সাইফউদ্দিন আহমেদ মানিক
সাইফউদ্দিন আহমেদ মানিক (২৪ জুন ১৯৩৯ — ৩ ফেব্রুয়ারি ২০০৮) ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা।[১] তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক ছিলেন। গণফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেন।[২][৩]
সাইফউদ্দিন আহমেদ মানিক | |
---|---|
গণফোরামের সাধারণ সম্পাদক | |
কাজের মেয়াদ ১৯৯৬ – ২০০৮ | |
পূর্বসূরী | পদ সৃষ্টি |
উত্তরসূরী | মোস্তফা মোহসীন মন্টু |
সিপিবির সভাপতি | |
কাজের মেয়াদ ৮ অক্টোবর ১৯৯১ – ১৫ জুন ১৯৯৩ | |
পূর্বসূরী | মণি সিং |
উত্তরসূরী | সহিদুল্লাহ চৌধুরী |
ছাত্র ইউনিয়নের সভাপতি | |
কাজের মেয়াদ ১৯৬৬ – ১৯৬৯ | |
পূর্বসূরী | মতিয়া চৌধুরী |
উত্তরসূরী | মোহাম্মদ সামসুদ্দোহা |
ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক | |
কাজের মেয়াদ ১৯৬৫ – ১৯৬৬ | |
পূর্বসূরী | নুরুল রহমান |
উত্তরসূরী | মোহাম্মদ সামসুদ্দোহা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ২৪ জুন ১৯৩৯ জলপাইগুড়ি, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত |
মৃত্যু | ৩ ফেব্রুয়ারি ২০০৮ ঢাকা |
সমাধিস্থল | শহীদ বুদ্ধিজীবী কবরস্থান মিরপুর, ঢাকা |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | গণফোরাম |
অন্যান্য রাজনৈতিক দল | বাংলাদেশের কমিউনিস্ট পার্টি |
দাম্পত্য সঙ্গী | ফাওজিয়া মুসলিম |
সম্পর্ক | শহীদ উদ্দিন সেলিম (ভাই) |
সন্তান | ২ মেয়ে |
পিতামাতা | সিদ্দিক আহমদ (পিতা), আলিফা খাতুন (মাতা) |
বাসস্থান | ৪৫/১ গোপীবাগ, ঢাকা |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল |
পেশা | রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব |
তিনি ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।[২]
প্রাথমিক জীবন
সম্পাদনাসাইফউদ্দিন আহমেদ মানিক ২৪ জুন ১৯৩৯ সালে ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা মৌলবি সিদ্দিক আহমদ ছিলেন একজন শিক্ষক এবং মাতা আলিফা খাতুন।[২][১]
তার পৈত্রিক নিবাস ফেনীর পরশুরামের ধনিকুন্ডা গ্রামে। ১৯৪৮ সালের পর তিনি পিতামাতার সঙ্গে ঢাকার গোপীবাগে বসবাস শুরু করেন।[২][১]
তিনি ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাই স্কুল থেকে ১৯৫৪ সালে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ১৯৫৬ সালে আইএ পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এমএ পাশ করেন।[২]
রাজনৈতিক জীবন
সম্পাদনাসাইফউদ্দিন আহমেদ মানিক ১৯৬২ সালে সামরিক শাসন এবং শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী ছাত্র আন্দোলনে তিনি যুক্ত হন। ১৯৬৫ সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং ১৯৬৬ সালে ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি ছিলেন। আইউব খান বিরোধী ছাত্র আন্দোলনে ১১ দফা কর্মসূচির প্রণেতাদের একজন, ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা এবং উনসত্তুরের গণঅভ্যুত্থানের নেতাদের একজন ছিলেন।[২]
তিনি ১৯৬৯ সালে শ্রমিক আন্দোলনে যোগ দিয়ে ডেমরার বাওয়ানি পাটকল শ্রমিক ইউনিয়নের সভাপতি হন। তিনি পরে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মনোনীত হন।[২]
মুক্তিযুদ্ধে তিনি ছিলেন সিপিবি, ন্যাপ ও ছাত্র ইউনিয়ন কর্মীদের নিয়ে গঠিত যৌথ গেরিলা বাহিনীর সংগঠকদের একজন ছিলেন। ১৯৭১ সালে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন।[১][২]
তিনি ১৯৮৭ সালের ১১ এপ্রিল থেকে ১৯৯১ সালের ৮ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সহ-সাধারণ সম্পাদক ও ১৯৯১ সালের ৮ অক্টোবর থেকে ১৯৯৩ সালের ১৫ জুন পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।[২][১]
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-৪ আসন থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।[৪]
গণফোরাম গঠনেও তিনি ভুমিকা রাখেন এবং ১৯৯৬ সাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[২][১]
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক ছিলেন।[২]
পারিবারিক জীবন
সম্পাদনাসাইফউদ্দিন আহমেদ মানিক ফাওজিয়া মুসলিমকে বিয়ে করেন। এই দম্পতীর ২ মেয়ে জয়া ও গীতা।[১]
সাইফউদ্দিন আহমেদ মানিকের ছোট ভাই শহীদ উদ্দিন আহমেদ সেলিম একজন পেশাদার ফুটবলার ছিলেন, যিনি ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন। সেলিমও ৫ জানুয়ারী ২০২২ সালে ৬৯ বছর বয়সে ওরাল ক্যান্সারে মারা যান।[১]
মৃত্যু
সম্পাদনাসাইফউদ্দিন আহমেদ মানিক ৩ ফেব্রুয়ারি ২০০৮ সালে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জাতীয় ঈদগাহে শেষ জানাজা শেষে তাকে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।[২][১][৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "Saifuddin Manik passes away"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০০৮। ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট ঠ চপল বাশার (৪ মার্চ ২০১৫)। "মানিক, সাইফউদ্দিন আহমেদ"। বাংলাপিডিয়া। ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
- ↑ ক খ "সাইফউদ্দিন মানিকের মৃত্যুবার্ষিকী আজ"। দৈনিক প্রথম আলো। ৩ ফেব্রুয়ারি ২০১৬। ২৩ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২৪।
- ↑ "সাইফুদ্দিন মানিক, আসন নং: ১৭৭, ঢাকা-৪, দল: সিপিবি (কাস্তে)"। দৈনিক প্রথম আলো। ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪।