রূপগঞ্জ উপজেলা

নারায়ণগঞ্জ জেলার একটি উপজেলা

রূপগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

রূপগঞ্জ
উপজেলা
রূপগঞ্জ ঢাকা বিভাগ-এ অবস্থিত
রূপগঞ্জ
রূপগঞ্জ
রূপগঞ্জ বাংলাদেশ-এ অবস্থিত
রূপগঞ্জ
রূপগঞ্জ
বাংলাদেশে রূপগঞ্জ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৭′৫২″ উত্তর ৯০°৩১′৫″ পূর্ব / ২৩.৭৯৭৭৮° উত্তর ৯০.৫১৮০৬° পূর্ব / 23.79778; 90.51806 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
আসননারায়ণগঞ্জ ০১ আসন
সরকার
 • মাননীয় মন্ত্রীগোলাম দস্তগীর গাজী (আওয়ামী লীগ)
আয়তন
 • মোট২৩৪.৭৬ বর্গকিমি (৯০.৬৪ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট৪,০৩,৬২৯
 • জনঘনত্ব১,৭০০/বর্গকিমি (৪,৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৩০ ৬৭ ৬৮
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তনসম্পাদনা

রূপগঞ্জ উপজেলার অবস্থান ২৩°৪৭′৩৫″ উত্তর ৯০°৩১′০০″ পূর্ব / ২৩.৭৯৩১° উত্তর ৯০.৫১৬৭° পূর্ব / 23.7931; 90.5167। রাজধানী ঢাকার পূর্ব সীমানায় শীতলক্ষ্যার নদীর তীরে গড়ে উঠা জনপদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা। ভৌগোলিক ভাবে এ উপজেলার উত্তরে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলানরসিংদী জেলার পলাশ উপজেলা, দক্ষিণে সোনারগাঁও উপজেলা, পূর্বে আড়াইহাজার উপজেলানরসিংদী সদর উপজেলা, পশ্চিমে ঢাকার ডেমরা থানা, খিলগাঁও থানা, বাড্ডা থানাখিলক্ষেত থানা। আয়তন প্রায় ১৭৬ বর্গকিলোমিটার বা ৬৮.০২ বর্গমাইল।

ইতিহাসসম্পাদনা

রূপগঞ্জ নামের সঠিক ইতিহাস পাওয়া যায় না। অনুসন্ধানে ভিন্নি ভিন্ন মত পাওয়া গেছে। কথিত আছে রূপবাবু নামে এ এলাকায় একজন প্রভাবশালী তালুকদার ছিলেন যার নামানুসারে রূপগঞ্জের নামকরণ করা হয়েছে।

এলাকা সংক্রান্ত তথ্যসম্পাদনা

আয়তন ২৩৪.৭৬ বর্গ কিলোমিটার।
ইউনিয়নের সংখ্যা ০৭ টি
পৌরসভার সংখ্যা ০২টি
গ্রামের সংখ্যা ২২২টি
মৌজার সংখ্যা ১৪৫টি
মোট ভূমির পরিমান ২,৭৫,৩৩৩ একর
ভোটার সংখ্যা ২,৭৪,৭০৭ জন

পুরুষ-১,৩৮,২০৯জন

মহিলা-১,৩৬,৪৯৮ জন

ইউনিয়ন সংখ্যাসম্পাদনা

  1. ভোলাব ইউনিয়ন
  2. মুড়াপাড়া ইউনিয়ন
  3. ভুলতা ইউনিয়ন
  4. গোলাকান্দাইল ইউনিয়ন
  5. দাউদপুর ইউনিয়ন
  6. রূপগঞ্জ ইউনিয়ন
  7. কায়েতপাড়া ইউনিয়ন
  8. কাঞ্চন পৌরসভা
  9. তারাব পৌরসভা

উপজেলার দর্শনীয় স্থানসম্পাদনা

  1. রাসেল পার্ক রূপগঞ্জ
  2. জিন্দা পার্ক
  3. মুড়াপাড়া রাজবাড়ি
  4. চারিতালুক, পাল বাড়ী
  5. সুবর্ণগ্রাম
  6. পন্ড গার্ডেন কুদ্দুস পার্ক
  7. লা-রিভারিয়া রিসোর্ট
  8. শীতলক্ষ্যা ওয়াটারফ্রন্ট রিসোর্ট

জনসংখ্যা বিষয়ক তথ্যসম্পাদনা

জনসংখ্যা ৪,০৩,৬২৯ জন
পুরুষ ২,১৫,০১৯ জন
মহিলা ১,৮৮,৬১০ জন
খানার সংখ্যা ৮১,৭৬৪
পরিবার প্রতি গড় লোকসংখ্যা ৪.৯৪ জন
জনসংখ্যার ঘনত্ব ২,২৯১ জন
পুরুষ ও নারীর অনুপাত ১১৪:১০০
মোট ভোটার ২,৭৪,৭০৭ জন
পুরুষ ভোটার ১,৩৮,২০৯জন
মহিলা ভোটার ১,৩৬,৪৯৮ জন

যোগাযোগসম্পাদনা

পাকা রাস্তা ১৩৮ কি.মি
আধা পাকা রাস্তা ৪৪ কি.মি
কাঁচা রাস্তা ৪১৯ কি.মি
নদী পথ ৪৫ কি.মি
মোট রাস্তা সংখ্যা ৩৫৯ টি
মোট ব্রীজ ও কালর্ভাট ১৪১টি

শিক্ষাসম্পাদনা

শিক্ষার হার ৯৮%
সরকারী প্রাথমিক বিদ্যালয় ৮২টি
মাধ্যমিক বিদ্যালয় ২৭টি
নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ০২টি
মহাবিদ্যালয় ০৩টি
দাখিল মাদ্রাসা ০৮টি
আলীম মাদ্রাসা ০৪টি
ফাজিল মাদ্রাসা ০৭টি
এবতেদায়ী মাদ্রাসা ২৮টি

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৫ 

বহিঃসংযোগসম্পাদনা