সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা বা সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ নেতা ছিলেন সোভিয়েত ইউনিয়নের সর্বাধিনায়ক এবং দে ফ্যাক্তো রাষ্ট্রপ্রধান। সোভিয়েত ইউনিয়নের প্রধান নেতা পদটি ছিল কার্যত। সাংবিধানিকভাবে এর কোনো ভিত্তি ছিল না। সোভিয়েত ইউনিয়নের উনসত্তর বছরের ইতিহাসে এমন বেশকিছু নেতা এসেছিলেন, যারা সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী (আইনত সরকার প্রধান) বা চেয়ারম্যান (আইনত রাষ্ট্রপ্রধান) কোনো পদই গ্রহণ করেন নি, কিন্তু তারা ছিলেন সোভিয়েত ইউনিয়নের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব অর্থাৎ সর্বোচ্চ নেতা। অন্যসকল সমাজতান্ত্রিক রাষ্ট্রের মতোই সোভিয়েত ইউনিয়নেও দেশটির সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদকই মূলত সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে দেশটির প্রধান নেতা হিসাবে দায়িত্ব পালন করেছিলেন। এর পাশাপাশি তাদের কেউ কেউ প্রধানমন্ত্রী বা চেয়ারম্যান পদবীও গ্রহণ করেন।

তালিকা

সম্পাদনা
সময়কাল নাম প্রতিকৃতি কার্যালয়ের নাম প্রধান রাজনৈতিক মতবাদ
১৯২২-২৪ ভ্লাদিমির ইলিচ লেনিন   পিপলস কমিসারস কাউন্সিলের চেয়ারম্যান লেনিনবাদ
১৯২৪-৫৩ যোসেফ স্তালিন   সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক (১৯২৪-১৯৫২)
সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী (১৯৫২-১৯৫৩)
স্তালিনবাদ
১৯৫৩ গেওর্গি মালেনকোভ   সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী স্তালিনবাদ
১৯৫৩-৬৪ নিকিতা খ্রুশ্চেভ   সোভিয়েত কমিউনিস্ট পার্টির সম্পাদক খ্রুশ্চেভের থাবা
১৯৬৪-৮২ লিওনিদ ব্রেজনেভ   সোভিয়েত কমিউনিস্ট পার্টির মহাসচিব স্থবিরতার যুগ
১৯৮২-৮৪ ইউরি আন্দ্রোপভ   সোভিয়েত কমিউনিস্ট পার্টির মহাসচিব স্থবিরতার যুগ
১৯৮৪-৮৫ কনস্তান্তিন চেরনেনকো সোভিয়েত কমিউনিস্ট পার্টির মহাসচিব স্থবিরতার যুগ
১৯৮৫-৯১ মিখাইল গর্বাচেভ   সোভিয়েত কমিউনিস্ট পার্টির মহাসচিব (১৯৮৫-১৯৯০)
সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি (১৯৯০-১৯৯১)
পেরেস্ত্রোইকা

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা