ ১৮ মে, ১৯৬৭ – ২৬ মে, ১৯৮২ | |
প্রিমিয়ার | আলেক্সি কোসেগিন নিকোলাই টিখোনভ |
পূর্বসূরী | ভ্লাদিমির সেমিচেস্তনি |
উত্তরসূরী | ভিতালি ফিদোরচুক |
পলিটব্যুরোর পূর্ণাঙ্গ সদস্য | |
কাজের মেয়াদ ২৭ এপ্রিল, ১৯৭৩ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪ | |
পলিটব্যুরোর সদস্য প্রার্থী | |
কাজের মেয়াদ ২১ জুন, ১৯৬৭ – ২৭ এপ্রিল, ১৯৭৩ | |
সচিবালয় | |
কাজের মেয়াদ ২৪ মে, ১৯৮২ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪ | |
কাজের মেয়াদ ২৩ নভেম্বর, ১৯৬২ – ২১ জুন, ১৯৬৭ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | স্তানিৎসা নাগুতস্কায়া, স্তাভরোপোল গভার্নরতন্ত্র, রুশ সাম্রাজ্য | ১৫ জুন ১৯১৪
মৃত্যু | ৯ ফেব্রুয়ারি ১৯৮৪ মস্কো, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন | (বয়স ৬৯)
জাতীয়তা | সোভিয়েত |
রাজনৈতিক দল | সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি |
দাম্পত্য সঙ্গী | তাতিয়ানা আন্দ্রোপভা (মৃত্যু: নভেম্বর, ১৯৯১) |
সন্তান | ইগর আন্দ্রোপভ |
বাসস্থান | কুতুজোভস্কি প্রোজপেক্ত |
ধর্ম | নেই (নাস্তিক) |
স্বাক্ষর |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাভ্লাদিমির কনস্তান্তিনোভিচ আন্দ্রোপভ নামীয় এক রেলওয়ে কর্মকর্তার সন্তান ছিলেন ইউরি আন্দ্রোপভ। রাশিয়ার অন্যতম সম্ভ্রান্ত পরিবার ডন কোজাকের সদস্য ছিলেন তার বাবা।[১] তার মা ইয়েভগেনিয়া কার্লোভনা ফ্লেকেনস্তেইন ছিলেন মস্কোর সম্পদশালী ব্যবসায়ী কার্ল ফ্রেঞ্জোভিচ ফ্লেকেনস্তেইনের কন্যা। কার্ল ফ্রেঞ্জোভিচ ভাইবর্গ থেকে জার্মান-রুশ বংশোদ্ভূত ছিলেন।[২] আন্দ্রোপভ রাইবিনস্ক ওয়াটার ট্রান্সপোর্ট টেকনিক্যাল কলেজে পড়াশোনা করেছেন। শৈশবেই তের বছর বয়সে তার পিতা-মাতা মৃত্যুবরণ করেন।[৩] তরুণ বয়সেই ভারবাহক, টেলিগ্রাফের কেরানি এবং ভল্গার বাষ্পীয় জাহাজে নাবিক হিসেবে কাজ করেছেন।[৩]
রাজনৈতিক জীবন
সম্পাদনা১৯৩০ সালে কমসোমলে যোগ দেন আন্দ্রোপভ। ১৯৩৯ সালে কম্যুনিস্ট পার্টির সদস্য হন। এরপর ১৯৪০ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত ক্যারেলো-ফিনিশ প্রজাতন্ত্রের লেনিনবাদী কমিউনিস্ট যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রথম সচিবের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তিনি ফিনল্যান্ডে অবস্থান করেন ও সোভিয়েত ইউনিয়নের দখলকৃত এলাকায় সোভিয়েত রক্ষাকারী দলের সদস্য হিসেবে অক্ষশক্তির বিপক্ষে গেরিলা যুদ্ধে অবতীর্ণ হন। ১৯৪৪ সালে কমিউনিস্ট পার্টিতে কাজ করার জন্যে কমসোমল ত্যাগ করেন। ১৯৪৭ সালে তিনি ক্যারেলো-ফিনিশ প্রজাতন্ত্রের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে দ্বিতীয় সচিবরূপে নির্বাচিত হন।[৪] এরপর ১৯৫১ সালে মস্কোতে চলে আসেন ও দলের সদর দফতরে যোগ দেন।
১৯৫৪ সালে হাঙ্গেরীতে সোভিয়েত রাষ্ট্রদূতরূপে যোগ দেন। এ সময়ে হাঙ্গেরীয় মুক্তিযোদ্ধাদের আন্দোলন শুরু হয়। আন্দ্রোপভ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এ গণ-আন্দোলন নস্যাৎ করতে সাহায্য করেন। তিনি প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন ও সামরিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানান।[৫] ফলে, হাঙ্গেরীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গ্রেফতার হন ও ইমরে নেগিকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়।
দেহাবসান
সম্পাদনাফেব্রুয়ারি, ১৯৮৩ সালে আন্দ্রোপভ ডায়াবেটিসজনিত রোগে আক্রান্ত হন। আগস্ট, ১৯৮৩ সালে মস্কোর পশ্চিমাংসের সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে স্থায়ীভাবে ভর্তি হন ও আমৃত্যু অবস্থান করতে থাকেন। তার শুভাকাঙ্খিরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দলিলে স্বাক্ষরের জন্যে হাসপাতালে তাকে দেখতে আসতো। অতঃপর কিডনী বৈকল্যে মস্কোয় দেহাবসান ঘটে তার। তার মৃত্যুতে দেশব্যাপী চারদিনের শোক পালন করা হয়েছিল।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ The noble families from Don
- ↑ "Itogi no.40, 2008"। ২২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ ক খ A Dictionary of 20th Century Communism. Edited by Silvio Pons and Robert Service. Princeton University Press. 2010.
- ↑ БИОГРАФИЧЕСКИЙ УКАЗАТЕЛЬ
- ↑ Christopher Andrew and Vasili Mitrokhin, The Mitrokhin Archive: The KGB in Europe and the West, Gardners Books (2000), আইএসবিএন ০-১৪-০২৮৪৮৭-৭.
আরও দেখুন
সম্পাদনাটেমপ্লেট:Leaders of CPSU টেমপ্লেট:Supreme Soviet Chairmen টেমপ্লেট:Brezhnev Era