সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি
রাজনৈতিক দল
সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি হল ভূতপূর্ব "সোভিয়েত ইউনিয়নের" একমাত্র বৈধ শাসক রাজনৈতিক দল এবং বিশ্বের অন্যতম বৃহৎ কমিউনিস্ট সংগঠন। ১৯৯১ সালের আগস্ট মাস থেকে এই দলটির আধিপত্যের অবসান ঘটে।
সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি Коммунистическая партия Советского Союза (Kommunisticheskaya partiya Sovetskogo Soyuza) | |
---|---|
নেতা | ভ্লাদিমির লেনিন |
প্রতিষ্ঠা | জানুয়ারি, ১৯১২ |
ভাঙ্গন | অগস্ট, ১৯৯১ |
মতাদর্শ | কমিউনিজম, মার্ক্সবাদ-লেনিনবাদ, স্তালিনবাদ |
আন্তর্জাতিক অধিভুক্তি | Comintern (১৯৪৩ পর্যন্ত) Cominform (১৯৫৬ পর্যন্ত) |
আনুষ্ঠানিক রঙ | লাল |
স্লোগান | Workers of the world, unite! |
সংগীত | The Internationale |
রাশিয়ান সোশ্যাল ডেমক্রেটিক লেবার পার্টির বলশেভিক গোষ্ঠী থেকে ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে এই দলটি উদ্ভূত হয়। ১৯১৭ সালে এই দলটি নেতৃত্বেই রুশ প্রাদেশিক সরকারকে ক্ষমতাচ্যুত করে অক্টোবর বিপ্লব সংঘটিত হয়, যার ফলস্বরূপ বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়।
বহিঃসংযোগসম্পাদনা
- Executive Bodies of the Communist Party of the Soviet Union (1917-1991)
- Program of the CPSU, 27th Party Congress (1986)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |