রূপগঞ্জ ইউনিয়ন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন

রূপগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার অন্তর্গত একটি ইউনিয়ন।

রূপগঞ্জ
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলানারায়ণগঞ্জ জেলা
উপজেলারূপগঞ্জ উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)

রূপগঞ্জ ইউনিয়নের ইতিহাস সম্পাদনা

রাজধানী ঢাকার উত্তর পশ্পিম দিকে স্রোতস্বীনী শীতলক্ষ্যার দুই তীরের বিসত্মীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠা জনপদ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন।

নামকরণ সম্পাদনা

‘‘রূপগঞ্জ’’ নামকরণের সঠিক ইতিহাস আজও অজানা। তবে পটুয়ার নিখুত তুলির অাঁচড়ে পটে অাঁকা ছবির মত নদী, গিরি, বনরাজী বেষ্টিত দিগমত্ম জোড়া সবুজ মাঠের নৈসর্গের মহা সমারোহে মুগ্ধ হয়ে কোন প্রকৃতি প্রেমী, সৌন্দর্য পিয়াসী ভাবুক পর্যটক এ এলাকা দর্শনে বিমোহিত হয়ে বিমুগ্ধ চিত্তে আনমনে হয়তো বলে ফেলেছিলেন-‘‘রূপগঞ্

আয়তন সম্পাদনা

আয়তন:- ২৯,২১ বর্গ কিলোমিটার।

গ্রাম ও মৌজা সম্পাদনা

৩৩ টি। মৌজা:- ২৩টি।

কৃষি পণ্য সম্পাদনা

ধান, পাট, আখ, আম, জাম, কাঁঠাল, পেয়ারা ইত্যাদি।

জনসংখ্যা সম্পাদনা

রূপগঞ্জ ইউনিয়নের মোট জনসংখ্যা:- ৬৩,২২৬ প্রায়

প্রশাসনিক ও সামাজিক উন্নয়ন অবকাঠামো[১] সম্পাদনা

স্বাস্থ্য কমপেস্নক্স:- ১টি।

কমিউনিটি ক্লিনিক:- ৫টি।

চ্যারিটেবল ডিসপেন্সারী:- ১টি।

ডায়গনস্টি সেন্টার:- ১টি।

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়(জুনিয়র-২টি) :- ৭টি।

শিল্প কারখানা :- ২ টি।

মাদ্রাসা:- ১টি।

সরকারী প্রাথমিক বিদ্যালয়:- ১০টি।

রেজিঃ প্রাথমিক বিদ্যালয়:- ৩টি।

কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়:- ৩টি।

কিন্টারগার্ডেন:- ৭টি।

ডাকঘর:- ৩টি।

থানা:- ১টি।

ইউনিয়ন ভূমি অফিস:- ১টি।

সাব- রেজিষ্ট্রী অফিস:- ২টি (পূর্ব, পশ্চিম) ।

ব্যাংক:- 4 টি (কৃষি ব্যাংক, গ্রামীন ব্যাংক, যমুনা ব্যাংক, এনআরবিসি ব্যাংক)

এনজিও:- ৪টি (আশা, ব্রাক, কারিতাস ও এস,এস,এস)

হাট-বাজার:- ৬টি।

ব্রীজ:- ১১টি।

ফেরীঘাট:- ১ টি।

রূপগঞ্জ ইউনিয়নে পূর্বচাল উপশহর সিটি অফিস:- ১ টি।

কালভার্ট:- ৫টি।

ব্রিক ফিল্ড:- ২টি।

মসজিদ:- ৮৫টি।

মন্দির:- ৭টি।

ঈদগাহ:- ৯টি।

কবরসত্মান:- ৮টি।

সিনেমা হল:- ১টি।

দর্শনীয় স্থান সম্পাদনা

রূপগঞ্জ বিল, পূর্বাচল লেক, শীতলক্ষা নদী,

প্রখ্যাত ব্যাক্তি সম্পাদনা

ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ সম্পাদনা

  • ছালাউদ্দিন ভূঞা, ইউপি চেয়ারম্যান, রূপগঞ্জ নারায়ণগঞ্জ

তথ্যসূত্র সম্পাদনা

  1. "রূপগঞ্জ ইউনিয়ন"rupganjup.narayanganj.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-২৩