তারাব পৌরসভা
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পৌরসভা
তারাব পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা।[১][২]
তারাব পৌরসভা | |
---|---|
পৌরসভা | |
তারাব | |
![]() | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
উপজেলা | রূপগঞ্জ উপজেলা |
প্রতিষ্ঠা | ২০০২ |
সরকার | |
• মেয়র | হাসিনা গাজী (আওয়ামী লীগ) |
আয়তন | |
• মোট | ২৪.৬০ বর্গকিমি (৯.৫০ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১,৫০,৭০৯ |
• জনঘনত্ব | ৬,১০০/বর্গকিমি (১৬,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও সীমানা সম্পাদনা
তারাব পৌরসভা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় অবস্থিত, বাংলাদেশের রাজধানী ঢাকার ১৪ কিলোমিটার পূর্বে। “ঢাকা-সিলেট” মহাসড়ক, (সুলতানা কামাল সেতু সংলগ্ন), এই পৌরসভার ভিতর দিয়ে গিয়েছে।[১]
প্রশাসনিক এলাকা সম্পাদনা
আয়তন ও জনসংখ্যা সম্পাদনা
শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা
- শিক্ষার হারঃ
- শিক্ষা প্রতিষ্ঠানঃ
- হাজী মোঃ এখলাছ উদ্দিন ভূইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ,যাত্রামুড়া।
- মারকাজুল কুরআন মাদ্রাসা, নোয়াপাড়া।
- জামিয়া ক্বাওমিয়া আরাবিয়া, বিশ্বরোড।
- সিরাজুল উলুম আরাবিয়া, তারাব।
- জামিয়া কারিমিয়া, খালপাড়।
- জামিয়া উম্মাহাতুল মুমীনীন, রসুলপুর।
- তারাব পৌর মাধ্যমিক বিদ্যালয়, নোয়াপাড়া।
- ইউনাইটেড কিন্ডারগার্টেন, নোয়াপাড়া।
- তারাব সরকারী প্রাথমিক বিদ্যালয়, তারাব বাজার
জনপ্রতিনিধি সম্পাদনা
বর্তমান মেয়রঃ হাসিনা গাজী[১]সাবেক মেয়রঃ জনাব শফিকুল ইসলাম চৌধুরী
✪✪ প্রথম নির্বাচিত মেয়রঃ জনাব মোঃ মাহবুবুর রহমান খান।