গয়নার বাক্স (চলচ্চিত্র)
গয়নার বাক্স হল বাংলা হাসির ভৌতিক চলচ্চিত্র। শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত দেশ পত্রিকায় প্রকাশিত ছোট গল্প রাসমনির 'সোনাদানা' অবলম্বনে গয়নার বাক্স ছবিটি নির্মিত হয়।[১][২][৩] এই ছবিটি ১২ই এপ্রিল ২০১৩ এ মুক্তি পায়।[৪]
গয়নার বাক্স | |
---|---|
পরিচালক | অপর্ণা সেন |
প্রযোজক | শ্রীকান্ত মোহতা মহেন্দ্র সোনি |
উৎস | গয়নার বাক্স, রাসমনির সোনাদানা শীর্ষেন্দু মুখোপাধ্যায় |
শ্রেষ্ঠাংশে | মৌসুমি চট্টোপাধ্যায় কঙ্কনা সেন শর্মা শ্রাবন্তী চট্টোপাধ্যায় শাশ্বত চট্টোপাধ্যায় |
সুরকার | দেবজ্যোতি মিশ্র |
চিত্রগ্রাহক | সৌমিক হালদার |
সম্পাদক | রবিরঞ্জন মৈত্র |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেস ফিল্ম |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪১ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাকাহিনীটি দেশভাগের সময় পূর্ববঙ্গের ফরিদপুর থেকে পশ্চিমবঙ্গের ইছাপুর সংলগ্ন নবাবগঞ্জে চলে আসা এক বিগতশ্রী বাঙালি হিন্দু জমিদার পরিবারের এক বিধবা কর্তৃক সঞ্চিত গয়নাকে কেন্দ্র করে গড়ে উঠেছে । কাহিনীর প্রধান চরিত্র রাসমণি ১১ বছর বয়সে বিধবা হওয়ার পর বাকী জীবনটা ভাইদের সংসারে থেকে নিজের ৫০০ ভরি (১ ভরি = ভারতে ১১.৫৫ গ্রাম, পাকিস্তানে ১২.৫ গ্রাম) সোনার গয়না একটি কাঠের বাক্সের মধ্যে আগলে রেখেছে । ১৯৪৯ সালে সেই পরিবারের ছোট ছেলে চন্দনের বউ রূপে পদার্পণ করে গরিব ঘরের মেয়ে সোমলতা । গয়নার প্রতি লোভ না থাকায় সোমলতাকে রাসমণির ভাল লেগে যায় । কিন্তু সোমলতার বিয়ের কিছুকাল পরেই রাসমণির মৃত্যু হয় । নিজের গয়নার প্রতি অত্যন্ত আসক্তির ফলে মৃত্যুর পর রাসমণি ভূতে পরিণত হয় । লোভী আত্মীয়দের হাত থেকে নিজের গয়না বাঁচাতে রাসমণির ভূত সেগুলি সোমলতার কাছে রক্ষণাবেক্ষণের জন্য তুলে দেয় ।
এদিকে জমিদারবংশের মর্যাদা রক্ষায় পরিবারের পুরুষরা চাকরি করে উপার্জন করতে অনিচ্ছুক হওয়ায়, চন্দনের বড়ভাইয়ের জুয়ার নেশায় এবং শরিকদের বিরুদ্ধে মামলা-মোকদ্দমার খরচ জোগাতে গিয়ে পরিবারের সঞ্চিত টাকা ক্রমশঃ ফুরিয়ে আসতে থাকে, কিন্তু রাসমণির ভূতের দাপটে সোমলতা সেই সঞ্চিত গয়না কারুর সামনে প্রকাশ করতে পারল না । অবশেষে সোমলতা গোপনে কিছু গয়না বন্ধক রেখে টাকার জোগাড় করে এবং সেই টাকা দিয়ে শাড়ী বিক্রির ব্যবসা শুরু করে । সোমলতার দক্ষ পরিচালনায় ব্যবসা অত্যন্ত ভালভাবে চলতে থাকে এবং বন্ধক রাখা গয়না ফেরত আনা হয় । এরই মধ্যে জানা যায় যে চন্দন এক বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছে । সোমলতা রাসমণির ভূতের কাছে এই ব্যাপারে নালিশ করলে ভূত তাকেও পরকীয়া সম্পর্ক পাতানোর পরামর্শ দেয় । সোমলতা রফিক নামে এক বাঙালি মুসলমানের প্রেমে পড়ে কিন্তু তাকে ছেড়ে দেয় । সোমলতাকে চরিত্রহীনা করতে না পেরে রাসমণির ভূত তাকে ছেড়ে তার মেয়ে চৈতালির সঙ্গে বন্ধুত্ব পাতায় ।
আধুনিকা, কলেজে-পড়া চৈতালির সঙ্গে রাসমণির ভূতের সম্পর্ক ভালভাবে জমে যায় । চৈতালির চেহারার সঙ্গে রাসমণির চেহারার মিল থাকায় সোমলতার ধারণা হয় যে রাসমণিই চৈতালি হয়ে আবার জন্মগ্রহণ করেছে, তাই সে রাসমণির গয়নায় ভরা বাক্স চৈতালির হাতে তুলে দেয় । কাহিনীর প্রেক্ষাপট এখন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধে উপস্থিত হয় । চৈতালির প্রেমিক বনোয়ারীলাল (ওরফে বেণু) নিয়তঃ সীমান্ত টপকে মুক্তিযোদ্ধাদের সাহায্য করত । পাকিস্তানি বাহিনীর গুলিতে বেণু নিহত হলে রাসমণির ভূতের পরামর্শে চৈতালি সেই ৫০০ ভরি গয়না মুক্তিবাহিনীকে দান করে এবং রাসমণির আত্মা অবশেষে প্রেতত্ব থেকে মুক্তি পায় ।
অভিনয়
সম্পাদনা- মৌসুমী চট্টোপাধ্যায় - রাসমণি
- কঙ্কনা সেন শর্মা - সোমলতা
- শ্রাবন্তী চট্টোপাধ্যায় - চৈতালি/যুবতী রাসমণি
- শাশ্বত চট্টোপাধ্যায় - চন্দন
- পরাণ বন্দ্যোপাধ্যায় - চন্দনের বাবা
- অপরাজিতা আঢ্য - চন্দনের বড়ভাইয়ের স্ত্রী
- পীযূষ গাঙ্গুলী - চন্দনের বড়ভাই
- মানসী সিনহা - চন্দনের মা
- মনু মুখোপাধ্যায় - চন্দনের জ্যাঠা
- কৌশিক সেন - রফিক
- কৌশিক রায় - বনোয়ারিলাল/রামখিলাও (এক নিম্নবর্ণীয় বিহারী হিন্দু মজুর যার সঙ্গে রাসমণি যৌবনে পরকীয়া করেছিল)
- সুদীপ্তা চক্রবর্তী - কমলা (চন্দনের প্রেমিকা)
- প্রদীপ মুখার্জী - ডাক্তার
সঙ্গীত
সম্পাদনানাম | গায়ক |
---|---|
আমার সোনার বাংলা | অরিজিত সিং |
বাংলা র্যাপ | পরাণ বন্দ্যোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, কঙ্কনা সেন শর্মা, পীযুষ গাঙ্গুলী, মৌসুমি চট্টোপাধ্যায় |
বাসনার গান | কৌশিকী চক্রবর্তী |
চন্দনা কুমকুম | পারমিতা, ইপ্সিতা, স্বেতা, দেবলিনা |
ও বনের ডুবা রে | পারমিতা, ইপ্সিতা, স্বেতা, দেবলিনা |
কি আছে গয়নার বাক্সে | অন্দিয়া চ্যাটার্জী, উপল সেন গুপ্ত |
নদী ওপারে ঘন কুয়াশা | রূপঙ্কর |
সখি রে | সুভা মুডগাল |
পুরস্কার
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গয়নার বাক্স"। টেলগ্রাফ। ১৭ অক্টোবর ২০১৭। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০১৭।
- ↑ "The Times of India ENTERTAINMENT"। ১৭ অক্টোবর ২০১৭।
- ↑ "Aparna Sen's next film based on Bengali story Goynar Baksho"। ১৭ অক্টোবর ২০১৭।
- ↑ "Aparna Sen's Goynar Baksho Bengali Film"। ১৭ অক্টোবর ২০১৭। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৭।