দে ফাক্তো
লাতিন শব্দ, যার অর্থ "কার্যত"
(দে ফ্যাক্তো থেকে পুনর্নির্দেশিত)
দে ফাক্তো[১] (লাতিন: de facto) বলতে বোঝায় রাজনীতিতে এমন সব সরকারি আইন বা নীতি যা রাষ্ট্রের সরকার কর্তৃৃক স্বীকৃৃত না হলেও বাস্তবে পক্ষে তা কার্যকর বা কার্যত। অর্থাৎ, তা আনুষ্ঠানিকভাবে স্বীকৃৃত না হলেও কার্যত ঘটমান। এর বিপরীত হল দে জুরি।
উদাহরণ সম্পাদনা
মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, যুক্তরাজ্য, আর্জেন্টিনাসহ বেশ কিছু দেশে কোনো সরকার কর্তৃৃক-স্বীকৃৃত ভাষা না থাকা সত্ত্বেও সকল দাপ্তরিক কাজ ইংরেজি বা ওই দেশের প্রধান ভাষা দ্বারা নিয়ন্ত্রিত হয়।