প্রাভদা (ইংরেজি ভাষায়: Pravda, রুশ: Правда, আ-ধ্ব-ব[ˈpravdə] (শুনুন)) সাবেক সোভিয়েত ইউনিয়ন ও সেন্ট্রাল কমিটি অব দ্য কমিউনিস্ট পার্টির ১৯১২ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত অফিসিয়াল মুখপাত্র ছিল।

Правда
প্রাভদা
উনিশ শতকের পঞ্চাশের দশকের প্রাভদার প্রধান পাতা, লেনিনের চিত্র সংবলিত এ পাতা ১৯৯১ সাল পর্যন্ত এরুপ অংগসজ্জা প্রদর্শন করতো।
ধরনদৈনিক সংবাদ পত্র
ফরম্যাটব্রডশীট
মালিকCommunist Party
of the Soviet Union
,
Communist Party of the Russian Federation
প্রতিষ্ঠাকালঅক্টোবর ৩, ১৯০৮
রাজনৈতিক মতাদর্শBolshevism, কমিউনিজম
ভাষাRussian language
সদর দপ্তরভিয়েনা
সেন্ট পিটার্সবার্গ
মস্কো
ওয়েবসাইটgazeta-pravda.ru

উৎপত্তি সম্পাদনা

ভিয়েনা প্রাভদা সম্পাদনা

প্রথম প্রাভদা ১৯০৫ সালে ইউক্রেরিয়ান স্পিলিকা পার্টি দ্বারা চালু হয়েছিল।

ইতিহাস সম্পাদনা

১৯১২ সালে ৫ মে প্রাভদার প্রকাশ। রুশভাষায় প্রাভদার অর্থ সত্য। পত্রিকাটি কেন্দ্র করে শ্রমিক সংবাদদাতা ও শ্রমিক লেখকদের একটি গোষ্ঠী তৈরি হয়। প্রথমে শ্রমিকদের দেওয়া অর্থ দিয়েই পত্রিকা চলতো। লেনিন প্রায়শই এ পত্রিকায় লিখতেন, সম্পাদকমন্ডলীকে নির্দেশ এবং লেখক সংগ্রহের পরামর্শ দিতেন। প্রাভদাকে বারে বারে আক্রমনের সম্মুখীন হতে হয়েছে, বহুবার নিষিদ্ধ হয়েছে এবং অন্য নামে প্রকাশিত হয়েছে।[১] জার রাশিয়া থেকে ইয়েলৎসিনের রাশিয়ায় একাধিকবার নিষিদ্ধ হয়েছে। ১৯৯১তে রাষ্ট্রপতি বরিস ইয়েলৎসিন প্রিন্টিং প্রেস, পত্রিকাদপ্তর থেকে প্রাভদার বিশাল সম্পত্তি অধিগ্রহণ করে। পরে পত্রিকাটিকে চাঙ্গা করা হয় গ্রিক ব্যবসায়ীর হাতে বিক্রি করার জন্য।

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. জাতীয় কর্মনীতির প্রশ্নাবলী, ভি আই লেনিন (১৯৬৪)। টীকা। কলকাতা: ন্যাশনাল বুক এজেন্সি। পৃষ্ঠা ২২৩। 

বহিঃসংযোগ সম্পাদনা