শারলিন ফারজানা

বাংলাদেশী মডেল ও অভিনেত্রী

শারলিন ফারজানা একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী। তিনি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন।

শারলিন ফরজানা
জন্ম১৯৯০
ঢাকা, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাএল.এল.বি
মাতৃশিক্ষায়তনলন্ডন বিশ্ববিদ্যালয়
পেশাঅভিনেত্রী, নৃত্য, মডেল (ব্যক্তি)
কর্মজীবন২০০৮ – বর্তমান
দাম্পত্য সঙ্গীএহসানুল হক
সন্তান
পিতা-মাতা
  • শাহজাহান সিদ্দিক (পিতা)
  • ফরিদা খান হেনা (মাতা)

ব্যক্তিগত জীবন সম্পাদনা

শার্লিনের এক ছোট ভাই আছে[১] তিনি ২৩ নভেম্বর ২০১৯ সালে এহসানুল হককে বিয়ে করেন।[২][৩] তিনি একজন পুত্রসন্তানের জননী। ২০২০ সালের নভেম্বর মাসে তার সন্তানের জন্ম হয়।[৪][৫]

প্রাথমিক জীবন সম্পাদনা

শার্লিন ফারজানা ১৯৯২ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি সম্পন্ন করেন। তিনি বুলবুল ললিতকলা একাডেমি থেকে শাস্ত্রীয় নৃত্যের পাঠ নিয়েছিলেন এবং তাঁর কাথক অভিনয়ের জন্য একটি শংসাপত্রও জিতেছিলেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে শিশু শিল্পী হিসাবেও তালিকাভুক্ত হয়েছিলেন। তিমি স্কুলে থাকাকালীন পঞ্চম শ্রেণীতে জাতীয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঢাকা জুড়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেন। ভিকারুনিসা নুন স্কুল থেকে স্নাতক হওয়ার পর তিনি একই কলেজে ভর্তি হন।

শার্লিন ঢাকার শিকদার মেডিকেল কলেজে ভর্তি হয়, কারণ তার বাবা-মা সবসময় চেয়েছিলেন যে তিনি একজন ডাক্তার হবেন। কিন্তু তার আইন নিয়ে পড়াশোনা করতে খুব আগ্রহ ছিল। তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় একটি বহিরাগত প্রোগ্রামের মাধ্যমে আইন বিষয়ে পড়াশোনা করেন।[৬]

কর্মজীবন সম্পাদনা

২০০৮ সালে তিনি 'প্যান্টেনে ইউ গেট দ্য লুক' সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন[৭][৮] তিনি প্রতিযোগিতায় 'সেরা চেহারা' এর জন্য পুরস্কার জিতেছিলেন।[৯][২][৪] তিনি জাগো নামে একটি চলচ্চিত্র অভিনয় করেছিলেন যেখানে তিনি ২০১০ সালে রুখসানা নামে এক তরুণ সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছিলেন। গ্রামীণফোন এবং সেইলন টি টিভিসি ছিল তাঁর প্রথম দিনের কাজ।

তিনি প্রধানত টিভি নাটকে অভিনয় করেছেন-ওয়াদা, টু লাভ ইউ মোর, দ্য মিসার, বিন্দুতে ফেরা, হোতাথ তোমর জোন্নো, কাম ফ্রম ভুয়া পুর, লাইফ অ্যান্ড ফিওনা, পোড্ডোপাতা, ভালোবশার ফানুশ, জে তুমি হোরন কোরো, তোমর অমর বিয়, তুকরো প্রেমার বাধোন, মেঘ ব্রিস্টির আলাপন, মেঘনিল, বিন্দুতে ফিরা টু লেট ব্যাচেলর ইত্যাদি।[১০]

শার্লিন ফারজানা হলেন প্যান্টিন প্রো-ভি (বর্তমান) -এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। শার্লিন ফারজানা একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'সাথিয়া' তেও অভিনয় করেছিলেন। তিনি তারিক আনাম খানের নাটোক নাট্য মঞ্চ গ্রুপ নাটোকেন্দ্র-এ অংশ নিয়েছিলেন।[১১] তারজনপ্রিয় টেলিভিশন পরিচালক, নাট্যকার এবং সঙ্গীতশিল্পী মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত 'ঊনপঞ্চাশ বাতাস' সর্বশেষ চলচ্চিত্র।,[১২][১৩] রেড অক্টোবরের ব্যানারে চলচিত্রটি প্রযোজনা করেছেন আসিফ হানিফ।[১৪]

কর্মতালিকা সম্পাদনা

টেলিভিশন ড্রামা সম্পাদনা

বছর ড্রামা সহ-শিল্পী পরিচালক নেটওয়ার্ক
২০১৪ প্রতিদিনের একদিন আফরান নিশো দেওয়ান সামসুর রকিব
২০১৪ হটাৎ তোমার জন্য তাহসান রহমান খান, শাওন হক হক, ফেরদৌসী লিনা, ফারহানা ইয়াসমিন ইভা,

রিশতা, অনন্যা চৌধুরী, অনি, পার্থ প্রতিম মৃধা, আদনান

তানিম রহমান অংশু।
২০১৫ ফ্যানপেজ[১৫] অপূর্ব, মুমতাহিনা বুনি টয়া, আনন্দ খালেদ, প্রনিল র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট
২০১৬ লাইফ এন্ড ফিওনা[১৬] আফরান নিশো, শ্যামল মাওলা তানিম রহমান ওংশু
২০১৬ কাকতাড়ুয়ার প্রেম অপূর্ব, মৌ, অপূর্ব, সিয়াম
২০১৭ সার্টিফিকেট ফেরত আফরান নিশো কে এম নায়েম আরটিভি
২০১৭ মন জানালা অপূর্ব, তারিন, মনির খান শিমুল, শর্মিলী আহমেদ, নজরুল ইসলাম রাজু এনটিভি
২০১৭ তোমার আমার বিয়ে শজল
২০১৭ মেঘ বৃষ্টির আলাপন অপূর্ব
২০১৭ বলা হলো না[১৭] অপূর্ব
২০১৭ না বলা সেই ডায়েরি[১৮] অপূর্ব
২০১৭ আনমনে[১৯] অপূর্ব
২০১৭ বিন্দুতেই ফেরা অপূর্ব
২০১৭ টুকরো প্রেমের বাঁধনে
২০১৭ চক্র
২০১৭ ওয়াদা আফরান নিশো, মুনিরা মিঠু, বাসর বাপ্পি, উজ্জল চৌধুরী, রাকিব রাশেদ মেহেদী হাসান জনি
২০১৭ মেঘনীল রিয়াজ, আশিক মুনির, রোয়া
২০১৭ যে তুমি হরণ করো আফরান নিশো, নওশাবা, তাহসিন মাহমুদ দিদার
২০১৭ বুলির বেলকনি[২০] মোশাররফ করিম, শার্লিন, ঝুনা
২০১৭ আমি জয়নাল, ভুয়াপুর থেকে আসি শতাব্দী ওয়াদুদ, রোমানা স্বর্ণা, টুটুল চৌধুরী, নূর এ আলম নয়ন, কোচি রবিউল ইসলাম প্রধান
২০১৭ দাস কেবিন ইরেশ যাকের ও আজাদ আবুল কালাম মাসুদ হাসান উজ্জ্বল
২০১৭ আটপৌরে জীবনের গান[২১] আফরান নিশো ও নওশাবা এনটিভি
২০১৭ টুকরো প্রেমের বাঁধনে আফরান নিশো, ওমর আজিজ, বাসার বাপ্পি, বিরোহী মুখতার এনটিভি
২০১৭ ডেইলি ফ্রেইট নিঘ্ত: ক্রিপি কর্মা শজল নূর জিটিভি
২০১৭ অপেক্ষার শেষ দিনে অপূর্ব, সায়েম, ঝুমুর, লামিয়া মিজানুর রহমান আরিয়ান
২০১৭ পদ্মপাতা মাজনুন মিজান, এফ এস নাঈম নাজমুল হুদা শাপলা র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট
২০১৭ নীল কাব্য তৌকীর আহমেদ, বন মির্জা, শাহেদ শরিফ খান, শারলিন ফারজানা,

বিথী রানী সরকার, নুরে আলম নয়ন, ওবিদ রেহান,

তৌকীর আহমেদ র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট
২০১৭ ভালোবাসার সম্পাদকীয় জন কবির, জিয়াউল হাসান কিসলু, সায়রা, সিয়াম এনটিভি
২০১৭ কভার স্টোরি রিয়াজ, তানিয়া, বাবু
২০১৮ সরি টু[২২] অপূর্ব
২০১৮ সেই ছেলেটা অপূর্ব
২০১৮ আমার লেখা তোর কাছে প্রথম চিঠি আফরান নিশো, বিরোহী মোক্তার মোঃ মেহেদী হাসান জনি
২০১৮ তাই তোমার গল্পে অপূর্ব, মমো আলী, মৌরিতা জুঁই, দুর্লভ হাসান, এইচ এম ফিরোজ মোঃ মেহেদী হাসান জনি
২০১৮ সহজ সরল ছেলেটা আফরান নিশো, মিলি বাশার, রূপম, মোঃ মেহেদী হাসান জনি
২০১৮ স্ট্যান্ড উপ নাদিম শজল নূর শ্রাবণী ফেরদৌস
২০১৮ অভিনয় তারিক আনাম খান, হাসনাত রিপন, আশুক বেপারী, হিন্দুল রায়, দাউদ নুর রাফাত মজুমদার রিংকু
২০১৮ অভিমানী ইরফান সাজ্জাদ, সাবেরী আলম
২০১৮ বাইশে শ্রাবণ সিয়াম আহমেদ, শেলী হাসান সুমন আনোয়ার
২০১৯ শূন্যতায় আফরান নিশো সঞ্জীব সাহা সঞ্জু
২০১৯ না বলা সেই ডায়েরি অপূর্ব
২০১৯ টি মিসের অপূর্ব, প্রেমা, মনিরা মিঠু মোঃ মেহেদী হাসান জনি
২০১৯ টো লেট ব্যাচেলর সিয়াম, জোভান, নাদিয়া, আইরিন
২০১৯ অধিকার আফরান নিশো
২০১৯ উহা একটি প্রেম ছিল শজল নূর এনটিভি
২০১৯ অচেনা মেঘের সন্ধানে আফরান নিশো মাছরাঙা টিভি
২০১৯ ভালোবাসার নিলাম জোভান
২০১৯ উপহার আফরান নিশো
২০১৯ টি ডার্ক নিঘ্ত | এক রাতের গল্প জোভান, তামিম মৃধা, ঝোরা
২০১৯ ন্যাপথলিন আফরান নিশো গোলাম মুক্তাদির একুশে টেলিভিশন
২০১৯ ক্রাইম রিপোর্ট অপূর্ব
২০২০ দূর থেকে অপূর্ব
২০২১ টি নিঘ্ত গার্ড আফরান নিশো, মেহেদী হাসান জনি | অনিক মোঃ মেহেদী হাসান জনি
২০২১ যখন বসন্ত আফরান নিশো, হারুন উর রশিদ, আজম খান, অপর্ণা তানিম রহমান অংশু

ড্রামা সিরিজ সম্পাদনা

বছর ড্রামা সিরিজ সহ-শিল্পী পরিচালক নেটওয়ার্ক
২০২১ লোটাকম্বল[২৩] আফরান নিশো, আবুল হায়াত, আহমেদ রুবেল, তমালিকা কর্মকার, ফজলুল হক, নোভা, খলিলুর রহমান কাদেরী,

জেবুন্নেসা সোবহান টুনটুনি, হিন্দোল রায়, রৌনক রিপন

গোলাম মুক্তাদির

টেলিফিল্ম সম্পাদনা

বছর টেলিফিল্ম সহ-শিল্পী পরিচালক নেটওয়ার্ক
২০১৭ বন্ধু অপূর্ব, জভান, নাদিয়া জিটিভ, র‍্যাবিটহোলবিডি এন্টারটেইনমেন্ট
২০১৮ তোমায় নিয়ে গল্প হোক আফরান নিশো মাছরাঙা টিভি
২০১৮ সুমনা রওনক হাসান নাজমুল হুদা শাপলা
২০১৯ আর্টিস্ট মজনু খাঁ[২৪] আফরান নিশো মাছরাঙা টিভি
২০২০ টু লাভ ইউ মোর[২৫] আফরান নিশো মাছরাঙা টিভি

শর্ট ফিল্ম সম্পাদনা

  • সাথিয়া

চলচ্চিত্র সম্পাদনা

বছর চলচ্চিত্র চরিত্র পরিচালক নোট তথ্য
২০১০ জাগো রুকসানা আঞ্জুমান খিজির হায়াত খান
২০২০ ঊনপঞ্চাশ বাতাস নীরা মাসুদ হাসান উজ্জ্বল [২৬]

টেলিভিশন বিজ্ঞাপন সম্পাদনা

সিলন টি[২৭] (২০১৩)

গ্রামীণফোন ক্লিয়ার কাট[২৮] (২০১৪)

স্বামীর যত্ন[২৯] (২০১৮)

ওয়েব সিরিজ সম্পাদনা

বছর সিরিজ সহ-শিল্পী পরিচালক
২০১৭ ফেলুদা[৩০] পরমব্রত চট্টোপাধ্যায়, তারিক আনাম খান, ঋদ্ধি সেন

তথ্যসূত্র সম্পাদনা

  1. শারলিন ফারজানার দেশের বাহিরে ঈদ কাটানো নিয়ে মজার একটি গল্প Sarlin Farzana Eid day in London & India (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  2. "Sharlin Farzana reveals she married Ehsanul"The New Nation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  3. "Sharlin's new chapter in life | The Asian Age Online, Bangladesh - ENA News"ena-news.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  4. বিরতি কাটিয়ে ফিরছেন শার্লিন ফারজানাBangladesh Journal Online। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  5. বাংলাদেশ, Daily Bangladesh :: ডেইলি। "Sharlin Farzana blessed with baby boy"Daily Bangladesh (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "The sky is the limit"Star Campus। The Daily Star। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  7. Pantene You Got the Look 2008 (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  8. "And the winner is..."The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৮-০২। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  9. "Have You Got the Look?", Lifestyle Shopping, Routledge, পৃষ্ঠা 161–180, ২০০৩-০৯-০২, আইএসবিএন 978-0-203-41307-4, ডিওআই:10.4324/9780203413074-14, সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  10. "Sharlin's thinking revolves around Cinema"The Daily Inqilab 
  11. "Sharlin Farzana in theatre play to make her big screen debut"The New Nation (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  12. "Unoponchash Batash's trailer released, in theatres on March 13"Dhaka Tribune। ২০২০-০২-২৩। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  13. "The highs and lows of the film industry in 2020"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০২০-১২-৩১। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  14. "Ujjal bringing new faces through 'Unoponchash Batash'"Dhaka Tribune। ২০১৮-০১-০১। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  15. FanPage FULL HD ft Apurbo, Sharlin, Toya | ফ্যান পেইজ । Full (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  16. "Telefilm "Life and Fiona" on ntv"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৪-১০-০৯। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  17. "Apurba-Sharlin paired in five Eid plays"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  18. "Sharlin pairs up with Apurba in four tele-dramas this Eid"Daily Sun (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  19. "Apurba-Sharlin paired in five Eid plays"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-৩০। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  20. Special Comedy Natok | Bulir Belkuni | Mosharraf Korim, Sharlin, Jhuna | Bangla Funny Natok (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  21. "Sharlin, Nisho, Nawshaba work together in a drama"Daily Sun (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  22. Sorry Too | সরি ঠু | Apurbo | Sharlin Farzana | Jony | Bangla Eid Natok 2018 (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  23. Lotakambal | Episode 01-05 | লোটাকম্বল | Afran Nisho | Sharlin Farzana | Bangla New Natok (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  24. Artist Mojnu Kha | Afran Nisho, Sharlin Farzana | Telefilm | Maasranga TV | 2019 (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  25. To love You More | Afran Nisho, Sharlin Farzana | Bangla Telefilm | Maasranga TV | 2020 (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  26. "Unoponchash Batash: romantic Bangla movie is back"New Age (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  27. Seylon Tea TVC (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  28. Grameen Phone Clear Cut TVC-2014,"HoneyMoon naki Sir ?" - Joy K Roy Chowdhury (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  29. Senora TVC। Husband's Care । 2018 । 55 Sec (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 
  30. "Feluda's journey to Bangladesh"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৮-০২। সংগ্রহের তারিখ ২০২১-০৪-৩০ 

বহিঃসংযোগ সম্পাদনা

ইন্টারনেট মুভি ডেটাবেজে শারলিন ফারজানা (ইংরেজি)