জ্যাক হেমিংওয়ে

কানাডিয়ান-আমেরিকান মৎস্যজীবী,সংরক্ষণকারী ও লেখক

জন হ্যাডলি নিকানর "জ্যাক" হেমিংওয়ে (ইংরেজি: John Hadley Nicanor "Jack" Hemingway; ১০ অক্টোবর ১৯২৩ - ১ ডিসেম্বর ২০০০) ছিলেন একজন কানাডীয়-মার্কিন মৎস্য শিকারী, সংরক্ষণবাদী ও লেখক। তিনি নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ের জ্যেষ্ঠ পুত্র।[১] তিনি ও তার সৎমা ম্যারি ওয়েলশ মিলে ১৯২০-এর দশকে প্যারিসের জীবন নিয়ে রচিত তার পিতার স্মৃতিকথা আ মুভেবল ফিস্ট (১৯৬৪)-এর সম্পাদনা করেন, যা আর্নেস্ট হেমিংওয়ের মৃত্যুর তিন বছর পর প্রকাশিত হয়। এছাড়া তিনি দুটি আত্মজীবনী রচনা করেন, সেগুলো হল মিসঅ্যাডভেঞ্চারস অব আ ফ্লাই ফিশারম্যান: মাই লাইফ উইথ অ্যান্ড উইদাউট পাপা (১৯৮৬) এবং আ লাইফ ওয়ার্থ লিভিং: দি অ্যাডভেঞ্চারস অব আ প্যাশনেট স্পোর্টসম্যান (২০০২)।[২]

জ্যাক হেমিংওয়ে
Jack Hemingway
Hemingway with his parents in 1926
জন্ম
জন হ্যাডলি নিকানর হেমিংওয়ে

(১৯২৩-১০-১০)১০ অক্টোবর ১৯২৩
মৃত্যুডিসেম্বর ১, ২০০০(2000-12-01) (বয়স ৭৭)
সমাধিকেচাম সেমেটারি, আইডাহো, মার্কিন যুক্তরাষ্ট্র
জাতীয়তাকানাডীয়-মার্কিন
নাগরিকত্বমার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনমন্টানা বিশ্ববিদ্যালয়
পেশামৎস্য শিকারী, সংরক্ষণবাদী, লেখক।
পিতা-মাতাআর্নেস্ট হেমিংওয়ে (পিতা)
হ্যাডলি রিচার্ডসন হেমিংওয়ে (মাতা)
আত্মীয়প্যাট্রিক হেমিংওয়ে
(সৎ ভাই)
গ্রেগরি হেমিংওয়ে
(সৎ ভাই)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জ্যাক হেমিংওয়ে ১৯২৩ সালের ১০ই অক্টোবর কানাডার অন্টারিওর টরন্টো শহরে জন্মগ্রহণ করেন। তিনি মার্কিন লেখক আর্নেস্ট হেমিংওয়ে ও তার প্রথম স্ত্রী হ্যাডলি রিচার্ডসনের একমাত্র সন্তান। প্যাট্রিকগ্রেগরি হেমিংওয়ে তার দুই সৎ ভাই। তার নামের অংশগুলো তার নামের নাম এবং বিখ্যাত ম্যাটাডর নিকানর ভিয়ালতা ই সেরেসের নাম থেকে নেওয়া হয়।[৩] গারট্রুড স্টেইন ও অ্যালিস বি. টকলাস তার ধর্মমাতা ছিলেন।[১]

যখন তিনি হামাগুড়ি দিতে শিখেন তখন তার টেডি-বিয়ারের মত আচরণের জন্য তাকে তার মাতা "বাম্বি" বলে ডাকতেন।[৪] তার শৈশব কাটে প্যারিস ও অস্ট্রীয় আল্পস পর্বতের পাদদেশে[৫] এবং এসময়ে তিনি এজরা পাউন্ড, জেমস জয়েস, ক্লার্ক গেবল, গ্যারি কুপারইংরিদ বারিমানদের সাথে সময় কাটানোর সুযোগ পান।[১]

তথ্যসূত্র সম্পাদনা

  1. মার্টিন, ডগলাস (৩ ডিসেম্বর ২০০০)। "Jack Hemingway Dies at 77; Embraced Father's Legacy"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৮ 
  2. হেমিংওয়ে, জ্যাক (২০০৪)। A Life Worth Living: The Adventures of a Passionate Sportsman (ইংরেজি ভাষায়)। গ্লোব পেকোট প্রেস। পৃষ্ঠা ২৬০। আইএসবিএন 9781592283354। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৮ 
  3. ওয়ার্কম্যান, ব্রুক (১৯৮৩)। "Twenty-Nine Things I Know about Bumby Hemingway"। দি ইংলিশ জার্নাল৭২: ২৮। ডিওআই:10.2307/816722 
  4. বার্নিস, কার্ট (১৯৮৩)। The Hemingway Women: Those Who Loved Him – the Wives and Others। নিউ ইয়র্ক: ডব্লিউ ডব্লিউ নর্টন অ্যান্ড কোং। 
  5. হমবার্গার, এরিক (৪ ডিসেম্বর ২০০০)। "Obituary: Jack Hemingway"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা