গ্রেগরি হেমিংওয়ে

মার্কিন চিকিৎসক

গ্রেগরি হ্যানকক হেমিংওয়ে (ইংরেজি: Gregory Hancock Hemingway; ১২ নভেম্বর ১৯৩১ - ১ অক্টোবর ২০০১) ছিলেন একজন মার্কিন চিকিৎসক ও স্মৃতিকথাকার। তিনি কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের তৃতীয় ও সর্বকনিষ্ঠ সন্তান এবং তিনি তার পিতার সাথে তার কাটানো সময় নিয়ে একটি স্মৃতিকথা রচনা করেন।[] তিনি পরবর্তীকালে লিঙ্গ পরিবর্তন সম্পর্কিত সমস্যায় ভুগেন এবং নিজেকে গ্লোরিয়া হেমিংওয়ে হিসেবে পরিচয় দিতেন।

গ্রেগরি হেমিংওয়ে
Gregory Hemingway
আনু. ১৯৫০-এর দশকে কিউবায় গ্রেগরি ও আর্নেস্ট হেমিংওয়ে
জন্ম
গ্রেগরি হ্যানকক হেমিংওয়ে

(১৯৩১-১১-১২)১২ নভেম্বর ১৯৩১
মৃত্যু১ অক্টোবর ২০০১(2001-10-01) (বয়স ৬৯)
কে বিস্কাইন, ফ্লোরিড, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিকেচাম সেমেটারি, কেচাম, আইডাহো
জাতীয়তামার্কিন
অন্যান্য নামগ্লোরিয়া, ভানেসা
পেশাচিকিৎসক, লেখক
পিতা-মাতা
আত্মীয়

গ্রেগরি হেমিংওয়ে ১৯৩১ সালের ১২ই নভেম্বর মিজুরির কানসাস সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে ও তার দ্বিতীয় স্ত্রী পলিন ফাইফারের দ্বিতীয় সন্তান। বাল্যকালে তাকে জিজি বা গিগ নামে ডাকা হত।[] যৌবনে তিনি তাকে গ্রেগ নামে ডাকতে পছন্দ করতেন। তিনি কানেটিকাটের ক্যাথলিক প্রাক-প্রাথমিক স্কুল ক্যান্টারবারি স্কুলে পড়াশোনা করেন এবং ১৯৪৯ সালে সেখান থেকে পাস করেন।[] তিনি অ্যানাপোলিসের সেন্ট জন্‌স কলেজ থেকে এক বছর পর ঝরে পড়েন এবং ১৯৫১ সালে ক্যালিফোর্নিয়া যাওয়ার পূর্বে তিনি কিছু সময় এয়ারক্রাফট মেকানিক হিসেবে কাজ করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. রবিনসন, জশুয়া (৭ অক্টোবর ২০০৮)। "Memories of Hemingway's Ball Field"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮ 
  2. ভ্যালেরি হেমিংওয়ে ২০০৪, পৃ. ১১৯, ১৬৭।
  3. Lou Mandler, "The Hemingways at Canterbury," The Hemingway Review, March 22, 2010।
  4. হোয়ার, ফিলিপ (১০ অক্টোবর ২০০১)। "Gregory Hemingway"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা