সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় বাঙালী অভিনেত্রী

সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় (জন্ম:১৮ নভেম্বর ১৯৯৭)[১][২] হলেন একজন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা। তিনি ২০০৮ সাল থেকে বাংলা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি মূলত বাংলা চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের জন্য পরিচিত।[৩]

সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়
জন্ম (1997-11-18) ১৮ নভেম্বর ১৯৯৭ (বয়স ২৬)
জাতীয়তা ভারত
মাতৃশিক্ষায়তনজুলিয়েন ডে স্কুল, গঙ্গানগর এবং সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা
পেশাঅভিনেত্রী ও গাইকা
কর্মজীবন২০০৮ -থেকে বর্তমান

প্রারম্ভিক জীবন সম্পাদনা

সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ২০০৭ সাল থেকে ২০০৮ সালে জি বাংলার ড্যান্স বাংলা ড্যান্স এ অংশ নেন এবং সেমি ফাইনাল পর্যন্ত পৌছান। তিনি লেখাপড়া করেছেন জুলিয়েন ডে স্কুল আইসিএসসি বোর্ড থেকে।[৪]

চলচ্চিত্র তালিকা সম্পাদনা

বছর  চলচ্চিত্র পরিচালক সহ-অভিনেতা ভাষা
২০০৮ আইনাতে[৫] দুলাল দে ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায় বাংলা
২০০৮ চির সাথি হরনাথ চক্রবর্তী হিরন চ্যাটার্জি, কোয়েল মল্লিক বাংলা
২০১০ মাটি ও মানুষ[৬] শিশির শাহানা তাপস পাল, রিমঝিম গুপ্ত বাংলা
২০১১ জীবন রঙ বেরাং[৭] Sanghamitra Chowdhury চিরঞ্জিত চক্রবর্তী বাংলা
২০১৩ অন্তিম স্বাশ সুন্দর ক্রিস অ্যালেন ইন্দ্রানী হালদার বাংলা
২০১৩ গয়নার বাক্স অপর্ণা সেন কঙ্কনা সেন শর্মা, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাংলা
২০১৪ গল্প হলেও সত্যি বিরসা দাশগুপ্ত সোহম চক্রবর্তী, মিমি চক্রবর্তী বাংলা
২০১৫ ওপেন টি বায়োস্কোপ[৮] Anindya Chatterjee ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী বাংলা
২০১৭ সমান্তরাল সৌমিত্র চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, ঋদ্ধি সেন বাংলা
২০২০ টিকি-টাকা ঋদ্ধি সেনের পাশাপাশি বিশেষ চরিত্রে বাংলা
২০২১ বিসমিল্লাহ ঋদ্ধি সেন , কৌশিক গাঙ্গুলি , শুভশ্রী গাঙ্গুলী বাংলা
অলৌকিক অভিজান আরণ্যক চ্যাটার্জি গৌরব চ্যাটার্জি , ঈশানি দে বাংলা
২০২২ বল্লভপুরের রূপকথা অনির্বাণ ভট্টাচার্য সত্যম ভট্টাচার্য, দেবরাজ ভট্টাচার্য বাংলা

এছাড়াও ডটার অফ ক্লাউডস (২০১৫), ঠিকানা (২০২০) ইত্যাদিতে কাজ করেছেন।

ওয়েব সিরিজ সম্পাদনা

বছর শিরোনাম ভূমিকা প্ল্যাটফর্ম মন্তব্য
২০১৯ শরতে আজ তিতির ZEE5

থিয়েটার পারফরম্যান্স সম্পাদনা

- তারায়ে তারায়ে , সৃজিতের উপন্যাস তারা ভোর আকাশের নিচের একটি রূপান্তর, কৌশিক সেন পরিচালিত , একটি স্বপ্নসন্ধানী প্রযোজনা, 2018।

- একলা চাওলো রে , উৎপল দত্তের একই নামের নাটকের একটি রূপান্তর, কৌশিক সেন পরিচালিত , স্বপ্নসন্ধানী প্রযোজনা, 2019।

গান সম্পাদনা

- " আরে সখা ", ওপেন টি বায়োস্কোপে

- উমা -তে অনুপম রায়ের সুরে " আলোশ্য " ।

- " কোন গোপন", অনিন্দ্য চ্যাটার্জী দ্বারা রচিত , ব্রহ্ম জেনেন গোপন কোমোতিতে ।

- থিকানায় "ঠিকনার খঞ্জে "

তথ্যসূত্র সম্পাদনা

  1. "পাগলা খাবি কি? ঝাঁঝেই বেঁচে যাবি"। India Times। ৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 
  2. "Surangana Bendyopadhyay"। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 
  3. "Meet the BBFs of Open Tee Bioscope"Times of India। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 
  4. "Surangana Banerjee - Indian Actress Singer & Dancer"Surangana Banerjee (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-০৬ 
  5. "Aainate (2008) Movie Review"Go Molo। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 
  6. "Bengali Movie - Mati O Manush (2010)"WBRI। ১ মার্চ ২০১০। ৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 
  7. "Bengali Film Review: Jiban Rang Berang (2011)"WBRI। ২২ এপ্রিল ২০১১। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 
  8. Dutt, Anjan (২০ জানুয়ারি ২০১৫)। "Open Tee Bioscope is a joyful gem of a movie"Telegraph। Calcutta, India। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৫ 

বহিসংযোগ সম্পাদনা