ইউরি ভ্লাদিমিরোভিচ আন্দ্রোপভ (রুশ: Ю́рий Влади́мирович Андро́пов; জন্ম: ১৫ জুন, ১৯১৪ - মৃত্যু: ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪) সাবেক রুশ-সোভিয়েত রাজনীতিবিদ, প্রধানমন্ত্রীদেশটির সর্বোচ্চ নেতা ছিলেন। পূর্বসূরী লিওনিদ ব্রেজনেভের মৃত্যুজনিত কারণে প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত হন ও পনেরো মাস ক্ষমতায় ছিলেন। পরবর্তীতে তার মৃত্যুতে কনস্তান্তিন চেরনেনকো সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী হয়েছিলেন।

ইউরি আন্দ্রোপভ
Юрий Андропов
১৯৭৪ সালে ইউরি আন্দ্রোপভ
মহাসচিব
কাজের মেয়াদ
১২ নভেম্বর, ১৯৮২ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪
পূর্বসূরীলিওনিদ ব্রেজনেভ
উত্তরসূরীকনস্তান্তিন চেরনেঙ্কো
সুপ্রিম সোভিয়েতের প্রেসিডিয়াম সভাপতি
কাজের মেয়াদ
১৬ জুন, ১৯৮৩ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪
পূর্বসূরীভাসিলি কুজনেতসভ (ভারপ্রাপ্ত)
উত্তরসূরীভাসিলি কুজনেতসভ (ভারপ্রাপ্ত)
৪র্থ রাষ্ট্রীয় নিরাপত্তা কমিটির সভাপতি
কাজের মেয়াদ
১৮ মে, ১৯৬৭ – ২৬ মে, ১৯৮২
প্রিমিয়ারআলেক্সি কোসেগিন
নিকোলাই টিখোনভ
পূর্বসূরীভ্লাদিমির সেমিচেস্তনি
উত্তরসূরীভিতালি ফিদোরচুক
পলিটব্যুরোর পূর্ণাঙ্গ সদস্য
কাজের মেয়াদ
২৭ এপ্রিল, ১৯৭৩ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪
পলিটব্যুরোর সদস্য প্রার্থী
কাজের মেয়াদ
২১ জুন, ১৯৬৭ – ২৭ এপ্রিল, ১৯৭৩
সচিবালয়
কাজের মেয়াদ
২৪ মে, ১৯৮২ – ৯ ফেব্রুয়ারি, ১৯৮৪
কাজের মেয়াদ
২৩ নভেম্বর, ১৯৬২ – ২১ জুন, ১৯৬৭
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯১৪-০৬-১৫)১৫ জুন ১৯১৪
স্তানিৎসা নাগুতস্কায়া, স্তাভরোপোল গভার্নরতন্ত্র, রুশ সাম্রাজ্য
মৃত্যু৯ ফেব্রুয়ারি ১৯৮৪(1984-02-09) (বয়স ৬৯)
মস্কো, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন
জাতীয়তাসোভিয়েত
রাজনৈতিক দলসোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি
দাম্পত্য সঙ্গীতাতিয়ানা আন্দ্রোপভা (মৃত্যু: নভেম্বর, ১৯৯১)
সন্তানইগর আন্দ্রোপভ
বাসস্থানকুতুজোভস্কি প্রোজপেক্ত
ধর্মনেই (নাস্তিক)
স্বাক্ষর

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ভ্লাদিমির কনস্তান্তিনোভিচ আন্দ্রোপভ নামীয় এক রেলওয়ে কর্মকর্তার সন্তান ছিলেন ইউরি আন্দ্রোপভ। রাশিয়ার অন্যতম সম্ভ্রান্ত পরিবার ডন কোজাকের সদস্য ছিলেন তার বাবা।[] তার মা ইয়েভগেনিয়া কার্লোভনা ফ্লেকেনস্তেইন ছিলেন মস্কোর সম্পদশালী ব্যবসায়ী কার্ল ফ্রেঞ্জোভিচ ফ্লেকেনস্তেইনের কন্যা। কার্ল ফ্রেঞ্জোভিচ ভাইবর্গ থেকে জার্মান-রুশ বংশোদ্ভূত ছিলেন।[] আন্দ্রোপভ রাইবিনস্ক ওয়াটার ট্রান্সপোর্ট টেকনিক্যাল কলেজে পড়াশোনা করেছেন। শৈশবেই তের বছর বয়সে তার পিতা-মাতা মৃত্যুবরণ করেন।[] তরুণ বয়সেই ভারবাহক, টেলিগ্রাফের কেরানি এবং ভল্গার বাষ্পীয় জাহাজে নাবিক হিসেবে কাজ করেছেন।[]

রাজনৈতিক জীবন

সম্পাদনা

১৯৩০ সালে কমসোমলে যোগ দেন আন্দ্রোপভ। ১৯৩৯ সালে কম্যুনিস্ট পার্টির সদস্য হন। এরপর ১৯৪০ থেকে ১৯৪৪ সাল পর্যন্ত ক্যারেলো-ফিনিশ প্রজাতন্ত্রের লেনিনবাদী কমিউনিস্ট যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রথম সচিবের দায়িত্ব পালন করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে তিনি ফিনল্যান্ডে অবস্থান করেন ও সোভিয়েত ইউনিয়নের দখলকৃত এলাকায় সোভিয়েত রক্ষাকারী দলের সদস্য হিসেবে অক্ষশক্তির বিপক্ষে গেরিলা যুদ্ধে অবতীর্ণ হন। ১৯৪৪ সালে কমিউনিস্ট পার্টিতে কাজ করার জন্যে কমসোমল ত্যাগ করেন। ১৯৪৭ সালে তিনি ক্যারেলো-ফিনিশ প্রজাতন্ত্রের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটিতে দ্বিতীয় সচিবরূপে নির্বাচিত হন।[] এরপর ১৯৫১ সালে মস্কোতে চলে আসেন ও দলের সদর দফতরে যোগ দেন।

১৯৫৪ সালে হাঙ্গেরীতে সোভিয়েত রাষ্ট্রদূতরূপে যোগ দেন। এ সময়ে হাঙ্গেরীয় মুক্তিযোদ্ধাদের আন্দোলন শুরু হয়। আন্দ্রোপভ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং এ গণ-আন্দোলন নস্যাৎ করতে সাহায্য করেন। তিনি প্রধানমন্ত্রী নিকিতা ক্রুশ্চেভের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন ও সামরিক হস্তক্ষেপের প্রয়োজনীয়তার কথা জানান।[] ফলে, হাঙ্গেরীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গ্রেফতার হন ও ইমরে নেগিকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়।

দেহাবসান

সম্পাদনা

ফেব্রুয়ারি, ১৯৮৩ সালে আন্দ্রোপভ ডায়াবেটিসজনিত রোগে আক্রান্ত হন। আগস্ট, ১৯৮৩ সালে মস্কোর পশ্চিমাংসের সেন্ট্রাল ক্লিনিক্যাল হাসপাতালে স্থায়ীভাবে ভর্তি হন ও আমৃত্যু অবস্থান করতে থাকেন। তার শুভাকাঙ্খিরা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও দলিলে স্বাক্ষরের জন্যে হাসপাতালে তাকে দেখতে আসতো। অতঃপর কিডনী বৈকল্যে মস্কোয় দেহাবসান ঘটে তার। তার মৃত্যুতে দেশব্যাপী চারদিনের শোক পালন করা হয়েছিল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. The noble families from Don
  2. "Itogi no.40, 2008"। ২২ অক্টোবর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৩ 
  3. A Dictionary of 20th Century Communism. Edited by Silvio Pons and Robert Service. Princeton University Press. 2010.
  4. БИОГРАФИЧЕСКИЙ УКАЗАТЕЛЬ
  5. Christopher Andrew and Vasili Mitrokhin, The Mitrokhin Archive: The KGB in Europe and the West, Gardners Books (2000), আইএসবিএন ০-১৪-০২৮৪৮৭-৭.

আরও দেখুন

সম্পাদনা

টেমপ্লেট:Leaders of CPSU টেমপ্লেট:Supreme Soviet Chairmen টেমপ্লেট:Brezhnev Era